২০ হাজার টাকার মধ্যে সেরা ৫টি মোবাইল

প্রিয় পাঠক/ পাঠিকা বৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে সবার উদ্দেশ্যে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫টি মোবাইল নিয়ে কিছু তথ্য শেয়ার করবো। সবাই ইনশা-আল্লাহ মনোযোগ দিয়ে পড়বেন।

২০হাজার টাকার মধ্যে সেরা ৫টি মোবাইল :

(১)স্যামস্যাং এম২১-

স্যামস্যাং কোম্পানির সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। এই কোম্পানিটি বিভিন্ন মোবাইল, টেলিভিশন, ফ্রিজ সহ আরও অনেক প্রয়োজনীয় সামগ্রী বাজারজাত করে থাকে।
এই কোম্পানির মোবাইল গুলোর মধ্যে মিড রেঞ্জ প্রাউজে এম ২১ মডেলটি বেশ ভালো।

ডিসপ্লে –
৪ জি এই মোবাইলটিতে ৬.৪ ইঞ্চি ফুলএইচডি (১০৮০*২৩৪০পি) সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

ক্যামেরা-
ব্যাক সাইটে ৩ টি ক্যামেরা দেওয়া আছে। মেইন ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের সাথে ডেপথ সেন্সর, আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যা আল্ট্রা এইচডি (২১৬০পি) ভিডিও রেকডিং করতে পারে।
সেলফি ক্যামেরা ২০ মেগাপিক্সেল দেওয়া আছে। এটি ভিডিও রেকডিং এ ফুলএইচডি (১০৮০পি) সাপোর্ট করে।

ব্যাটারি-
লিথিয়াম ৬০০০ এমএএইচ ব্যাটারি বিদ্যমান। ১৫ ওয়াট ফার্স্ট চার্জার, টাইপ-সি পোর্ট।

পারফর্মেন্স –
মোবাইলটি অ্যান্ড্রয়েড ১০ এ চলবে। চিপসেট হিসেবে এক্সিনোস ৯৬১১ বিদ্যমান। যা খুবই উন্নত মানের ও শক্তিশালী চিপসেট। র্যাম ৪/৬ জিবি ও রোম ৬৪/১২৮ জিবি।

মোবাইলটিতে সিকিউরিটি হিসেবে ফেসলক ও ফিঙ্গারপ্রিন্ট লক আছে।
মোবাইলটির বাংলাদেশে প্রাইজ ৪+৬৪=১৮৯৯৯ টাকা।
৬+১২৮= ২০৯৯৯ টাকা ছিলো বর্তমানে ১৮৯৯৯ টাকা মাত্র।

(বি.দ্র.- এই মোবাইল এর বিপরীতে নতুন আপডেট স্যামস্যাং এম১২ মডেলটি নিতে পারেন ৬+১২৮ জিবি। প্রাইজ ১৭৪৯৯ টাকা মাত্র।)

(২) রিয়েলমি ৭ আই-

রিয়েলমি বর্তমানে নতুন প্রজন্মের জন্য নতুন নতুন আঙ্গিকে বিভিন্ন মোবাইল বাজারজাত করছে। যা দামেও সাশ্রয়ী। রিয়েলমি মোবাইল গুলোর মধ্যে রিয়েলমি ৭ আই মোবাইলটি মিড রেঞ্জ মোবাইল গুলোর মধ্যে যথেষ্ট ভালো।

ডিসপ্লে-
রিয়েলমি এই ৪জি মোবাইলটিতে ৬.৫ ইঞ্চি ( এইচডি৭২০*১৬০০) ব্যবহার করেছেন। নচ ডিসপ্লে হওয়ার জন্য মোবাইলটি দেখতে খুব সুন্দর লাগে। ৯০হার্জ রিফ্রেশ রেট দেওয়া আছে। এটি ব্যবহারকারীদের সার্বিক অভিজ্ঞতা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।
ব্যবহারের ক্ষেত্রে এটি আরও দ্রুত, সহজ ও দক্ষতার পরিচয় দেয়।

