ব্যাটারির চার্জ নিয়ে সকল সমস্যার সমাধান।

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রযুক্তি যত উন্নত হচ্ছে মানুষের জীবন যাত্রার মানও তত বৃদ্ধি পাচ্ছে। তবে কিছু সমস্যা থেকেই যায়। যেমন ধরুন আমাদের প্রাণ প্রিয় স্মার্টফোনটি। প্রাণ প্রিয় বললাম, কারণ বর্তমানে এটি অনেকের মনে এক বিশাল সাম্রাজ্য তৈরি করেছে। আচ্ছা যাই হোক কথায় ফিরে আসি, এটা একটা মজা ছিল।

অধিকাংশ মানুষের স্মার্টফোনে সমস্যা আছে। তা নানান কিছু হতে পারে। তবে সবচেয়ে বেশি যে সমস্যাটা তা হলো, ব্যাটারির চার্জ। অনেকের মোবাইলের চার্জ তারাতাড়ি ফুরিয়ে যায়। এতে করে পড়তে হয় নানান সমস্যায়। প্রথমে আমি ব্যাটারির চার্জ তারাতাড়ি ফুরিয়ে যাবার কারণ গুলো বলবো, এরপর বলবো কি কি পদ্ধতি অনুসরণ করলে কিছুটা পরিত্রাণ পাওয়া যাবে। তাহলে চলুন শুরু করি।

দ্রুত চার্জ ফুরিয়ে যাবার কারণঃ

১) দ্রুত চার্জ ফুরিয়ে যাবার প্রধান কারণ হলো, কম ক্ষমতা সম্পন্ন ব্যাটারি। ব্যাটারির ক্ষমতা বোঝা যায় mAh দ্বারা। mAh- milliampere-hour. যারা mAh যত বেশি তার ক্ষমতা তত বেশি।

২) মোবাইলে ইন্টারনেট ব্রাউজিং করার সময়ও মোবাইলের ব্যাটারির চার্জ বেশি খরচ হয়।

৩) ছবি তোলা এবং ভিডিও করার সময় চার্জ বেশি খরচ হয়।

৪) মোবাইলের ব্রাইটনেস বেশি থাকলে তা বেশি চার্জ খরচ করে।

৫) হাই গ্রাফিকসের গেমস ইত্যাদিতে চার্জ বেশি খরচ হয়।

আপনার মোবাইলের ব্যাটারির mAh যদি কম হয় তাহলে, উপরোক্ত কারণগুলোর কারণে দ্রুত চার্জ ফুরিয়ে যাবার সম্ভাবনা বেশি থাকে।

কি কি প্রদক্ষেপ গ্রহণ করলে, কিছু পরিত্রাণ পাওয়া যাবেঃ

১) সর্বপ্রথম আপনার মোবাইলের ব্যাটারিকে সেভার মোডে নিতে হবে। অর্থাৎ ফোন ব্যাটারি সেভার মোডটি অন করে দিতে হবে।

২) প্রয়োজনীয় অ্যাপসগুলো সিলেক্ট করে মোবাইল ব্যাটারি আল্ট্রা সেভার মোডে অন করে দিতে পারেন। এতে করে সর্বোচ্চ সাপোর্ট পাবেন।

৩) যতটুকু সম্ভব কম ব্রাইটনেসে মেবাইল ব্যবহার করা।

৪) অযথা বিনা প্রয়োজনে ক্যামেরা অন না রাখা।

৫) ইন্টারনেট ব্রাউজিংয়ের সময়, তা যদি wifi দিয়ে হয় তখন মোবাইল ফ্লাইট মোডে রাখা।

৬) ব্যাকগ্রাউন্ডে চলমাল থাকে এমন অপ্রয়োজনীয় অ্যাপস পরিহার করা।

৭) অযথা হাই গ্রাফিক্সের গেম মোবাইলে রান না রাখা।

হাই গ্রাফিক্সের ভিডিও প্লে করলেও চার্জ দ্রুত খরচ হয়। আমাদের আরো অনেক কাজে মোবাইলের চার্জ খরচ হয় তবে তা তুলনামূলকভাবে কম। তাই সেসব উল্লেখ করছি না।

আল্ট্রা ব্যাটারি সেভ মোড বা আল্ট্রা পাওয়ার সেভ মোড এই ফিচারটি স্মার্টফোনে নতুন। তাই অনেকের ফোনে নাও থাকতে পারে। তবে বর্তমানের প্রায় সকল স্মার্টফোনেই তা আছে।

তো আজ এতটুকুই ছিল। পরবর্তীতে আরো পোস্ট নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ।

ধন্যবাদ।

Related Posts

9 Comments

মন্তব্য করুন