আসসালামুআলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভাল আছেন এবং সুস্থ আছেন বরাবরের মতো আজকেও আমি আপনাদের সামনে একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম । আজকের টিউটোরিয়ালটি আমি অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য তৈরি করেছি আশাকরি আপনাদের ভাল লাগবে যারা এন্ড্রয়েড গ্রাহক রয়েছেন ।
আমি আজকে বাংলালিংক ফ্রি ইন্টারনেট নিয়ে কথা বলবো । যারা এন্ড্রয়েড গ্রাহক রয়েছেন তারা কিভাবে বাংলালিংক সিম এ প্রতিদিন 25 এমবি ইন্টারনেট নিবেন সে বিষয় নিয়ে কথা বলব ।
আপনি যদি দুটো সফটওয়্যার ইউজ করেন তাহলে দৈনিক 50 এমবি ইন্টারনেট পর্যন্ত ফ্রি পাবেন তার মধ্য থেকে একটি সফটওয়্যার সকলের কাছে পরিচিত এবং অন্যটি সফটওয়্যার সম্পর্কে অনেকেই হয়তো এখনো জানেনা তাই তাদের উদ্দেশ্যে আজকের এই টিউটোরিয়াল ।
এখন হয়তো অনেকেই বলতে পারেন যে হয়তো আমি মাই বাংলালিনক সফটওয়্যার নিয়ে কথা বলছি ।
আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমি মাই বাংলালিংক সফটওয়্যার নিয়ে কোন কথা বলছি না । আজকে আমি আপনাদেরকে এমন একটি সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেব , যেটাতে আপনি যদি প্রবেশ করেন তাহলে আপনি দৈনিক 25 এমবি পাবেন ফ্রিতেই । সকল বাংলালিংক গ্রাহকরা এবং আপনি যদি প্রথম বার সফটওয়্যারটিতে প্রবেশ করেন তাহলে আপনি পাবেন 500 এমবি ইন্টারনেট ফ্রী ।
ফ্রি ইন্টারনেট সম্পর্কে সকলে জানতে চাই এবং তারা অনেকেই ফ্রি ইন্টারনেট নিতে চায় । কিন্তু যেহেতু সিম কোম্পানি আমাদেরকে তেমন কোন উপহার দেয় না তাই আমরা হতাশ হয়ে পড়ি এবং বিভিন্ন ধরনের ইন্টারনেট বান্ডেল কিনে ইন্টারনেট ব্যবহার করি কিন্তু আপনি যদি একটু ধৈর্য ধরে আমার এই টিউটোরিয়ালটি পড়েন তাহলে আপনি দৈনিক পাবেন 25mb প্লাস 25 এমবি ইন্টারনেট ফ্রি = ৫০ এমবি ।
আসুন দেখে নেই এই সফটওয়্যারটির নাম কিঃ
আপনার যদি একটি বাংলালিংক সিম থাকে এবং আপনি যদি একজন নিয়মিত বাংলালিংক ইউজার হয়ে থাকেন তাহলে আপনি বাংলালিংক সিম ইউজ করার ফলে যদি আপনি bl lite এই সফটওয়্যার টি ইউজ করেন তাহলে পাবেন আপনি দৈনিক 25mb
আপনি প্রথমেই এই সফটওয়্যার টি ইন্সটল করুন এবং ওপেন করুন তারপর সাইনআপ করে না থাকলে সাইনআপ করুন তাহলেই পেয়ে যাবেন 15 থেকে 20 মিনিট এর মধ্যে 500 এমবি এবং আপনি যদি রেজিস্ট্রেশন এটিমধ্যে করে ফেলেন তাহলে পাবেন 25mb 15 থেকে 20 মিনিট পরে .
সফটওয়্যার টি ডাউনলোড এবং ইন্সটল করার জন্য ইউআরএল কপি করুন https://play.google.com/store/apps/details?id=net.banglalink.mybllite এবং আপনার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে সেখানে পেস্ট করুন এবং গো তে ক্লিক করুন আর যদি না পারেন তাহলে গুগল প্লে সার্ভিসেস চলে যান এবং লিখুন . bl lite
প্রথমেই যে সফটওয়্যারটি আপনারা দেখতে পাবেন সেটি ইন্সটল করুন মাত্র 2 থেকে 3 এমবি .
তাহলে আজকে এই পর্যন্তই সকলে ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন আরো নিয়মিত টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ধন্যবাদ .