ব্যাসিক ইংলিশ স্পোকেন। ১ম – পাঠ

প্রথম পাঠ

 

প্রথমে এই তিনটি শব্দের অর্থ শিখি :

What ( হোয়াট ) =কি

Is ( ইজ ) =হয়

This ( দিস )=এটা

যদি এই তিনটি শব্দকে একত্রে বলি তাহলে একটি বাক্য তৈরি হবে, বাক্যটি হলো :

What is this? ( হোয়াট ইজ দিস )

এর বাংলা অনুবাদ হলো; এটা কি?

 

আবার, This is

অনুবাদ : এটা হয়।

 

এখন আরো কিছু নতুন শব্দ শিখি :

It ( ইট ) = এটি

A ( এ ) = একটি

Mobile ( মোবাইল ) = মোবাইল

Computer ( কম্পিউটার ) = কম্পিউটার

Book ( বুক ) = ব‌ই

Pen ( পেন ) = কলম

Chair ( চেয়ার ) = চেয়ার

Table ( টেবিল ) = টেবিল

Room ( রুম )= কক্ষ

Wall ( ওয়াল )= দেয়াল

Window ( উইন্ডো ) = জানালা

Door ( ডোর ) = দরজা

এখন কেউ যদি আপনার হাতে থাকা মোবাইল দেখিয়ে জিজ্ঞেস করে যে; What is this? অর্থাৎ এটা কি?

তাহলে আপনি বলবেন, It is a mobile. অর্থাৎ এটি একটি মোবাইল।

কেউ যদি আপনার সামনে থাকা কম্পিউটার দেখিয়ে জিজ্ঞেস করে যে; What is this? অর্থাৎ এটা কি?

তাহলে বলবেন, It is a computer. অর্থাৎ এটি একটি কম্পিউটার।

ইংরেজি স্পোকেন শেখার জন্য দুইজন হলে ভালো হয়, এজন্য আপনার সাথে যদি আপনার বন্ধু কিংবা অন্য কেউ থাকে তাহলে তার সাথে আপনি অনুশীলন করবেন। তাকে বিভিন্ন বস্তু দেখিয়ে প্রশ্ন করবেন।

যেমন, আপনি যদি তার হাতে থাকা মোবাইল দেখিয়ে জিজ্ঞেস করেন যে, What is this? অর্থাৎ এটা কি?

তাহলে তাকে বলতে হবে, It is a mobile. অর্থাৎ এটি একটি মোবাইল।

আপনার বন্ধু যদি আপনার হাতে থাকা কলম দেখিয়ে জিজ্ঞেস করে যে, What is this? অর্থাৎ এটা কি?

তাহলে আপনি বলবেন যে, It is a pen. অর্থাৎ এটি একটি কলম।

 

এভাবে বিভিন্ন বস্তু দেখিয়ে একে অপরকে প্রশ্ন করবেন এভাবে, What is this?

এবং একে অপরকে উত্তর দিবেন এভাবে, It is (____). ফাঁকা ঘরে কোন একটা বস্তুর নাম ব্যবহার করবেন।

 

নতুন কিছু শব্দ শিখি :

Yes ( ইয়েস) = হ্যাঁ

No ( নো ) = না

Not ( নট ) = নয়

But ( বাট ) = কিন্তু

 

এতক্ষণ আপনারা শিখলেন যে, This is a pen এর অর্থ হলো, এটি একটি কলম।

কিন্তু যদি is প্রথমে বসে যেমন, Is this a pen এমন হয় তাহলে এটা প্রশ্নবোধক হয়ে যাবে।

Is this a pen

এটা কি একটি কলম?

আপনার কোন বন্ধু যদি একটি কলম দেখিয়ে প্রশ্ন করে যে , Is this a pen?

অর্থাৎ হয় এটা কি একটি কলম?

তাহলে আপনি বলবেন,

Yes, it is a pen

হ্যাঁ, এটি একটি কলম।

 

কিন্তু আপনার বন্ধু যদি ব‌ই দেখিয়ে প্রশ্ন করে যে, Is this a pen?

তাহলে আপনি বলবেন,

No, It is not pen but it is a book.

না, এটি কলম নয় কিন্তু এটি ব‌ই।

 

এভাবে আপনারা বিভিন্ন বস্তুর নাম ব্যবহার করে অনুশীলন করবেন।

যতবেশি অনুশীলন করবেন ততো মুখের জড়তা কেটে যাবে।

 

বি: দ্র: ২য় পাঠে ১ম পাঠের লিংক যুক্ত করে দেবো।

 

এখানে আপনাদের জন্য পাঁচটি প্রশ্ন দিলাম, কমেন্টে এর উত্তর দিবেন।

 

1. What is this?

 

2. What is this?

 

3. Is this a Computer?

4. Is this a Book?

5. Is this a chair?

Related Posts

8 Comments

মন্তব্য করুন