সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) কি? এবং কেন এসইও করা হয়?

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি?

এসইও এর ফুল মিনিং হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন | এককথায় আমরা যখন গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনে কিছু লিখে সার্চ দেই,  তখন গুগোল আমাদের সামনে কিছু রেজাল্ট শো করে আমাদের    টাইপ করা কীওয়ার্ড এর উপর ভিত্তি করে | তখন আমাদের সামনে প্রথম পেজে দশটি রেজাল্ট শো হয় | আরে প্রথম পেজে দশটি রেজাল্ট হওয়ার পেছনে যে কাজগুলো করা হয় তাকে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয় | 

এবং কেন এসইও করা হয়?

আমরা যখন কোন ওয়েবসাইট বা কনটেন্ট ক্রিয়েট করি এবং সেগুলো পাবলিশ করি,  তখন আমরা চাই আমাদের ওয়েবসাইট বা কনটেন্ট যেন সবসময় সার্চ করলে প্রথম পেজে দেখতে পায় | কারন আমরা কোন ওয়েবসাইট বা কনটেন্ট ক্রিয়েট করে পাবলিশ করে ট্রাফিক বা আমার ওয়েবসাইট বা কনটেন্টের নিস অনুযায়ী কাস্টমার পাওয়ার জন্য | মানুষ যখন গুগোল এ কিছু লিখে সার্চ করে এবং তার সামনে প্রথম পেজে যে রেজাল্টগুলো শো করানো হয় সে ওই রেজাল্ট গুলোর লিংক এ ক্লিক করে এবং তার তথ্যটি পাওয়ার জন্য অনুসন্ধান করে |  গুগোল ঐ সমস্ত কন্টেন্টগুলি প্রথম পেজে দেখায় যে কন্টেন্টগুলি  গুলো খুব ভালোভাবে এসইও করা হয় |  সুতরাং আমার পেজে বা আমার ওয়েবসাইটে ট্রাফিক অথবা কাস্টমার পেতে হলে অবশ্যই আমাকে খুব ভালোভাবে  এসইও করতে হবে |

এসইও কত প্রকার ও কি কি?

  • এসইও বিভিন্ন প্রকার হতে পারে তবে আমরা আজকে এসইওর মৌলিক প্রকার গুলো নিয়ে আলোচনা করব:
    টেকনিক্যাল এসইও
    অন-পেজ এসইও
    কন্টেন্ট এসইও
    অফ-পেজ এসইও
    লোকাল এসইও
    মোবাইল এসইও
    ই-কমার্স এসইও

টেকনিক্যাল এসইও : টেকনিক্যাল এসইও হচ্ছে এমন একটি পদ্ধতি বা প্রক্রিয়ায় একটি ওয়েবসাইটকে অর্গানিক রেংকিং পাওয়ার জন্য  ইঞ্জিনগুলির প্রযুক্তিগত প্রয়োজনীয়তা পূরণ করে |

অনপেজ এসইও : কনটেন্ট বা  ওয়েবসাইটের ভিতরে যে  এসইও গুলো করা হয় তাকে অন-পেজ এসইও বলা হয় | অনপেজ এসইও এর মাধ্যমে আমরা কনটেন্ট এর ভিতর আমাদের যে টার্গেটেড কিওয়ার্ডগুলো থাকে সেই কিওয়ার্ডগুলো এসইও করার মাধ্যমে সেটআপ করে দিতে পারি |

কনটেন্ট এসইও : কনটেন্ট এসইও হল আমরা যখন কোন ওয়েবসাইটের জন্য আর্টিকেল বা কনটেন্ট লিখি তখন সে আর্টিকেল বা কনটেন্ট গুলো এসইও ফ্রেন্ডলি করে লেখা হলে তাকে কনটেন্ট এসইও বলা হয় |

অফ পেজ এসইও : অফ পেজ এসইও হলো আমরা আমাদের ওয়েবসাইটের  বাইরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর জন্য যে কাজগুলো করে থাকি তাকে অফ পেজ এসইও বলে | অফ পেজ এসইও  মাধ্যমে সম্পূর্ণ ওয়েবসাইট এর বাইরে কিছু টেকনিক ব্যবহার করা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর জন্য |

লোকাল এসইও : লোকাল এস ই ও এর পূর্ণরূপ হল লোকাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন | লোকাল এসইও করার মাধ্যমে কোন নির্দিষ্ট অডিয়েন্স বা কাস্টমারকে টার্গেট করা করা হয় এবং রেজাল্টে প্রথম পেইজে   দেখানোর জন্য বিভিন্ন টেকনিক ব্যবহার করা হয় |

মোবাইল এসইও : বর্তমান বিশ্বে মোবাইল ইয়ুজারদের পরিমাণ খুব বেশি |  আমরা যখন কোন ওয়েবসাইট বা কনটেন্ট পাবলিশ করে তার বেশিরভাগ  ভিউয়ার হচ্ছে মোবাইল ইউজার |  তাই কোন কন্টাক্ট বা ওয়েবসাইটে পাবলিশ করার পর সেটা যেন মোবাইল ফ্রেন্ডলি হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হয় |  এবং এর সাথে মোবাইল ফ্রেন্ডলি এসইও পদ্ধতি ব্যবহার করতে হয় | মোবাইলে যখন  ট্রাফিক বা কাস্টমার আমাদের কাঙ্ক্ষিত কীওয়ার্ড লিখে সার্চ করবে তখন যেন আমাদের কনটেন্ট বা ওয়েবসাইটটি তাদের কাছে প্রথমে  শো করে এর জন্য এসইও যে টেকনিকগুলো ইউজ করা হয় তাকে  মোবাইল এসইও বলা হয় |

 ই-কমার্স এসইও : আমরা অনলাইনে বিভিন্ন ধরনের বিজনেস করে থাকে যেগুলোকে ই-কমার্স বিজনেস বলা হয় |  আর এ ই-কমার্স বিজনেস করার জন্য আমাদের ওয়েবসাইট বা কনটেন্ট ক্রিয়েট করতে হয় |  আরে ওয়েবসাইট বা কনটেন্ট গুলো কে যেন গুগল সার্চ প্রথম পেজে দেখানো হয় এজন্য  এসইও করতে হয় |  এসমস্ত ই- কমার্স সাইট গুলোর জন্য যে  এসইও টেকনিকগুলো ব্যবহার করা হয় তাকে  ই-কমার্স বলে |

সুতরাং, উপরিউক্ত আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে এসইও কি এবং কেন আমরা কোন ওয়েবসাইট বা কনটেন্ট বা ল্যান্ডিং পেজ অথবা যেকোন আর্টিকেলের জন্য এসইও ব্যবহার করব |  যেকোন সাইটের জন্য এসইও খুবই গুরুত্বপূর্ণ |  আমরা যদি আমাদের সাইটে খুব ভালো এসেও করতে না পারে তাহলে আমরা আমাদের কাঙ্খিত ট্যারিফ বা আমাদের নিস অনুযায়ী কাস্টমার খুঁজে পাবো না |

Related Posts

15 Comments

মন্তব্য করুন