ব্যাটারি-
লিথিয়াম ৫০০০ এমএএইচ ব্যাটারি বিদ্যমান। ১৮ ওয়াট ফার্স্ট চার্জার, টাইপ-সি পোর্ট।

পারফর্মেন্স –
মোবাইলটি অ্যান্ড্রয়েড ১০ এ চলবে। চিপসেট হিসেবে স্নাপড্রাগন ৬৬২ বিদ্যমান। র্যাম ৮ জিবি ও রোম ১২৮ জিবি।

মোবাইলটিতে সিকিউরিটি হিসেবে ফেসলক ও ফিঙ্গারপ্রিন্ট লক আছে।
মোবাইলটির বাংলাদেশে বর্তমানে প্রাইজ ১৭৯৯০ টাকা মাত্র।

(৩) শাওমি রেডমি ৯ পাওয়ার-

শাওমি একটি ইন্টারনেট কোম্পানি যা আইওটি প্লাটফর্মের মাধ্যমে স্মার্টফোন উৎপাদন করে এবং বাজার জাত করে। গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি বাজারে রেডমি সিরিজটির সর্বাধিক বিক্রিত। তরুণদের জন্য রেডমি ৯ পাওয়ার নামক নতুন স্মার্টফোন বাজার জাত করেছে।

ডিসপ্লে –
এই মোবাইলটিতে ৬.৫৩ ইঞ্চি ফুলএইচডি (১০৮০*২৩৪০পি) ব্যবহার করা হয়েছে।

ক্যামেরা-
মোবাইলটির ব্যাক সাইটে ৪টি ক্যামেরা বিদ্যমান। মেইন ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের সাথে আলট্রা ওয়াইড, ম্যাক্রো, ডেপথ ক্যামেরাও আছে।
যা ভিডিও রেকডিং এ ফুল এইচডি(১০৮০পি) সাপোর্ট করে। ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বিদ্যমান। এটিও ভিডিও রেকডিং এ ফুল এইচডি(১০৮০পি) সাপোর্ট করে।

ব্যাটারি-
উচ্চ-ক্ষমতাসম্পন্ন ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা ১৮ ওয়াট ফার্স্ট চার্জার, ২.৫ ওয়াট রিজার্ভ চার্জিং, টাইপ-সি পোর্ট সাপোর্ট করে।

পারফর্মেন্স –
এই মডেলটি ৪জি সাপোর্ট করে। মোবাইলটি অ্যান্ড্রয়েড ১০ তে চলবে। চিপসেট হিসেবে কোয়ালকমের স্নাপড্রাগন ৬৬২ বিদ্যমান। র্যাম ৪/৬ জিবি ও রোম ৬/ ১২৮ জিবি।

মোবাইলটিতে সিকিউরিটি হিসেবে ফেসলক ও ফিঙ্গারপ্রিন্ট লক আছে, যা সাইড মাউন্টেড।
মোবাইলটির বাংলাদেশে বর্তমানে প্রাইজ ৪+৬৪= ১৫৯৯৯ টাকা ও ৬+১২৮= ১৮৯৯৯ টাকা মাত্র।

(৪) ভিভো ওয়াই ৫১-

ভিভো একটি মোবাইল কোম্পানি। যা স্মার্টফোন উৎপাদন, উন্নয়ন, ও সফটওয়ার প্রযুক্তি বাজার জাত করে। এই কোম্পানি নতুন প্রজন্মের জন্য অনেকরকম মোবাইল বাজারে আনছে। মিড রেঞ্জ মোবাইল গুলোর মধ্যে ভিভো ওয়াই ৫১ মডেলটি যথেষ্ট ভালো।

ডিসপ্লে –
ভিভো ওয়াই ৫১ মোবাইলটিতে ৬.৫৮ ইঞ্চি ফুলএইচডি (১০৮০*২৪০৮পি) ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

