৭ম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট (৩য় সপ্তাহ)

আসসালামু আলাইকুম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ,

সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন, সুস্থ আছেন।

আজকে আমার এই পোষ্টে আপনারা সপ্তম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন ও উত্তর পেয়েই যাবেন।

অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ –

১/তুমি একটি তিন অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা লিখ এবং দুটি ভিন্ন পদ্ধতিতে সংখ্যাটির বর্গমূল নির্ণয় করো।

২/ একটি সৈন্যদলকে ৯,১২,২০ সারিতে সাজানো যায়,কিন্তু বর্গাকারে সাজানো যায় না। সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে তা নির্ণয় করো।

১ নং প্রশ্নের উত্তর-

ধরি,

৩২৪ হচ্ছে একটি তিন অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা।

দুটি ভিন্ন পদ্ধতিতে সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে হবে।

আমরা উৎপাদক ও ভাগ প্রক্রিয়ায় সংখ্যাটির বর্গমূল নির্ণয় করব।

উৎপাদন প্রক্রিয়ায় অর্থাৎ মৌলিক গুণনীয়কের সাহায্যে ৩২৪ এর বর্গমূল নির্ণয় –

৩২৪=২✖২✖৩✖৩✖৩✖৩
=(২✖২)✖(৩✖৩)✖৩✖৩)

প্রত্যেকে একটি করে গুননীয়ক নিয়ে পাই=২✖৩✖৩

=১৮

অর্থাৎ ৩২৪ এর বর্গমূল=✔=১৮

সুতরাং নির্ণেয় বর্গমূল ১৮

ভাগের সাহায্যে ৩২৪ এর বর্গমূল নির্ণয় –

___
৩২৪|১৮

____
২৮ |২২৪
|২২৪
—–

অর্থাৎ ৩২৪ এর বর্গমূল=৩২৪=১৮

সুতরাং নির্ণেয় বর্গমূল ১৮।

২ নং প্রশ্নের উত্তর-

একটি সৈন্যদলকে ৯,১২,২০ সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না।

ফলে সৈন্যসংখ্যা ৯,১২ ও ২০ দ্বারা বিভাজ্য এরূপ ক্ষুদ্রতম সংখ্যা হবে ৯,১২ও ২০ এর ল.সা.গু।

এখানে,

২|৯,১২,২০
_______
২। ৯,৬,১০
________
৩|৯,৩,৫
______
৩,১,৫

 

সুতারং ৯,১২ ও ২০ এর ল.সা.গু –
=২✖২✖৩✖৩✖১✖৫
=২✖২✖৩✖৩✖৫
=১৮০

অর্থাৎ সারিতে সাজানো সৈন্যসংখ্যা হচ্ছে ১৮০

প্রাপ্ত লসাগু (২✖২)(৩✖৩)✖৫=১৮০ কে বর্গাকারে সাজানো যায় না।

(২✖২)(৩✖৩)✖৫=১৮০কে বর্গসংখ্যা করতে হলে 5 দ্বারা গুণ করতে হবে।

সুতারং বর্গাকারে সাজাতে হলে সৈন্য সংখ্যা

=১৮০✖৫

=৯০০ অর্থাৎ নির্ণেয় সৈন্য সংখ্যাকে ৫ দ্বারা গুণ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে।

সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা ৫

 

সবাইকে ধন্যবাদ।

Related Posts