সমাজে ন্যায় বিচার এবং সু শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা হয়রত উমর (রাঃ) থেকে কী কী শিক্ষা লাভ করতে পারি?তোমার পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।

উত্তরঃ হযরত উমর(রাঃ) এর খেলাফত থেকে আমরা অনেক শিক্ষা লাভ করতে পারি।

যেমনঃ হয়রত মুহাম্মদ(সাঃ)এর আদর্শঃসমাজে ন্যায় বিচার ও সু শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে হযরত উমর (রাঃ) এর শাসন ব্যবস্থায় হয়রত মোহাম্মদ (সাঃ) এর আদর্শকে অনুসরণ করতেন।

বিচারের মঞ্চে সবাই সমান যদিও সে অন্য  ধর্মের হোক না কেন।

.ন্যায়বিচার প্রতিষ্ঠাঃ হযরত উমর ন্যায়বিচার প্রতিষ্ঠায় ছিলেন খুব কঠোর। মদ্যপানের অপরাধে তিনি নিজ পুত্র আবু শামাকে শাস্তি প্রদানের মধ্য দিয় প্রমাণ করেছিলেন আইনের চোখে সবাই সমান।

কোমলমতি হৃদয়ঃ হযরত উমর(রাঃ)ন্যায়বিচার প্রতিষ্ঠায় যেমন কঠোর ছিলেন অন্যদিকে তার হৃদয় ছিলো কোমল।প্রজাদের অবস্থা দেখার জন্য তিনি রাতের বেলা একাকি হাটতেন।

কর্তব্য পরায়ণঃ হয়রত উমর (রাঃ) ছিলেন একজন কর্তব্য পরায়ণ শাসক।তিনি নিজ কাধে খাদ্যসামগ্রী বহন করে প্রজাদের মধ্যে পৌছে দিতেন।৫. নির্মাতাঃ হয়রত উমর (রাঃ) শুধু একজন শাসক ছিলেন না বরং একজন নির্মাতা ও ছিলেন।তিনি অসংখ্য মসজিদ,বিদ্যালয়, সড়ক,সেতু,হাসপাতাল নির্মান করেছিলেন।

Related Posts

3 Comments

মন্তব্য করুন