ক্যামেরা-
ব্যাক সাইটে ৩ টি ক্যামেরা দেওয়া আছে। মেইন ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের সাথে ডেপথ সেন্সর, আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যা আল্ট্রা এইচডি (২১৬০পি) ভিডিও রেকডিং করতে পারে।
সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল দেওয়া আছে। এটি ভিডিও রেকডিং এ ফুলএইচডি (১০৮০পি) সাপোর্ট করে।

ব্যাটারি-
লিথিয়াম ৫০০০ এমএএইচ ব্যাটারি বিদ্যমান। ১৮ ওয়াট ফার্স্ট ভিভো ফ্লাস চার্জার, টাইপ-সি পোর্ট। যা ৭০% চার্জ হবে মাত্র ৬৭ মিনিটে।

পারফর্মেন্স –
ভিভো ওয়াই ৫১ মডেলটি ৪জি সাপোর্ট করে। মোবাইলটি অ্যান্ড্রয়েড ১১ তে চলবে। চিপসেট হিসেবে কোয়ালকমের স্নাপড্রাগন ৬৬২ বিদ্যমান। র্যাম ৮ জিবি ও রোম ১২৮ জিবি।

মোবাইলটিতে সিকিউরিটি হিসেবে ফেসলক ও ফিঙ্গারপ্রিন্ট লক আছে, যা সাইড মাউন্টেড।
মোবাইলটির বাংলাদেশে বর্তমানে প্রাইজ ১৯৯৯০ টাকা মাত্র। পূর্বে ২১৯৯০ টাকা ছিলো।

(৫) ওপো এ৫৩-

ওপো চীনের একটি কোম্পানি। যা বিভিন্ন মোবাইল বাজারজাত করে । ওপো মোবাইল গুলোর মধ্যে এ৫৩ মডেলটি মিড রেঞ্জ মোবাইল গুলোর মধ্যে অনেকটাই ভালো।

ডিসপ্লে-
ওপো ‘র এই ৪জি মোবাইলটিতে ৬.৫ ইঞ্চি ( এইচডি৭২০*১৬০০) বিদ্যমান। নচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ৯০হার্জ রিফ্রেশ রেট দেওয়া আছে, যা ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে।

ক্যামেরা-
ব্যাক সাইটে ৩ টি ক্যামেরা দেওয়া আছে। মেইন ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের সাথে ডেপথ সেন্সর, আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যা এইচডি (১০৮০পি) ভিডিও রেকডিং করতে পারে।
সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল দেওয়া আছে। এটি ভিডিও রেকডিং এ এইচডি (১০৮০পি) সাপোর্ট করে।

ব্যাটারি-
লিথিয়াম ৫০০০ এমএএইচ ব্যাটারি বিদ্যমান। ১৮ ওয়াট ফার্স্ট চার্জার, টাইপ-সি পোর্ট।

পারফর্মেন্স –
মোবাইলটি অ্যান্ড্রয়েড ১০ এ চলবে। চিপসেট হিসেবে স্নাপড্রাগন ৪৬০ বিদ্যমান। যা নরমাল ব্যবহারকারী ও নরমাল গেমারদের জন্য যথেষ্ট। র্যাম ৬ জিবি ও রোম ১২৮ জিবি।

মোবাইলটিতে সিকিউরিটি হিসেবে ফেসলক ও ফিঙ্গারপ্রিন্ট লক আছে।
মোবাইলটির বাংলাদেশে পূর্ব মূল্য ১৮৯৯০ টাকা হলেও বর্তমানে এর প্রাইজ ১৬৯৯০ টাকা মাত্র।

প্রিয় পাঠক/ পাঠিকা বৃন্দ,

আজ এখানেই সমাপ্ত করলাম। ইনশা-আল্লাহ আগামীতে আবারও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। আমার তথ্য/লেখা গুলোর মধ্যে কোনো ভূল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিশেষ করে করোনাকালীন সময়ে অপ্রয়োজনীয় কারণে বাহিরে যাবেন না। স্বাস্থ্য বিধি মেনে চলুন। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।

Related Posts

12 Comments

মন্তব্য করুন