বিদেশে উচ্চশিক্ষা

বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করা প্রায় সকল শিক্ষার্থীদের একটি বাসনা, উচ্চশিক্ষা গ্রহণে বিদেশী প্রতিষ্ঠানগুলো নিজেদের স্থান দখল করার কারণে বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থীর অন্যতম একটি আকাংখা হল বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করা। উচ্চশিক্ষা গ্রহণ করতে হলে প্রতিটা শিক্ষার্থীর কাঠগোড় পোহাতে হয়। পর্যাপ্ত জ্ঞানের এবং জানাশোনার অভাবে প্রায় সকল শিক্ষার্থীর এক ধরণের ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়।          পূর্বে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করা শুধুমাত্র উচ্চবিত্ত পরিবারের শিক্ষার্থীদের শখ ছিল। কিন্তু বর্তমানে উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত প্রায় সকল শ্রেণির শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে আগ্রহ পোষণ কর।। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো স্কলারশিপ প্রদান করছে যা মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের মূল আগ্রহের কেন্দ্রবিন্দু।                                                বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করা মোটেও সহজ জিনিস নয়। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে কিছু কিছু নিয়ম কানুন মেনে চলতে পারলে স্কলারশিপ পাওয়া মোটেও কঠিন বিষয় নয়। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে কতগুলো বিষয় মাথায় রাখতে হবে। সেই সকল বিষয়গুলো নিচে তুলে ধরা হল  :                                            ১.আপনার পছন্দের প্রতিষ্ঠান  নির্বাচন করতে হবে। সেইসাথে আপনি কোন বিষয় নিয়ে পড়তে আগ্রহী সেই বিষয় এবং স্কলারশিপ এর ধরণ সম্পর্কে জেনে নিবেন।                            ২.বিদেশে যাবার ক্ষেত্রে ভিসা,পাসপোর্ট এবং আপনার প্রয়োজনীয় কাগজপএ সাথে রাখুন।   ৩.যেই দেশে যাবেন সেই দেশের ভাষা, মুদ্রা,আবাহাওয়া সব কিছু জেনেশুনে যাওয়াই বুদ্ধিমানের কাজ।                                   ৪.এম্ব্যাসি থেকে সেই  দেশের পড়াশোনার খরচ, পার্ট টাইম চাকরি করার সুবিধা অসুবিধার জেনে নিবেন।                                                  ৫.আপনি যেদেশে পড়তে যাবেন সেই দেশের পড়াশোনার চাহিদা, প্রতিষ্ঠানের সুবিধা অসুবিধার কথা জেনে নিবেন।                                    বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ এবং সমৃদ্ধ ভবিষ্যতের হাতছানি জন্য আজকাল অনেকেই বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে। তবে আপনি যেই দেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে যান না কেন সেই দেশ এবং সেই দেশের প্রতিষ্ঠানগুলো সম্পর্কে জেনে বুঝে পদক্ষেপ নেওয়াই বুদ্ধিমানের কাজ।

Related Posts

8 Comments

মন্তব্য করুন