আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন? আজকে আমি আপনাদের সাথে এন্ড্রয়েড মোবাইল এর খুব চমৎকার একটা টিপস শেয়ার করব। বিশেষ করে যারা অনলাইন এ কাজ করেন তাদের জন্য এই পোস্ট অনেক গুরুত্বপূর্ণ।
আমরা যারা অনলাইন এ কোন জব শেয়ার করি অনেক সময় যেকোনো পিক এর লিংক শেয়ার করতে হয়। বিশেষ করে মাইক্রো জব সাইট গুলোতে আমরা যখন কোন জব পোস্ট করি তখন সরাসরি পিক শেয়ার করগে পারি না। তখন আমাদের পিক এর লিংক শেয়ার করতে হয়। কিন্তু আমরা অনেক জানি না কিভাবে পিক থেকে লিংক নিতে হয়। আজকে আমি আপনাদের সাথে এই টপিক রি শেয়ার করব। আশা করি সবার উপকার হবে।
আজকে যে কাজ শিখাব তার জন্য আপনাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। আপনি প্লে স্টোর এ lightshot লিখে সার্চ করলে অ্যাপ টি পেয়ে যাবেন। অথবা আপনি নিচের লিংক এ ক্লিক করে অ্যাপ ডাউনলোড করতে পারেন।
অ্যাপ লিংকঃ- নিচে ক্লিক করুন https://play.google.com/store/apps/details?id=com.prntscr.app
লিংক এ ক্লিক করলে আপনাকে প্লে স্টোর এ নিয়ে যাবে। তখন আপনি সঠিক অ্যাপ ডাউনলোড করতে পারবেন। আশা করি অ্যাপ ডাউনলোড নিয়ে কারও কোন সমস্যা হবে না।
ডাউনলোড করার পর আপনার মোবাইল থেকে অ্যাপ টি অপেন করবেন। তারপর আপনার যেকোনো একটা জিমেইল দিয়ে এখানে একাউন্ট করে নিবেন। আপনি নাএ এক ক্লিক এ একাউন্ট করতে পারবেন।
একাউন্ট করার পর আপনাকে হোম পেজে নিয়ে যাবে। সেখানে আপনি নিচে একটা আপলোড বাটন পেয়ে যাবেন। সেখানে থেকে আপনার পিক আপলোড করতে পারবেন। আপলোড হয়ে গেলে আপনি এখান সহজে এই পোস্ট এর লিংক শেয়ার করতে পারবেন।
আপলোড কমপ্লিট হয়ে গেলে পিক এর পাশে একটা লিংক এর চিহ্ন দেখতে পাবেন। আপনি সরাসরি এই লিংক এর চিহ্ন তে ক্লিক করবেন। তারপর আপনি একটা লিংক পাবেন ওটা কপি করে নিবেন। এই লিংকটাই হচ্ছে আপনার পিক এর লিংক। এখন আপনি এটা যেকোনো যায়গায় শেয়ার করতে পারবেন।
আপনি যখন এই লিংক শেয়ার করবেন এবং কেউ যখন এই লিংক এ ক্লিক করবে সরাসরি আপনার শেয়ার করা পিক দেখতে পাবে। এই অ্যাপ এর সুবিধা হচ্ছে মোবাইল বা পিসি দুইটা দিয়ে কাজ করা যায়। আর পিক অপেন এর সময় তাদের ওয়েবসাইট থেকে পিক দেখায়। এক্ষেত্রে যে পিক দেখবে তাকে উক্ত অ্যাপ ডাউনলোড করতে হবে না।
আশা করি সবাই সবকিছু বুঝতে পারছেন। এখন যেকেউ চাইলে সহজে পিক এর লিংক শেয়ার করতে পারবেন। কারো কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট এ জানাবেন। ভালো থাকবেন সবাই। কথা হবে পরবর্তী পোস্টে।আল্লাহ হাফেজ।