২০২২ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের অর্থনীতি অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর প্রথম সপ্তাহ

আসসালামু আলাইকুম,

দ্বাদশ শ্রেণির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,

আজকে এই পোস্ট এ আমি ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সরকার কতৃক সদ্য প্রকাশিত অর্থনীতি এ্যাসাইনমেন্ট এর প্রশ্ন ও আপনাদের সুবিধার্থে একটি নমুনা উত্তর লিখে দিব।

প্রশ্ন-

হাওর এলাকার কৃষক সালামত সাহেবের
একখণ্ড জমিতে ধান ও গম উৎপাদনের ক্ষেত্রে নিম্নরূপ বিকল্প সম্ভাবনা অনুসৃত হয়েছে -যেমন:ধান উৎপাদন যখন ১৬,১০,০ মণ হয়, তখন গম উৎপাদন হয় যথাক্রমে ০,১০,১৬ মণ।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উৎপাদন সম্ভবনা রেখার অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ।

উত্তর –

উৎপাদন সম্ভবনা রেখা-

উৎপাদন সম্ভবনা রেখা হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে
নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি
দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে।

এই রেখাটি PPC রেখা নামে বেশি পরিচিত। অভাব অসীম এবং
সম্পদের সীমাবদ্ধতার কারণে আমরা সব অভাব একসাথে
করতে পারি না। তবে দুস্প্রাপ্যতার সমস্যা এবং নির্বাচনের
প্রয়ােজনীয় উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে ব্যাখ্যা করতে পারি।অথাৎ বর্তমান সম্পদ ও প্রযুক্তির সাহায্য সমাজ কোনন দ্রব্য কি পরিমাণ
উৎপাদন করা হবে তা আমরা এই উৎপাদন সম্ভবনা রেখা হতে
জানতে পারি।

চিত্রে AB একটি উৎপাদন সম্ভাবনা রেখা। A বিন্দুতে x(ধান) দ্রব্যের উৎপাদন ০ এবং B বিন্দুতে গমের উৎপাদন ০। y দ্রব্যের মাঝে উভয় দ্রব্যের উৎপাদন নির্দেশিত। যেমনঃ R বিন্দুতে উৎপাদন ১৬ মণ এবং y এর উৎপাদন ০ মণ।Q বিন্দুতে x (ধানের) উৎপাদন ১০ ও গমের উৎপাদন ১০ মণ এবং R বিন্দুতে ধানের উৎপাদন ০ মণ ও গমের উৎপাদন ১৬ মণ।

অতএব, এখানে সালামত সাহেব যদি ১৬ মণ ধান উৎপাদন
করে তাহলে তার গম উৎপাদন হয় শূন্য অর্থাৎ তার গম
উৎপাদন ছেড়ে দিতে হয়। এবং সে যদি ১৬ মণ গম উৎপাদন
করে তাহলে তার ধানের উৎপাদন হয় শূন্য এক্ষেত্রে তাকে ধান
উৎপাদন ছেড়ে দিতে হয়। এক্ষেত্রে তার ১৬ মণ ধান উৎপাদন
হচ্ছে ১৬ মণ গম উৎপাদনের সুযােগ ব্যয় এবং তার ১৬ গম
উৎপাদন ১৬ মণ ধান উৎপাদনের সুযােগ ব্যয়।

সুতরাং এভাবে উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে দুস্প্রাপ্যতা ও
অসীম অভাব এর মাধ্যমে সৃষ্ট সমস্যাটি ব্যাখ্যা করা যায়।


ক. চিত্র থেকে আমরা বুজতে পারি যে, প্রদত্ত সম্পদ সাপেক্ষে X
ওY দ্রব্যের উৎপাদন N বিন্দুতে অর্জন করা সম্ভব নয়, কিন্তু M
বিন্দুতে অর্জন করা সম্ভব। কিন্তু তা হবে অপূর্ণ নিয়ােগ যা
বেকারত্ব নির্দেশ করবে।

পক্ষান্তরে, J, K বিন্দুতে সম্পদ সম্পূর্ণ নিয়ােজিত তথা পূর্ণ
নিয়ােগ অবস্থা নির্দেশ করা হয়, বিন্দুগুলাের কোনােটিতে
সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করা যায়। তাই উৎপাদন সম্ভবনা
রেখাকে অর্জনযােগ্য উৎপাদন সম্ভবনা সীমান্ত বা (P.P.E) রেখা বলা হয়।

বােঝা যায়, AB উৎপাদন সম্ভবনা রেখা সম্পদের সীমাবদ্ধতা
প্রকাশ করে। AB রেখার মধ্যে। বা K বিন্দুতে উৎপাদন করা হলে
সম্পদ-এর দক্ষ বা পূর্ণমাত্রার ব্যবহার বােঝায়। M বিন্দুতে
উৎপাদন করা হলে তা সম্পদের অদক্ষ বা অপূর্ণ ব্যবহার নির্দেশ
করে।

ধন্যবাদ।

Related Posts