বাংলাদেশের পরিবেশ ও bcs প্রশ্ন ব্যাংক

সাধারণ জ্ঞান

বাংলাদেশের পরিবেশ :

– বাংলাদেশের একমাত্র যে সমুদ্র সৈকত।
থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়—
কুয়াকাটা সমুদ্র সৈকত, পটুয়াখালী।
– কাপ্তাই লেকে প্লাবিত রাঙ্গামাটির
উপত্যকাকে বলা হয়— ভেঙ্গী ভ্যালি।
– স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষিশুমারি।
| অনুষ্ঠিত হয় ১৯৭৭ সালে।
– মধুপুর গড় অবস্থিত— টাঙ্গাইল ও
ময়মনসিংহ জেলায়।
পদ্মা নদী যে স্থানে মেঘনা নদীর সাথে
মিশেছে— চাঁদপুর।
– তিতাস গ্যাসক্ষেত্রটি অবস্থিত—ব্রাহ্মণবাড়িয়ায়।।
সুশাসন হলাে একটি কাক্ষিত।
রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতিফলন।
| একটি প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর।
করে— ফলপ্রসূ শাসন কার্যের ওপর।
রাষ্ট্রের প্রচলিত আইন মেনে চলা প্রতিটি
নাগরিকের দায়িত্ব ও কর্তব্য।
সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়ােজন
সরকারি কার্যক্রমে দক্ষ ব্যবস্থাপনা।
আমলার দক্ষতার ওপরই নির্ভর করে।
প্রশাসনের কর্মদক্ষতা।
ভালাে-মন্দ, ঠিক-বেঠিক, কাক্সিক্ষত-|
অনাকাক্ষিত বিষয় সম্পর্কে সমাজের
সদস্যদের যে ধারণা তার নামই মূল্যবােধ।

Related Posts

8 Comments

মন্তব্য করুন