মাশরাফির ঢাকা প্রথমে ব্যাট করতে নেমে ৯ ইউকেট হারিয়ে ১২৪ রান করেছে । মমিনুল ছাড়া ৩২ ,তামিম ২১ আর কেউ তেমন রান করতে পারেনি । চট্টগ্রামের বলিং আক্রমনে বেশি রান করতে পারেনি ঢাকা ।
চট্টগ্রাম ব্যাট করতে নেমে লেন্ডস সিমমন্স এবং ওয়ালটন ভালো শুরু করলেও সিমমন্স বেশি রান করতে পারেনি । মাশরাফি এবং ১ ইউকেট করে নিলে চট্টগ্রাম চাপে পড়ে যায় । কিন্তু ইমরুল কায়েস ও ওয়ালটনের জুটিতে চাপ কাটিয়ে ওঠে চট্টগ্রাম । পরে ওযালটন ও ওহাব রিয়াজের বলে ২৫ রান করে আউট হন । তারপর ব্রুল ইউকেটে এসে ওহাব রিয়াজের বলে আউট হয়ে সাতঘরে ফিরে যান । এরপর নুরুল হাসান সোহান ইউকেটে এসে ইমরুল কায়েসকে সঙ্গ দিতে থাকেন এবং ইমরুলের ফিফটিতে জয় লাভ করে চট্টগ্রাম ।
স্কোর :
- ঢাকা : তামিম ইকবাল ২১,এনামুল হক বিজয় ১৪,মেহেদী হাসান 0,মমিনুল ৩২,জাকির আলি৩, আফ্রিদি ০ ,সাদাফ খান ০ ,পেরেরা ৬ ,ওহাব রিয়াজ২৩ ,মাশরাফি ১৭ ।
- বলিং: মাশরাফি ৪ -১-১৪
- মেহেদী হাসান ৪-১-২৩
- পেরারা ১- ০ -১৮
- সাদাফ খান ২-০-২০
- রিয়াজ ৩.৪-২-১৮
- মাহমুদ ২-০-১৮
- আফ্রিদি ২-০-১১
- চট্টগ্রাম :
- সিমমন্স ১৫ , সিদ্দিকী ৮,ইমরুল ৫৪, ওয়ালটন২৫ সোহান ৫ ।
রুবেল ৩-০-২৭
নাসুম আহমেদ ৪-১-২১
মেহেদী হাসান রানা ৪-০-২৪
প্লানকিট ৪ -১-৩০
মুক্টার আলি ৪-২-১৮
রায়হান ব্রুল ১-২-১