রাউটার ঃ
এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডেটা পাঠানোর পদ্ধতিকে বলে রাউটিং । যে ডিভাইস রাউটিং-এর কাজে ব্যাবহারিত ।ভিন্ন ভিন্ন নেটওয়ার্ককে যুক্ত করার জন্য এ ডিভাইস ব্যবহার করা হয় ।এটি ল্যান ,ম্যান এবং ওয়েন এ তিন ধরনের নেটওয়ার্কেই কাজ করে । রাউটারের মধ্যে ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা দেওয়া থাকে যা এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা কমিউনিকেশন ক্ষেত্তে সংক্ষিপ্ততম পথ খুজে বের করে ।ভিন্ন ধরনের টপোলজির নেটওয়ার্ককে যুক্তা করার জন্য রাউটার ব্যবহারিত হতে পারে ।সিসকো সিস্টেমস এর রাউটার বিশ্বব্যাপী বহুল ব্যাবহারিত হয় ।
সুবিধাসমূহ-
- ব্রডকাস্ট ডোমেইনকে সীমিত করে
- ব্রডকাস্ট ফিল্টার করতে পারে
- ভিন্ন আর্কিটেকচার ও মিডিয়ার নেটওয়ার্ককে যুক্ত করতে পারে
- ল্যান ওয়্যান উভয় পরিবেশই ব্যাবহার করা যায় ।
অসুবিধাসমূহঃ-
- দাম বেশি
- রাউটার প্রটোকলের সাথে ব্যাবহার করা দরকার ।
- প্রসেসিং ও রাউটিং টেবিল আপডেটের কারনে ব্রিজের চেয়ে ধীরগতির ।
ব্রিজ ঃ
একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে একটি বৃহৎ নেটওয়ার্ক গঠনের ক্ষেত্তে ব্যাবহারিত বিশেষ ধরনের ডিভাইসকে ব্রিজ বলা হয় ।
এর কার্যপদ্ধতি অনেকটা হাব বা সুইচের মতো।তবে হাব বা সুইচ একই নেটওয়ার্কের বিভিন্ন নোডকে সংযুক্ত করে ।অপরদিকে ব্রিজ একাধিক ছোট নেটওয়ার্ককে সংযুক্ত করে একটি বৃহৎ নেটওয়ার্ক তৈরি করে ।ব্রিজ ওএসএই মডেলের ডেটা লিংক লেয়ারে মাল্টিপল নেটওয়ার্ক সেগমেন্টকে সংযুক্ত করে ।পোর্ট আড্রেসের মাধ্যামে ব্রিজ ডেটা টান্সমিশন করে থাকে।ফলে কোন পোর্ট দিয়ে শুধুমাএ সংশ্লিষ্ট আড্রেসের ডেটাই ট্রান্সমিট হয় ।কারন ব্রিজের মধ্যে অ্যাড্রেসের কনফিগারেশন দেয়া আছে ।ফলে সে জানে কোন এমআইসি অ্যাড্রেস কোন পোর্টে দ্বারা গমনযোগ্য ।
ব্রিজ তিন ধনের হয়ে থাকে ঃ
লোকাল ব্রিজঃ এটি সরাসরি ল্যান এর সাথে যুক্ত থাকে ,
রিমোট ব্রিজঃ ভৌগলিকভাবে বিচ্ছিন্ন অবস্থানের একাধিক নেটওয়ার্কের যুক্ত করার ক্ষেত্তে রিমোট ব্রিজ ব্যাবহার করা হয় ।
ওয়্যারলেস ব্রিজঃ একাধিক ওয়্যাল্যান কে যুক্ত করতে ওয়্যারলেস ব্রিজ ব্যাবহারিত হয় ।
গেটওয়ে ঃ
গেইওয়ে ভিন্ন ধরনের নেটওয়ার্কসমূহে যুক্ত করার জন্য ব্যাবহার করা হয়। হাব,সুইচ রাউটার ইত্যাদি ডিভাইস প্রটোকল ট্রান্সমিশনের সুবিধা দেয় না ।কিন্তু গেটওয়ে এ সুবিধা দেয়। ভিন্ন নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার সময় এটি প্রটোকল ট্রান্সমিশনের কাজ করে থাকে ।কাজের ধরন অনুযায়ী গেটওয়েকে কয়েকটি ভাগে ভাগ করা হয় ।এর মধ্যে অন্যতম হলো এড্রেস গেটওয়, প্রটোকল গেটওয়ে ,ইত্যাদি
সুবিধাসমূহ-
- ভিন্ন আর্কিটেকচার
- ভিন্ন প্রটোকল
- ভিন্ন এড্রেসিং এর নেটওয়ার্কের সাথে আরেক নেটওয়ার্কের যুক্ত করে পারে ।
অসুবিধাসমূহ-
- ইনস্টল ও কনফিগার করা জটিল