হঠাৎ করে আপনার ফোন রিসেট হলে কিভাবে ফটো ভিডিও mp3 রিকভার করবেন?

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ

আজকে আমি আপনাদের সাথে যে টিপসটি শেয়ার করব সেটি হল আপনার ফোন থেকে হারানো ছবি বা ভিডিও আপনি কিভাবে ফিরে পাবেন

অনেক ভাই জিজ্ঞেস করে যে আমার ফোনটি হঠাৎ রিয়েস্টাট হয়েছে এবং আমার পার্সোনাল কিছু ফটো ছিল কিছু ভিডিও ছিল যেগুলো আমি আর খুঁজে পাচ্ছিনা এখন আমার সেগুলো খুব দরকার

আপনার যদি কোন সময় এরকম হয় যাতে আপনি আমার টিপসটি ফলো করে খুব সহজে আপনার সেই হারানো ফটো গুলা এবং ভিডিও গুলা যাতে খুব সহজে আপনি একটি অ্যাপস এর মাধ্যমে রিকভার করতে পারেন তাহলে আর দেরি কেন আসুন জেনে নেওয়া যাক অ্যাপস সম্পর্কে বিস্তারিত

প্রথম আপনাকে যে কাজটি করতে হবে তা হল আপনার এন্ড্রয়েড ফোনটি দ্বারা প্লে স্টোরে প্রবেশ করতে হবে প্লে স্টোরে প্রবেশ করার পর সার্চ অপশনে লিখতে হবে ডিস্ক ডিগার এই নামটা লেখার পর আপনি সার্চ করবেন প্লে স্টোরে

সার্চ করার পর সবার উপরে যে অ্যাপসটি আপনি দেখতে পাবেন সেটি আপনার এন্ড্রয়েড ফোনে ডাউনলোড করে ইন্সটল করুন এবং প্লে স্টোর থেকে বেরিয়ে আসুন তারপর আপনি সেই অ্যাপসটি ওপেন করুন

আগে একটি কথা বলে রাখি তাহলে আপনার এন্ড্রয়েড ফোনটি যদি রুট পারমিশন দেওয়া থাকে তাহলে অবশ্যই এই অ্যাপটি আপনার খুব ভালো কাজ করবে আর যদি ফোনটি রুট করা না থাকে সেক্ষেত্রেও ভয় পাওয়ার কোন কারণ নেই আনরুট ডিভাইসেও এই অ্যাপসটি খুব ভালো কাজ করে আশা করি আপনারা চালালে বুঝতে পারবেন

এখন আপনি অ্যাপ টিতে প্রবেশ করুন প্রবেশ করার পর বিভিন্ন ধরনের পারমিশন চাবে সেগুলো এলাও করে দিন এবং কয়েকটি অপশন দেখতে পাবেন সেটা হল আপনি কি রিকভার করতে চান ফটো ভিডিও mp3 এরকম যাবতীয় কিছু ফাইল থাকবে আপনার কাঙ্খিত অপশনটি সিলেক্ট করুন আপনি কি রিকভার করতে চান তারপর আপনি ক্লিক করুন স্টার্ট বেসিক স্কেন এ তারপর কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হতে পারে এটা আপনার ফোনের রোমের উপর গতিটা ডিপেন্ড করবে

ফোনের রেম যত বড় তত দ্রুত কাজ হবে কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাবেন আপনি যেটা অপশন সিলেক্ট করেছিলেন ভিডিও বা ফটো বা এমপি3 এই ফলগুলো দেখাচ্ছে আপনি যেগুলো রিকভার করতে চান আপনি সেগুলো মার্ক করুন এবং রিকভার অপশনে ক্লিক করুন তারপর সব ছবিগুলো আপনার গ্যালারিতে পেয়ে যাবেন আশা করি এই টিপসটি আপনাদের কাজে লাগবে

সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনায় আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে কোন এক টপিক নিয়ে কোন এক পোস্টে

Related Posts

12 Comments

  1. ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/

মন্তব্য করুন