আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।আজ আমি আপনাদের সামনে একটি সিরিজ শুরু করতে যাচ্ছি। যার দারা আপনারা সম্পূর্ণ বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করে ফ্রী পাবলিষ্ট করতে পারবেন। এবং তা আাপনারা একটি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ই তৈরী করতে পারবেন। সাধারণত আমরা যারা অনলাইন থেকে ইনকাম করার জন্য চেষ্টা করি তাদের একটি ওয়েব সাইট থাকা অবশ্যই দরকার। কারণ আমরা যারা অনলাইনে ছোট খাটো কাজ করি তাদের কোনো লিংক প্রচার করতে একটি ওয়েব সাইটের খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া আমরা যারা এফিলিয়েট মার্কেটিং করি তারা জানি একটি ওয়েব সাইটের কত গুরুত্ব। তাই আমি আপনাদের কে বলব বিনামূল্যে একটি ওয়েব সাইট কিভাবে তৈরি করতে হয়।আমরা জানি একটি ওয়েব সাইটের জন্যে প্রথমেই একটি ডোমেইন নেইম কি নতে হয়৷কিন্তু আমি আপনাদের কে বলব আপানারা কিভাবে বিনামূল্যে ডোমেইন নেইম কিনেবন। আর একটি সম্পূর্ণ ওয়েবসাইট কিভাবে তৈরী করবেন। এর জন্যে আপনাদের ওয়ার্ড প্রেস সর্ম্পকে ধারণা থাকতে হবে। আর না থাকলেও কোন সমস্যা নেই। আমি আপনাদের যেভাবে বলব টিক সেইভাবে কাজ করলে আপনারা নিজে নিজেই ওয়েব সাইট তৈরি করতে পারেবন। তারপরও একটু ওয়ার্ড প্রেস সম্পর্কে বলি।আমরা জানি এটি ওয়েব সাইট তৈরি করতে হলে অনেক কোডিং জানত হয়।যেমন এইচ টি ত্র ম এল, সিএস এস, জাকঙ্ক্রপ্টি, জেকিউরি, বুটষ্ট্রেপ পি ত্রইচ পি ইত্যাদি।এইসব প্রোগ্রামিং ভাষার সাহায্যে একটি ওয়েব সাইট তৈর করা হয়। কিন্তু ওয়ার্ডেপ্রস হলো এমন একটি জিনিস যার মাধ্যমে কোন কোডিং ছারাই একটি সম্পূর্ণ ওয়েব সাইট তৈরি করা যায়।ওয়ার্ড প্রেস হলো এমন একটি জিনিস যার মধ্যে সকল প্রকার কোড করে তৈরি করা হয়েছে। এখানে আপনি আপনার পছন্দমত টেম্পলেট তৈরি করে একটি সম্পূর্ণ ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন।
আজ এ পর্যন্তই ৷আগামী পর্বে থাকবে কিভাবে বিনামূল্যে একটি ডোমেইন নেম কিনার জন্যে একাউন্ট করতে হয়।ততক্ষন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।