বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান

বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার নাম কি?

-বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার নাম, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

বাংলাদেশের প্রশাসনিক থানা কয়টি

– বাংলাদেশের প্রশাসনিক থানা 606 টি।

★বাংলাদেশের সিটি কর্পোরেশন কয়টি?

-বাংলাদেশে সিটি কর্পোরেশন আটটি।

★কোথায় কোথায় ভূ উপগ্রহ কেন্দ্র আছে?

-বেতবুনিয়া (রাঙ্গামাটি) তালিবাবাদ (কালিয়াকৈর গাজীপুর) মহাখালী (ঢাকা) সিলেট।

★বাংলাদেশ পুলিশ একাডেমি কোথায়?

– সারদা রাজশাহী।

★বাংলাদেশের কোথায় কোথায় রেডিও স্টেশন আছে?

-ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও রাঙামাটি।

★বাংলা দেশের মোট নদ নদীর সংখ্যা কত?

শাখা-প্রশাখাসহ নদ-নদীর সংখ্যা-৭০০টি।

★বাংলার রাজধানী সর্বপ্রথম বাংলায় স্থানান্তরিত হয় কার আমলে এবং কত সালে?
-সম্রাট জাহাঙ্গীরের আমলে ১৬০৮ সালে।

★ পাকিস্তানি শাসনের অধীনে আমাদের দেশ কত দিন ছিল?
– 24 বছর।

★মুক্তিযুদ্ধের সময় 5 নম্বর সেক্টরের কমান্ডার কে ছিলেন?

-মেজর মীর শওকত আলী।

-মুজিবনগর সরকারের সেনাপতি কে ছিলেন?

কর্নেল এম.এ জি ওসমানী।

★1972 সালের সংবিধানের মুলনীতি গুলো কি কি?

সংবিধানের চারটি মূলনীতি নির্ধারণ করা হয়। সেগুলো হলো- ১/গণতন্ত্র সমাজতন্ত্র ২/ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ।

★এ পর্যন্ত মোট কতবার  বাংলাদেশের সংবিধান সংশোধন করা হয়েছে-১৫বার

★ ঢাকা বিভাগ মোট কতটি জেলা আছে?
-১৭টি।
★কুয়াকাটা কিসের জন্য বিখ্যাত?
– দক্ষিণে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত সমুদ্র সৈকত এটি একটি স্বাস্থ্যকর স্থান এদিকে সাগর কন্যা বলা হয় এখানে সূর্যোদয়ের দৃশ্য দেখা যায়।

★সোনার গাও কোথায় অবস্থিত?

-সোনারগাঁও নারায়ণগঞ্জ অবস্থিত।

বাংলাদেশের শিক্ষার স্তর কয়টি?

বর্তমানে চারটি স্তর। যেমন প্রাথমিক স্তর প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত। মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত। উচ্চমাধ্যমিকের একাদশ ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত। উচ্চ স্তর স্নাতক ও তদূর্ধ্ব।

বাংলাদেশ ক্যাডেট কলেজ কয়টি?

-বাংলাদেশে 12 ক্যাডেট কলেজ আছে।

বাংলাদেশে মোট জমির পরিমাণ কত?

– বাংলাদেশে মোট জমির ৩ কোটি 38 লাখ 34 হাজার একর।

চা রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত?

-চা রপ্তানিতে বাংলাদেশের অবস্থান নবম

গ্যাস ক্ষেত্র কত সালে আবিষ্কার হয়েছিল?

তিতাস গ্যাস ক্ষেত্র ১৯৬২ সালে আবিষ্কার হয়।

বাংলাদেশের বৃহত্তম বনাঞ্চল কোথায়?

বাংলাদেশের বৃহত্তম বনাঞ্চল চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল।

বাংলাদেশের সবচেয়ে বড় কাগজ মিল কোনটি?

বাংলাদেশের বড কাগজ কল কর্ণফুলী পেপার মিল।

বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা  অর্জন করে কোথা থেকে?

সবচেয়ে বেশি মুদ্রা অর্জিত হয় তৈরি পোশাক থেকে

বাংলাদেশের বৃহত্তম গ্রাম কোনটি এবং কোথায় অবস্থিত?

বৃহত্তম গ্রাম বানিয়াচং (হবিগঞ্জ)

বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি?

বাংলাদেশের বৃহত্তম বিল চলনবিল।

বাংলাদেশের শ্রেষ্ঠ ভাষাবিদ কে?

ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ।

বাংলাদেশের গভীরতম নদী কোনটি

বাংলাদেশের গভীরতম নদী পদ্মা।

বাংলাদেশের প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি?

বাংলাদেশের প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটি?

বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ সিলেট।

বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকার কে?

শাহ আবদুল হামিদ।

বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

-বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মইনুল হোসেন।

★বাংলাদেশের বিহত্তম ম্যানগ্রোভ  বনভূমি কোনটি?

বাংলাদেশের বৃহত্তম বনভূমি সুন্দরবন একক বনভূমি হিসেবে 2400 বর্গমাইল প্রায় বাংলাদেশের বৃহত্তম নদী।

★বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী কে?

-বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী ড.কুদরত ই খুদা।

Related Posts