5 সেরা এন্ড্রয়েড মোবাইল টিপস এবং ট্রিকস (Android tips & tricks)

1.Android mobile root করুন

এখন, আপনারা android মোবাইল রুট করার কথাতো অবশই শুনেছেন। মোবাইল রুট করার পর আপনারা কিছু বিশেষ ধরণের apps বা features এন্ড্রয়েড মোবাইলে ব্যবহার করতে পারবেন যেগুলি রুট ছাড়া মোবাইলে কাজ করবেনা।

তাছাড়া, মোবাইল রুট করার পর আপনারা তার UI (User interface) বদলে তাকে আরো আকর্ষণীয় বানাতে পারবেন। মোবাইলে বিভিন্য stock ROM ইনস্টল করতে পারবেন। এবং, মোবাইলের installe apps ডিলিট করতে পারবেন।

2. মোবাইলের ব্যাটারির আয়ু বাড়ান

মোবাইল চার্জে Charge দিয়ে ব্যবহার করবেননা। এতে, মোবাইলের ব্যাটারিতে খারাপ প্রভাব পরে এবং অনেক জলদি ব্যাটারি খারাপ হয়ে যেতে পারে।

তাছাড়া, আপনার android mobile সব সময় 90% বা তার থেকে কম চার্জ দিবেন এবং 15 % এর নিচে চার্জ থাকলে ব্যবহার করবেননা।

সম্পূর্ণ 100% চার্জ হয়ে গেলে, ধ্যান দিয়ে চার্জার টা মোবাইল থেকে খুলে দিবেন। নাহলে, ব্যাটারিতে চাপ পরে।

মোবাইলের ব্যাটারির সাথে জড়িত এই টিপস গুলি মেনে চললে, আপনার এন্ড্রয়েড মোবাইলের ব্যাটারী অনেক বছর ভালো ভাবে কাজ করবে।

3 .ইন্টারনাল স্টোরেজ ফ্রি করুন

আমাদের মোবাইলের ইন্টারনাল স্টোরেজ (internal storage) যখন সম্পূর্ণ ভাবে শেষের দিকে এসে পরে, তখন কিছু এপস ইনস্টল (apps install) করতে গেলেই, Low internal storage এর একটি মেসেজ চোলে আসে। ফলে, নতুন এপস মোবাইলে ইনস্টল করাটা অসম্ভব হয়ে পরে।

তাছাড়া, মোবাইলের ইন্টারনাল স্টোরেজ লো হয়ে গেলে বা অনেক কোমে গেলে, মোবাইল স্লো কাজ করে এবং কিছু ক্ষেত্রে হ্যাং [hang]হওয়া শুরু করে।

তাই, কিছু সাধারণ টিপস ব্যবহার কোরে আপনারা নিজের মোবাইলের ইন্টারনাল স্টোরেজ স্পেস (internal storage space) বাড়িয়ে নিতে পারবেন।

  • Delete unnecessary apps – সবচে আগেই, আপনার মোবাইলের ইন্টারনাল স্টোরেজ থেকে অপ্রয়োজনীয় এপস ডিলিট করুন। যেসব, এপস আপনি ব্যবহার করেন কেবল সেগুলি মোবাইল ফোনে রাখুন।
  • Shift media to memory card – যদি আপনার মোবাইল অনেক videos বা music file আছে, তাহলে সেগুলি একটি external memory card এ transfer করুন। কেবল, Rs.3০০ এর ভেতরেই আপনারা একটি 32 জিবি memory card বাজারে পেয়েযাবেন।
  • Clean apps cache data – প্রত্যেকটি apps আপনার মোবাইলের কিছু জায়গা ক্যাশে ডাটা (cache data) হিসেবে নিয়ে রাখে। তাই, সময়ে সময়ে এই ক্যাশে ডাটা ডিলিট কোরে আপনারা মোবাইলের ইন্টারনাল স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। আপনারা, settings offsion a  manage apps বা installed apps এ গিয়ে এক এক কোরে apps বেঁচে নিয়ে তারপর cache delete বা delete data অপশনে গিয়ে মোবাইলে ক্যাশে ডিলিট করতে পারবেন।

4. এন্ড্রয়েড মোবাইলে OTG ক্যাবল

এন্ড্রয়েড মোবাইলে OTG ক্যাবল (cable) ব্যবহার কোরে আপনারা মোবাইলেই mouse, keyboard বা গেম খেলার জন্য game pad ব্যবহার করতে পারবেন। তাছাড়া, আজকাল অনেক ধরণের ছোট ছোট গ্যাজেট (gadget) বের হয়ে গেছে যেগুলি আপনারা OTG cable এর মাধ্যমে android মোবাইলে ব্যবহার করতে পারবেন |

Reset / restore factory settings

আপনারা নিজের মোবাইলের settings optionRestore data /factory reset/Restore এরকম ধরণের একটি অপশন পেয়ে যাবেন। এই অপসন ব্যবহার কোরে আপনারা নিজের মোবাইলের সব ডাটা এবং ফাইল ডিলিট কোরে তাকে আবার কেনা অবস্থায় নিয়ে যেতে পারবেন।

 

মানে, যখন আপনার মোবাইল কেনার সময় একেবারে ফাস্ট এবং দ্রুত ছিল সেই অবস্থায়। কিন্তু, মনে রাখবেন, এই function ব্যবহার করার পর, আপনার মোবাইলের সব কিছু ডিলেট হয়ে যাবে যা যা আপনি নিজের থেকে মোবাইলে ইনস্টল করেছেন বা রেখেছেন।

Related Posts