বিসিএস – তথ্য ও প্রযুক্তি – প্রতিদিন প্রশ্নোত্তর- পর্ব- ২

আসসালামু আলাইকুম

বিসিএস এবং অন্যান্য সরকারি-বেসরকারি চাকরির প্রস্তুতির সুবিধার উপলক্ষ্যে তথ্য ও প্রযুক্তি বিষয়ের উপর প্রতিদিনের প্রশ্নোত্তর ধারাবাহিকের পর্ব-   ২      এ স্বাগতম। আশা করি লেখাটি সকলের উপকারে আসবে ইং শা আল্লাহ।

আজকের লেখায় সর্বমোট     ৪০         টি প্রশ্নোত্তর দেয়া হল।

৪৬ প্রথম ইন্টিগ্রেটেড সার্কিটভিত্তিক কম্পিউটার – B2500, B3500

৪৭ প্রথম আইসি চিপ দিয়ে তৈরি ডিজিটাল কম্পিউটার – IBM system 360

৪৮ প্রথম মাইক্রোপ্রসেসর – ইনটেল ৪০০৪

৪৯ প্রথম ব্যবহৃত মাইক্রোপ্রসেসর – ইনটেল ৮০০৮

৫০ আই বি এম কোম্পানির জন্ম হয় – ১৯১১ সালে

৫১ মাইক্রোসফট এর জন্ম হয় – ১৯৭৫ সালে

৫২ কম্পিউটার সংগঠন কত প্রকার? – ২ প্রকার

৫৩ হার্ডওয়্যার মূলত – তিন প্রকার

৫৪ সিস্টেম ইউনিটের অংশ হলো – সিপিইউ, মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড প্রভৃতি

৫৫ সিপিউ হলো – কম্পিউটারের কেন্দ্রীয় অংশ

৫৬ কম্পিউটারে মস্তিস্ক হল – সিপিউ ( কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট )

৫৭ প্রসেসর কি দিয়ে তৈরি? – ইন্টিগ্রেটেড সার্কিট দিয়ে তৈরি

৫৮ প্রসেসর এর গতি নির্ণয় করা হয় – Hz এককে

৫৯ ইনটেল ৪০০৪ এ ট্রানজিস্টরের সংখ্যা ছিল – ২৩০০ টী

৬০ মাইক্রোপ্রসেস– তিন প্রকার

৬১ PCB অর্থ – Printed Circuit Board

৬২ সিরিয়াল পোর্টে পিন থাকে – ৯ টি

৬৩ গেম পোর্ট এ পিন থাকে – ১৫ টি

৬৪ কোনটী ইনপুট ডিভাইস – মাউস, টাচস্ক্রিন, স্ক্যানার, সেন্সর, ওয়েব ক্যাম প্রভৃতি

৬৫ F1 কী ব্যবহৃত হয় – হেল্প মেন্যু দেখতে

৬৬ F2 কী ব্যবহৃত হয় – কোন ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করতে বা রেনেইম করতে

৬৭ F11 কী ব্যবহৃত হয় – কোন উইনডো ফুলস্ক্রিন দেখতে এবং স্বাভাবিক অবস্থায় আনতে

৬৮ F12 কী ব্যবহৃত হয় – save as অপশন চালু করতে

৬৯ নিউমেরিক কী – প্যাড এ মোট – ১৭ টি কী রয়েছে

৭০ কার্সর মুভমেন্ট কী রয়েছে মোট – ৪ টি

৭১ সর্বপ্রথম মাউস ব্যবহৃত হয় – ১৯৮৪ সালে

৭২ একটি অপটিক্যাল ইনপুট ডিভাইস – বারকোড রিডার

৭৩ মাইক্রোফোন একটি – ইনপুট ডিভাইস

৭৫ আউটপুট ডিভাইস গুলো হল – মনিটর, প্রিন্টার, হেডফোন, স্পিকার প্রভৃতি

৭৬ মনিটর সাধারনত তিন ধরনের হয়ে থাকে ।

৭৭ মনিটর থেকে দূরে বসার আদর্শ দুরত্ব – ২ – ৩ ফুট

৭৮ অন্যান্য আউটপুট ডিভাইস গুলোর মধ্যে তুলনামুলক ধীরগতির ডিভাইস – প্রিন্টার

৭৯ অফলাইন ডিভাইস হলো – প্রিন্টার

৮০ প্রিন্টার এর রেজুলেশন পরিমাপক একক – DPI

৮২ লেজ়ার পিন্টার এ ব্যবহার করা হয় – লেজার রশ্মি

৮৩ DPI অর্থ – Dot Per Inch

৮৪ Dot Matrix কি? – প্রিন্টার

৮৫ প্লটার এক ধরনের প্রিন্টার।

আজ এই পর্যন্ত। ফিরে আসব আগামী পর্বে আরো কিছু প্রশ্নোত্তর নিয়ে। ধন্যবাদ

 

Related Posts

3 Comments

মন্তব্য করুন