আসসলামু আলাইকুম সকলে কেমন আচেন ? আসা রাখব যে ভালো আছেন । আজকে আমি সেলিম , আপনাদের সামনে উপস্থাপন করব একটা software . হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের সামনে কম্পিউটার এর জন্য একটা software নিয়ে কথা বলব । তো কথা না বারিয়ে চলুন আমরা আমদের কাজে নেমে পরি ।
চলুন এক নজরে দেখে আসি কি কি থাকছে আমাদের আজকের পোস্ট এর মাঝে ।
- 1. প্রথমেই থাকছে software এর নাম ও কিছু কথা ।
- 2. তারপর থাকছে কি কাজে আমরা এটা use করব ।
- 3. তারপর , এর কিছু বৈশিষ্ট ।
- 4. কি ধরনের ফাইল আমি আপনাকে দিব ।
- 5. System টা কেমন হবে তার বর্নণা ।
- 6. Direct Download link .
- 7. file size কেমন । তার বর্নণা
Software নাম হচ্ছে Panda . pnada হলো এটা শক্তিশলি software . যা আপনার computer / pc / laptop কে সুরক্ষার কাজে লাগে । এটা আপনি ফ্রিতে বা ক্রয় করে ব্যবহার করতে পারবেন । সেটা আপনার ইচ্ছা । আপনি যেটা ভালো মনে করেন ।পানডা এর কাজটা হলো সবসময় আপনার computer / pc / laptop Secure, and safe রাখা ।
এখন আসুন জেনেনেই panda এর কিছু বৈশিষ্ট ।
1. পানডা আপনার computer / pc / laptop Secure, and safe রাখবে ।
2. আপনার Hard disk এ ভালো রাখবে ।
3. আপনি internet use করার সময় যাতে আপনি কোন virus যুক্ত website এ না যেতে পারেন তা নজরে রাখবে ।
4. আপনার computer / pc / laptop কে Fast and improved করবে । যাহোক এটার আরো অনেক গুন আছে । আর হ্যাঁ এটা একটা Antivirus software ।
এবার আসুন দেখে আসি এর কিছু ইমেজ । কারণ এটা না দিলে কেমন যেন পোস্ট মনে হয় ।
আমি আজকেও আপনাকে একটা crack file দিব । আর এটা হচ্ছে zip Formate . যেহেতু আমরা বাঙালি তাই আমরা অনেকি এটা কিনতে পারিনা । সে জন্যই আমি আপনাদের Crack file Download করতে দিব । তবে আপনি যদি কিনতে সক্ষম হন তাহলে কিনাতে পারেন ।
System টা কেমন হবে তার বর্নণা নিচে দেয়া হলঃ
- 1. Operating System: Windows XP/Vista/7/8/8.1/10.
- 2. Memory (RAM): 512 MB এর বেশি থাকতে হবে ।
- 3. Hard Disk Space: 100 MB এর বেশি থাকতে হবে ।
- 4. Processor: Intel Dual Core processor or later.
কথাতো অনেক হল আসুন এবার আপরা এটাকে Downlaod করে আসি । নিচে Download link দেয়া দেয়া হল আপনি Download করে নেন ।
You also read ইন্টারনেটDownload করে নিন Adobe Dimension CC 2020 Crack file / 94fbr for graphic design best software for pc
Download link 1 here
Download link 2 here
নোটঃ panda software টি install করার জন্য অবশ্যই আপনার computer / pc / laptop টি Off করতে হবে । তা নাহলে Install হবেনা । আর একটা কথা । আমনাকে ৩০ দিন মেয়াদ দেয়া হবে । ৩০ পর আপনাকে আবার এটাকে uninstall করার পর আবার Install করতে হবে । তাহলেই কাজ হবে ।
পোস্ট এ ভুল হতে পারে । যদি ভুল হয় তাহলে please ভুলটা ধরিয়ে দিবেন । এটাই আপনাদের কাছে আমার আসা ।
তাহলে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফিয।