বাংলাদেশের তৈরি অসাধারণ গেমিং এপ্লিকেশন “আমার গ্রাম”

আসসালামুআলাইকুম বন্ধুরা!!

আশা করি সবাই ভালো আছেন। এবং ঘরে আছেন।

আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি অ্যাপ্লিকেশনের রিভিউ নিয়ে হাজির হলাম। নিশ্চয়ই অ্যাপ্লিকেশনের টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বা কোন বিষয় নিয়ে আজকে রিভিউ দিব।

হ্যাঁ আজকে আমরা মূলত গেম এর রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো। আর গেমটি হচ্ছে একটি বাংলাদেশী গেম। বাংলাদেশের পাঁচটি সেরা গেম রয়েছে যেগুলো বর্তমানে গুগল প্লে স্টোরে ভালোভাবে চলছে।

এটি খুবই আশ্চর্যের ব্যাপার যে আজ থেকে মাত্র 5- 7 বছর আগেও গুগল প্লে স্টোরে বাংলাদেশে কোন থ্রিডি গেম ছিলনা।

তো এপ্লিকেশনটির নাম হচ্ছে আমার গ্রাম।

এই অ্যাপ্লিকেশনটি 60mb এর একটি অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটির গ্রাফিক্স যেমনই হোক না কেন মূলত বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটি যথেষ্ট ভালো বলা চলে।

গ্রাফিক্স ছাড়াও এই অ্যাপ্লিকেশনটিতে কন্ট্রোলার নিয়ে কোন সমস্যা নেই। এই গেমটি আমার কাছে খুবই সুন্দর লেগেছে।

তো এই গেমটিতে কি থিম রয়েছে?

এই গেমটি খেলার জন্য আপনাকে কোন কিছু করতে হবেনা। সম্পুর্ণ ফ্রি গেম। ইন্টারনেট কানেকশন লাগবে না। আবার এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি কোন কিছু অর্জন করতে পারবেন না।

তো এই অ্যাপ্লিকেশনটি দ্বারা কি করা যেতে পারে?

এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি গ্রাম বাংলার প্রকৃতি চিত্র দেখতে পারবেন।

আমি মূলত বলে থাকবো যে এই অ্যাপ্লিকেশনটি শিশু-কিশোরদের জন্য যারা শহরের পরিবেশ থাকে। গ্রামের পরিবেশ তারা কখনো দেখেনি। আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে যে এই অ্যাপ্লিকেশনটিতে বিভিন্ন ধরনের জায়গা সম্পর্কে অবগত করা হয়েছে।

যেমন মনে করুন, একটি মুরগির ঘর।

গেমের প্লেয়ার যদি মনে করে যে আমি
মুরগি গর সম্পর্কে জানবো তাহলে সাথে সাথে মুরগির ঘর কাকে বলে, সেই সম্পর্কে ডিটেইলস সেই প্লেয়ারকে বলা হবে।

তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই অ্যাপ্লিকেশনটি বা গেমটি তাদের জন্য যারা কখনো গ্রাম পরিদর্শন করেনি। গ্রামের পরিবেশ সম্পর্কে তাদের ধারণা নেই এমনকি মুরগির-ঘরের মতো একটা তুচ্ছ ব্যাপার সম্পর্কে তাদের কোন ধারণা নেই।

তো তারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে সহজেই জানতে পারবে।

অ্যাপ্লিকেশনটি সম্পর্কে আমার কোন নেগেটিভ রিভিউ নেই।

প্রচার প্রচারনার অভাব থাকার পরেও এই গেমিং অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে দিব্যি চলছে। 60 এমবির এই অ্যাপ্লিকেশনটি 50 হাজারেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। এবং এতে রিভিউ প্রদান করেছেন 1000 জন এবং এর গড় রিভিউ 4.3

আশাকরি আপনাদের আর্টিকেলটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আর্টিকেলটি শেয়ার করতে ভুলবেন না।

স্টে হোম, স্টে সেইফ!!

 

Related Posts

13 Comments

মন্তব্য করুন