আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে করোনা কালীন সময়ে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সবসময়। আজকে আপনাদের সকলের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করবো।
কথাটি শুনতে হয়তবা আশ্চর্য্য লাগছে ।হে তবে এটাই সত্যি ।
আবার এরকমটি ভাববেন না শুধু নেট থেকে ডাউনলোড করে
কপি পেস্ট করে মেমোরিতে দিয়ে দিলাম এরকম ও নয় ।
মনে রাখবেন পৃথিবীতে যে কোনো কিছু কারো না কারো সামান্য সাহায্য ছাড়া বাঁচতে পারেনা ।
এবার মূল আলোচনায় যাওয়ার যাক ।আমরা অনেকেই উইন্ডোজ সেটআপ দিতে জানি । এরকম সহজ system কেউ জানেনা এবং এর চেয়ে সহজ উপায় আমার জানা নেই, চলুন শুরু যাক ।
সারাজীবনে অনলি একবার বা শেষবারের জন্য আপনার সাকসেসফুলি একটা উইন্ডোজ
ডিস্ক কম্পিউটারে রানিং অবস্থায় প্রবেশ করান ।এখন সি ড্রাইভ বা উইন্ডোজ ড্রাইভ ছাড়া অন্য
যে কোন ড্রাইভে (এ টু জেড ) ডিস্কের ডাটা ডিস্ক ড্রাইভে না ঢুকে বাহির থেকে রাইট বাটন
ক্লিক করে কপি অপশনে লেপ্টে ক্লিক করুন ।
এরপর আপনার নির্দিষ্ট ড্রাইভে পেস্ট করে কপি করে নিন । তারপর কম্পিউটারের ডিস্ক সংযোগ
বিচ্ছিন্ন করে বের করে নিন যতদিন ।এ ডাটা আপনার ড্রাইভে সেভ রাখবেন ততদিন আপনার
উইন্ডোজ কোন সমস্যা হলে নিচের নিয়মে ঠিক করতে পারবেন শুধু একটি ব্লাং মেমরির সাহায্যে ।
মনে রাখবেন যে ড্রাইভে উইন্ডোজ ডাটা কপি করেছেন সে ড্রাইভে ভূলেও ফরমেট দেয়া যাবে না এবং
সে ডাটার ফাইলে ঢুকে কোন কাজ বা উনিশ বিশ করা যাবে না ।নাহয় পুনরায় ডিস্ক কপি করে নিতে হবে ।
এখন একটি সর্বনিম্ন ৮ অথবা ১৬ জিবি বা তার অধিক জায়গার মেমরি নিন । এরপর একটি
ভালো মানের কার্ডরিডার নিয়ে তাতে মেমরিপ্রবেশ করান । এবার কার্ডরিডারটি কম্পিউটারে
সংযুক্ত করে মেমরিটি ফরমেট করুন । এবার আপনার কম্পিউটার সেভ করা সেই ডাটা সম্পূর্ন
ফাইল সহ (এ টু জেড) কপি করে মেমরিতে পেস্ট করুন । এবার আপনার মেমোরিটি কম্পিউটারে
উইন্ডোজদেয়ার জন্য তৈরি ।আপনার মেমরি ড্রাইভে যদি উইন্ডোজ আইকন সো নাও করে তাতে ও কোন
সমস্যা নেই । যদি উইন্ডোজ আইকন সো করাতে চান তাহলে ডাটা কপি করে নেয়ার পর মেমরিটি
কম্পিউটার থেকে বিচ্ছিন্ন করে আবার সংযুক্ত করুন । এবার আপনার কম্পিউটারের মেমরি ড্রাইভটি
উইন্ডোজ আইকন সো করবে । এখন আপনার কম্পিউটার রেস্ট বা রিবুট করুন তারপর আপনার কম্পিউটারের কিবোর্ডের ফাংসন অনুপাতে এফ১২ বা এফ১১ বাটনে চাপতে থাকুন উইন্ডোজ সেটআপ
পেজ চলে আসবে । তারপর উইন্ডোজ ধাপ অনুসরন করে সেটআপ করে নিন ।
((যারা উইন্ডোজ সেটআপ করতে পারেন না কমেন্টে জানান সহজ উপায়ে সমাধান দিব ))