মোবাইল ফোন গরম হয়ে যাওয়ার সমস্যা আর না!

বন্ধুরা আজকে আমরা  শিখব কিভাবে কি করলে আমাদের হাতে থাকা মোবাইল ফোনটি আর গরম হবে না।তো বন্ধুরা মোবাইল ফোন গরম হওয়ার কয়েকটি লক্ষন আছে, যেগুলো আমি আজ আপনাদের বলব আপনি আপনার ফোনটিতে মিনিয়ে নেবেন।তো তার জন্য প্রথমেই আপনি ফোনের সেটিংস অপশনে চলে যাবেন তার পরে মোবাইলে যে সফটওয়ার গুলো আপনি ডাউন লোড করেছেন সেখানে চলে যাবেন।
মোবাইলে এপস বলে যে অপশন টি থাকবে সেখানে।এবার একটি এপস এ প্রবেশ করলে আপনি দেখতে পাবেন যে অনেক গুলো পারমিশন যেমন ক্যামেরা,ফোটোস স্টোরেজ ইত্যাদির জন্য সেই এপস টিকে এলাও করা আছে।সেখেত্রে আপনি যা করতে পারেন আপনার কাজের ক্ষেত্রে পারমিশন গুলো এলাও করে নিয়ে কাজ শেষে সেগুলো বন্ধ করে দিতে পারেন।
আরো একটি বিষয় আছে বন্ধুরা কাজের ক্ষেত্রে আপনার মোবাইলে যে সফটওয়ার গুলো আপনারা ডাউনলোড করেছেন এবং কাজ শেষে আনইন্সটল করে দিয়েছেন সেগুলোর ডেটা আসলে আপনাদের মোবাইলে রয়ে গেছে।আপনাকে যেটা করতে হবে ফোনের সেটিংস অপশনে গিয়ে স্টোরেজ সেটিংসে গিয়ে সেই ডেটা গুলো ডিলিট করে দিতে হবে।এর পর আপনি যেটা করবেন ফোনের প্লে স্টোরে চলে যাবেন সেখানে গিয়ে বা দিকে ওপরে তিনটা বার রয়েছে সেখানে ক্লিক করবেন।এর পরে মাই এপস এন্ড গেমস বলে যে অপশনটা রয়েছে তাতে চলে যাবেন।
সেখানে গিয়ে লাইব্রেরী তে ক্লিক করলে দেখতে পাবেন আপনার ফোনে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো এপস ডাউনলোড করা হয়েছিল সব গুলোর তথ্য এখানে রয়েছে আপনাকে যেটা করতে হবে এই তথ্য গুলো ডিলিট করে দিতে হবে।এগুলো আপনার র‍্যামের অনেক জায়গা নষ্ট করে। যার ফলে আপনার ফোন হ্যাং বা গরম হতে পারে।এর পরে বন্ধুরা আপনারা আপনাদের মোবাইল ফোনের সেটিন্স এ আবার চলে যাবেন সেখানে গেলে আপনারা দেখতে পারবেন লোকেশন বলে একটি অপশন রয়েছে এবার আপনি সেখানে ক্লিক করুন।এর পরে আপনি উপরে থ্রি ডট রয়েছে সেখানে ক্লিক করে স্ক্যানিং বলে যে অপশন টি রয়েছে তাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার মোবাইলে আজ অবধি যত যায়গার লোকেশন সার্চ করা হয়েছিল সব যায়গা এখানে সেভ আছে যা আপনার ফোনের র‍্যাম দখল করে আছে এই কারনেও মোবাইল গরম হতে পারে।
তো আপনারা সেই তথ্য গুলো মুছে ফেলুন।এতে করে ফোন স্টোরেজ অনেকটা ফাঁকা হবে।আর মোবাইল গরম হবেনা।
তো বন্ধুরা আশা করি লেখাটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।

Related Posts

15 Comments

মন্তব্য করুন