মোবাইল ডাটা অন হয় না??? নিয়ে নিন সমাধান।( সকল সিম)

আসসালামু আলাইকুম। আমি লাহিন সারোয়ার আপনাদের সাথে আলোচনা করব মোবাইলের অত্যন্ত সাধারন সমস্যা ডাটা অন না হওয়া ও তার সমাধান।

মোবাইল ডাটা অন না হওয়া খুবই সাধারন একটি সমস্যা…অনেক সময় দেখা যায় Data চালু করি ঠিকই কিন্তু চালু হচ্ছে না বা উপরে H+ অথবা E কোনটাই আসছে না এর কারন হলো Configuration না থাকা…..

আরেকটা কারন হলো সিম এর মেয়াদ উত্তীর্ন হয়ে গেলে….তাই দেখে নিবেন ব্যালেন্স চেক করে সিম এর মেয়াদ আছে কিনা
না থাকলে নির্দিস্ট পরিমান Rechearge করলেই সমস্যাস সমাধান হয়ে যাবে

আর Configuration না থাকা এমন টা হয় নতুন সিম লাগালে বা সিম খুলে আবার লাগালে..অনেক সময় সিম লাগালে অটোমেটিক হয়ে যায়..তবে কিছু ক্ষেত্রে হয় না সেক্ষেত্রে আমাদের manualy করতে হবে আর কিভাবে করতে হবে নিছে দেখিয়ে দিচ্ছি

(#manual এর ক্ষেত্রে name & apn দিলেই হয়ে যাবে,,, কোনোকারনে না হলে সবগুলো ট্রাই করবেন।)

Grameenphone:
(auto)মেসেজ অপসন এ যান তারপর লিখুন all আর পাঠিয়ে দিন 8080 নাম্বারে
(manual) settings এ যান mobile networks এ যান access point name থেকে add new তারপর নতুন একটি বানান
name:grameenphone
apn:gpinternet
IP:010.128.001.002
port:8080
দিয়ে save করুন

Banglalink:
(auto)একই নিয়মে all লিখে 3343 নাম্বারে পাঠিয়ে দিন

(manual)একই নিয়ম
name:bangalink
apn:blweb
IP:010.010.055.034
port:8799

Airtel:
(auto) Dial *121*6*1#
(manual)একই নিয়মে
name:airtel
apn:internet
ip:10.6.0.2
port:8080

Robi:
(auto) Dial *121*7*1#
(manual) একই নিয়মে
name:Robi
apn:internet
ip:192.168.023.007
port:9201

  • মেসেজ পাঠানোর পর কনফিগারেসন মেসেজ আসবে ইন্সটল করলেই automatic হয়ে যাবে pin code যদি চায় তাহলে 1234 দিবেন

Related Posts

16 Comments

মন্তব্য করুন