রাগী মেয়ের অসীম ভালোবাসা

★জীবনে যদি কাউকে ভালোবাসতে চান…
তাহলে রাগী মেয়েকে ভালোবাসুন..

-কারন তাদের উপরে হয়তো অনেক রাগ থাকে..কিন্ত ভিতরে থাকে অজস্র ভালোবাসা…

-একটা রাগী মেয়েকে আপনি একটু ভালোবাসা দিয়ে দেখেন..সে তার সবটা উজার করে আপনাকে ভালোবাসবে..

-একটা সময় দেখবেন ওর যতো সমস্যা আছে..অন্য কারো উপর যতো রাগ আছে..কারন সে জানে আপনিই ওর আপন মানুষ..
আপনি ওকে কখনোই ছেড়ে যাবে না..

-আপনার উপর ওর রাগ দেখানোর আরেকটা কারন হলো..ও আপনাকে নিজের চেয়ে বেশি ভালোবাসে..আপনি তাকে কখনো ছেড়ে যাবেন না সেই বিশ্বাস ও রাখে..

-আবার মাঝে মাঝে দেখবেন..
খুব সহজ ব্যাপার গুলোকে নিয়ে রাগ করে বসে থাকবে না..রাগের মাথায় সবকিছু পরিবর্তন করে ফেলে..ধরেন আপনাকে ব্লক দিয়ে দিতে পারে.. প্রোফাইল পিক নিক নেইম সব কিছু পরিবর্তন করতে পারে..মোটকথা রাগের মাথায় রিলেশন ভেঙ্গে দিতে পারে..

-রাগের মাথায় হয়তো এসব করবে..কিন্তু বিশ্বাস করেন ভাই..এসব করার পর রাগী মেয়েটাই লুকিয়ে লুকিয়ে কাঁদবে..

-কারন সে চায় তার প্রিয় মানুষটা তার রাগ ভাঙ্গাক..তাকে সরি বলে কাছে টেনে নিক..

-তখন আপনার যদি একবার সরি বলে তাকে বুকে টেনে নেন..
দেখবেন এক নিমিষেই সব কিছু ভুলে গেছে…

-রাগী মেয়েরা অতি সহজে সরি বলে না..ওরা ভাঙ্গবে তবে মটকাবে না….

-ওরা রাগের কারনে হারিয়ে ফেলে জীবনের অনেক কিছু..
রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে..এমন কি ওরা যাকে ভালোবাসে সে ও যদি জীবন থেকে চলে যায়..সেটা ও সে মুখ ফুটে বলবে না..আমি তোমাকে খুব ভালোবাসি..আমাকে ছেড়ে যেও না..কিন্তু ভিতরে ভিতরে ঠিকই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে..

-রাগী মেয়েরা আর যাই করুক..কখনো কাউকে ধোকা দেয় না..তারা যাকে একবার ভালোবাসে তাকেই সারা জীবন আপন করে রাখতে চায়..
কাউকে কষ্ট দিলে ওরা নিজেই বেশি কষ্ট পায়..

-এই রাগটাকে অনেকেই বুঝে না..স্বার্থপরের মতো ছেড়ে চলে যায়..যখন রাগী মেয়ে বলবে তোমাকে আমার দরকার নেই.তুমি আমার জীবন থেকে চলে যাও..তখন কখনোই ওকে ছেড়ে চলে যাবেন না.তার হাত দুটো আরো শক্ত করে ধরে রাখবেন..

-রাগের মাথায় ও হয়তো অনেক কিছুই বলে..কিন্তু যখন ওর রাগ থেমে যায় তখন নিজের ভুলটা বুঝতে পারে..

-রাগী মেয়ের রাগটাকে ভালোবাসা হিসেবে গ্রহন করুন..
কারন ও আপনাকে অনেক ভালোবাসে বলেই আপনার উপর রাগ দেখায়..

-যারা রাগী মেয়ের সাথে নিজেকে মানিয়ে নিতে পারেন..
তারাই একটা সময় জীবনটাকে অনেক সুন্দর ভাবে উপভোগ করতে পারে…

Related Posts

31 Comments

মন্তব্য করুন