ব্যাংক কর্মীদের বেতন গ্রেড

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সব সময়। ব্যাংকে জুনিয়র অফিসারের বেতন –

ব্যাংক আমাদের সবক্ষেত্রে এক আশা এবং ভরসার নাম।আমাদের ব্যক্তিগত টাকা পয়সা থেলে শুরু করে আমাদের গয়না ঘাটি এমনকি জরুরী কাগজপত্র অনেকেই ব্যাংক লকারে সংরক্ষণ করে থাকি। তাই আজ ব্যাংক হয়ে উঠেছে সকলে জন্য একমাত্র ভরসার নাম।প্রতিটি ব্যাংকের মধ্যে অনেক কর্মকর্তা কাজ করেন সারাদিন আমাদের জন্য। জনগণের সেবার জন্য।তাদের সেই কাজের মানের উপর গ্রেড নির্ধারণ করা হয়। সেই গ্রেড অনুয়ায়ী তাদের নিজস্ব কাজ দেওয়া হয়।সেই কাজের বিনিময়ে তাদের গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হয়।গ্রেড অনুযায়ী পারিশ্রমিকের অনেকখানি ভিন্নতা দেখা আমি সেই ব্যাংকের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বেতন গ্রেড নিয়ে আলোচনা করব।আশা করি আপনারা নতুন কিছু জানতে পারবেন।

#ব্যাংক কর্মকর্তাদের বেতন গ্রেডঃ
১.এমডি এর বেতনঃ সর্বোচ্চ ৪ লাখ এবং সর্বনিম্ন ৩ লাখ।
২.বেসরকারি ব্যাংকের এমডি বেতন বছরে ১ লাখ ৯০ হাজার টাকা
৩.মহাব্যবস্থাপক এর বেতন বছরে ৯৩,৫৭০ টাকা
৪.উপব্যবস্থাপক এর বেতন বছরে ৭৭,২৫০ টাকা
৫.সহকারী ব্যবস্থাপক এর বেতন বছরে ৬২,৪০০ টাকা
৬.সিনিয়র প্রিন্সিপাল এর বেতনঃ৫৫,৫৫০
৭.প্রিন্সিপাল অফিসার ৪৫,০০০ টাকা
৮.সিনিয়র অফিসার এর বেতন ৩৩,৫০০ টাকা
৯.অফিসার এর বেতন ২৮,২৫০ টাকা
১০.জুনিয়র অফিসার এর বেতন ২৩,০০০ টাকা
১১.এসিসটেন্ট অফিসার এর বেতন ১৯,৫০০ টাকা
১২.সি এলডি/ড্রাইভার এর বেতন ১৬,০০০ টাকা
১৩.সাপোর্ট স্টাফ এর বেতন ১২,৫০০ টাকা
১৪.এমএলএসএস এর বেতন ১৭,৯০০ টাকা

ব্যাংকসমূহ নতুন বেতন গ্রেড প্রনয়ন করেছে।সেই গ্রেড অনুয়ায়ী বেতন সমূহের গ্রেড উপরে তুলে ধরা হয়েছে।

ধন্যবাদ সবাইকে। সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।

মাস্ক পড়ুন
সুস্থ থাকুন

Related Posts