যে সব কারনে আমাদের মেমরি কার্ড নষ্ট হয়ে যায় ।

যেহেতু আমাদের দেশে ২৬-০৩-১৯৯৭ থেকে ধিরে ধিরে ফোন ব্যবহার শুরু হয়,  তখনকার মোবাইলগুলো মাল্টিমিডিয়া ছিল না । ২০০৩ এর পর থেকে মাল্টিমিডিয়া মোবাইল আস্তে আস্তে আসা শুরু হয় । এই মুবাইল গুলোতে তখন ৩২ এমবি মেমরি থেকে ৫১২ এমবি পর্যন্ত মেমরি কার্ড ব্যবহার করা শুরু হয় ।

আর এই মেমরি কার্ড গুলো আমরা ভূল ব্যবহারের কারনে নষ্ট করে ফেলতাম । তবে এই মেমরি কার্ড নষ্ট হবার কিছুটা কারন হল তখনকার সময়ে ফোনের যে কোনো সাইটে মেমরি ঢুকানো ও বাহির করার সিস্টেম দিয়ে দিত । ফলে ফোনটি অন অফ না করেই আমারা মেমরিটি বাহির করে ফেলতাম ।

তবে বর্তমানে এখন কার ফোনে ব্যাটারির নিচে সিস্টেম দেয়া থাকে । কিন্তু অল্প সংখ্যক কিছু ফোনে এখনো সাইট মেমরি সিস্টেম দেয়া থাকে ।
তবে সে সময় কম্পানি কম ছিল বিধায় সব কিছু ভাল মানেরই পাওয়া যেত । বর্তমানে কম্পানি হিসেব ছাড়া তাই বাজারে ভাল মানের মেমরি খুঁজে পাওয়া কস্ট

এবং ফুটপাতে ফেক স্টুরেজ মেমরি দিয়ে ভরা, এসব মেমরি অল্পতেই নষ্ট হয়ে যায় ।
[[ এখন কি কি কারনে মেমরি নষ্ট হয়ে থাকে নিচে দেওয়া হলো ]]

১, ফোন অন অফ না করে মেমরি বাহির করলে
২, ফোনের ডাটা মেমরি থেকে ফোনে বা ফোন থেকে মেমরিতে কপি বা মুভমেন্টের সময় সম্পূর্ণ হবার আগেই কোন বাধাগ্রস্ত করলে ।
৩, ব্লুটুথ বা এনিসেয়ারে ডাটা ট্রান্সফারের সময় সম্পূর্ণ হওয়ার আগেই বাধাগ্রস্ত করলে ।
৪, মেমরি কার্ড পুরোপুরি সম্পূর্ণ ফুল করে ফেললে ।

৫, দির্ঘদিন চালানোর পর ও মেমরি ফরমেট না করলে ।
৬, সিস্টেম ফাইলে আঘাত করলে ।
৭, ফোন রোট করে ভূল ভাবে চালালে ।
৮, মেমরি পানিতে ভিজালে বা অগ্নিতপ্ত করলে ও সেই অবস্থায় ডিভাইসে প্রবেশ করালে ।

৯, অন্য ডিভাইসের মেমরি ভিন্ন ডিভাইসে ব্যবহারের সময় ফরমেট করে না নিলে ।
১০, প্রয়োজন বিহীন সারাক্ষণ ব্লুটুথ ও ইন্টারনেট অন করে রাখলে ।
১১, ডিভাইসে মেমরি কার্ডের স্থান লুজ কানেকশন
বা ভালোভাবে কাজ না করলে ।

১২, পিসিতে ডাটা ট্রান্সফারের সময় ইজেক্ট অপশন
না ব্যবহার করে বের করলে ।
১৩, মেমরি কার্ডকে আঘাত করলে ।
১৪, একই নামে বিভিন্ন ডাটা রিনেম করলে ।

[[ ভালোভাবে বুঝতে চেষ্টা করুন আমাদের ফোনে যখন মেমরি কার্ড ব্যবহার করি তখন আমরা বিভিন্ন এপ্লিকেশন মেমরি স্টুর বা ফোন স্টুরে ইনস্টল করে থাকি । তখন এই এপ্লিকেশন আমাদের ফোনের ডিসপ্লে হুম স্ক্রিনে সো করে । কিন্তু এই এপ্লিকেশনের যে সিস্টেম ডাটাগুলো ক্রিট হয় তা ফাইল ম্যানেজারে হিডেন অবস্থায় থাকে দেখা যায় না ।

এ ডাটাগুলো দেখার জন্য বিভিন্ন ফাইল এক্সপ্লোরার ব্যবহার করতে হয় । কিন্তু সেখানে কোন ডাটা কাজ বা মুভমেন্ট করা যাবে না এবং একই নিয়মে এই অবস্থায় মেমোরিকার্ডটি কম্পিউটারে ব্যবহার করলে সেই হিডেন সিস্টেম ফাইলে বা ডাটায় কোন আঘাত পরলে মেমরি কার্ডটি করোপটেড হয়ে যেতে পারে ]]

[[ উপরের কাজ করার আগে আপনার ডিভাইসের ব্যাটারি চার্জ করে নিতে হবে । নাহয় কাজ চলাকালীন চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেলে কোন কাজে বাধা সৃষ্টি হলে মেমরিটি নষ্ট হতে পারে ]]

Related Posts

13 Comments

মন্তব্য করুন