সপ্ন নিয়ে কিছু কথা।

আশা করি সবাই ভালো আছেন।সপ্ন তো আমরা সবাই দেখি।কিন্তু ভবিষ্যতে সেই সপ্নকে হয়তো সবাই পূরন করতে পারি না।আমি সেই সপ্নের কথা বলছি না যেইটা আমরা প্রতিদিন রাতে ঘুমিয়ে ঘুমিয়ে দেখি।আমি সেই সপ্নের কথা বলছি যেটা আমরা জেগে জেগে দেখি।এ-পি-জে-আব্দুল কালাম স্যারকে তো আমরা সবাই চিনি।তিনি একবার বলেছিলেন সপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি,সপ্ন সেটাই যেটা আমাদের ঘুমাতে দে না।আর আমি এই সপ্ন নিয়েই আজ কিছু কথা বলবো:

সপ্ন দেখতে টাকা লাগে না।তাই এটা ধনী,গরিব,মধ্যবিত্ত সবাই দেখতে পারি।বাস্তবতাটা অনেক কঠিন। কিন্তু একজন ধনী ছেলে যখন আরোও ধনী হওয়ার সপ্ন দেখে সেইটা লোকে শুনলে বলে এই ছেলে বাবা-মায়ের মোখ আরও উজ্জ্বল করবে,এই ছেলে হলো রত্ন।আন্যদিকে একজন গরীব ছেলে যখন সপ্ন দেখে তখন লুকে শুনলে বলে ছিরা কাথায় শুয়ে লাখ টাকার সপ্ন দেখে,কতিপয় লোক তো এটা নিয়ে হাসাহাসি করে।আর একজন মধ্যবিত্ত ছেলে সে হয়তো সপ্ন দেখার সময়টা কম পাই।আর যদিও দেখে তাহলে তাহলে রাতে ঘুমাবার সময়টুকু পায় না।সে তো বাবা মাকে গ্রামের বাড়িতে রেখে শহরে আসে পড়াশোনার জন্য।কারন শহরেই সব নামকরা কলেজ,বিশ্ববিদ্যালয় অবস্থিত।তারপর নিজের খরচ চালানোর জন্য টিউশনি করায়,এবং সেই বয়সে বাড়িতেও টাকা পাঠাতে হয়।তারপর প্রতিদিন ভার্সিটিতে যেতে হয়।এবং এতেই শেষ না তাকে আবার বাসায় এসে পড়তে বসতে হয়।কারন নিজের পড়াশোনার সময়টা না দিলে টিউশনি আর চাকরি কোনটাই হবে না।তাই তারা সপ্ন মানুষকে বলতে সময় পায় না।এবং মানুষও কিছু বলতে পারে না।সপ্ন দেখার অধিকার সবার আছে।এমন এটাও সত্যি যে প্রথিবীতে যারা অনেক বড় হয়েছে তারা ছোটবেলায় নিম্নবিত্ত,মধ্যবিত্ত অবস্থার মানুষই বেশি ছিল।তারা শুন্যে থেকে শুরু করেছিল এখন সাফল্য তাদের হাতের মুঠোয়।তাই সপ্ন পূরন করার ক্ষমতা প্রতিটি মানুষের মধ্যে আছে।কিন্তু কেও হাসাহাসি দেখে নিজের সপ্নটাকে মাটি দিয়ে দে।আর কেও ব্যর্থতাকে মানতে পারে না।তাই তাদের সপ্নটুকো মাথা থেকে চিরতরে হারিয়ে যায়।কিন্তু কেও আবার সেই দুইটা বাধা পার করে চলে আসে,আর তারাই সফল বেক্তিতে পরিনত হয়।তাই সপ্ন বড় দেখতে শিখুন।আপনার মধ্যে ক্ষমতা আছে সেটাকে পূরন করার।আল্লাহ-ঈশ্বর সবসময় আপনার পাশে আছে।আর নিজের উপর বিশ্বাস রাখুন।আজকে যেই মানুষগুলো আপনার সপ্ন নিয়ে হাসাহাসি করেছে তারাই একদিন আপনাকে প্রশংসা করবে।

সপ্ন দেখতে শিখুন,বড় সপ্ন দেখুন,যেই-সব লোক তা নিয়ে হাসাহাসি করবে তাদেরকে উপেক্ষা করুন।তাদের জন্য নিজের সপ্ন কে বির্সজন দিবেন না।এই বিশ্বাস রাখুন সপ্ন পূরন হবে একদিন।

Related Posts

9 Comments

মন্তব্য করুন