সহজে জানুন মোবাইল ফোন হ্যাকিং সম্পর্কে

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠ এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই ?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনায় ব্যক্ত করি।
মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আমাদের ব্যক্তিগত জীবনের ছোট বড় সকল কাজে মোবাইল ফোনের প্রয়োজন হয়। আমাদের ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত বেশির ভাগ সময় জুড়ে বিরাজমান থেকে এই মোবাইল ফোন। আমাদের তাই ব্যক্তিগত তথ্যাদি মোবাইল ফোনে সংরক্ষণ করা থাকে। মোবাইল ফোন তাই হয়ে থাকে আমাদের ব্যক্তিগত সকল তথ্যাদির আধার।
চলুন তাহলে জেনে আসি মোবাইল ফোনে আমাদের কি কি ব্যক্তিগত তথ্যাদি রয়েছে:
১.মোবাইল ফোনে আমাদের মোবাইল একাউন্ট থাকে।
২.মোবাইল ফোনে আমাদের ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্যাদি থাকে।
৩.মোবাইল ফোনে আমাদের ছবি থাকে।
৪.মোবাইল ফোনে সোশ্যাল মিডিয়া একাউন্ট থাকে।

বর্তমানে মোবাইল ফোনে হ্যাক হওয়ার মতো ঘটনা দুর্ঘটনা ঘটছে। যেহেতো ব্যক্তিগত সকল তথ্যাদি আজকাল মোবাইল ফোনে সংরক্ষণ করা থাকে তাই হ্যাক করার জন্য আজকাল তাই হ্যাকার মোবাইল ফোনকে বেছে নিচ্ছে। মোবাইল ফোন হ্যাক করে হ্যাকাররা আজকাল মানুষের ব্যাংক একাউন্ট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া এবং ব্যক্তিগত নানান তথ্যাদি হ্যাক করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কিভাবে বুঝবেন যে আপনার ফোন  হ্যাক হয়েছে কিনা?আপনার ফোন হ্যাক হয়েছে কিনা তা জানতে নিচের নিয়মগুলি অনুসরণ করুন :
১.প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোন থেকে *#*#৪৬৩৬*#*# লিখে ডায়াল করুন।
২.তারপর তিনটি অপশন আসবে। অপশনগুলো এমনঃ
১.ফোন ইনফরমেশন
২.ইউজেস স্ট্যাটিসটিক্স
৩.ওয়াইফাই ইনফরমেশন।
৩.তারপর উইজেস স্ট্যাটিসটিক্স এ ক্লিক করবেন। তাহলে আপনার মোবাইল ফোনে ব্যবহার করা সমস্ত এপ সম্পর্কে জানতে পারবেন।
৪.এপ ব্যবহারের সামারি দেখেই আপনি বুঝতে পারবেন যে কেউঁ আপনার ফোন হ্যাক করছে কিনা।
(সূত্র:কোয়ারা)

Related Posts

15 Comments

মন্তব্য করুন