হেলো পাঠক সবাই কেমন আছেন।ভালো থাকার কথা কারণ গ্রাথোরের সাথে যারা থাকে তারা সবাই ভালোই থাকে।গ্রথোরের আজকে আমি ভিভো ওয়াই সিরিজের দুইটি ফোনের রিভিউ দিতে চলেছি। যদি আপনি ভিভে লাভারস হয়ে থাকেন তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য।ভিভো সিরিজের চমকপ্রদ দুইটি ফোন হলো ভিভো ওয়াই ২০ ও ভিভো ওয়াই ৩০ তো রিভিউ শুরু করা যাকঃ
ভিভো ওয়াই-২০ এর সম্পূর্ণ ফিচার এর বিস্তারিত আলোচনাঃ
ভিভো ওয়াই ফোনের কালার মানেই এক অন্যরক চমক।ভিভো ওয়াই ২০ ফোনের কালার হলো ওয়েবসিডিয়ান ব্লাক ও ডোয়ান হুয়াইট মানে কালো ও সাদা এই দুই ভেরিয়েন্ট।মোবাইলটির আইওএস হলো এন্ড্রয়েড১০।ভিভো ওয়াই ২০ ফোনের পিছনের ক্যামেরা ও সামনের ক্যামেরা হলো ১৭ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেলের।আর রেম হলো ৪জিবি ও রোম হলো ৬৪জিবি।মোবাইলটির নেটওয়ার্ক ২জি,৩জি ও ৪জি সাপোর্ট করে ও ডোয়াল সিম। ভিভো ওয়াই ২০ এর ব্যাটারি হলো ৫০০০ এমএইচ ও চার্জার হলো ১৮ ওয়াড এর। ভিভো ওয়াই ২০ এর বাংলাদেশি দাম ১৪হাজার ৯৯০ টাকা।
ভিভো ওয়াই ৩০ সম্পকে বিস্তারিত আলোচনা লাইন বাই লাইন করা হলোঃ
ভিভো ওয়াই ৩০ এর কালার ডেজেল ব্লু ও মনসুন হুয়াইট।
ভিভো ওয়াই ৩০ এর নেটওয়ার্ক ২জি,৩জি,৪জি ও ডোয়াল নেনু সিম সাপোর্টেড।
ভিভো ওয়াই ৩০ এর পিছনের ক্যামেরা ২৫ মেগা ও সামনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল।
ভিভো ওয়াই ৩০ এর রেম ৪জিবি।
ভিভো ওয়াই ৩০ রোম হলো ৬৪ জিবি ও ১২৮জিবি।
ভিভো ওয়াই ৩০ এর আইওএস হলো এন্ড্রয়েড ১০।ভিভো ওয়াই ৩০ এর ইউএসবি ভার্সন ২.০।
ভিভো ওয়াই ৩০ এর ব্লুটুথ ভার্সন ৫.০।
ভিভো ওয়াই ৩০ এর ব্যাটারি হলো ৫০০০ হাজার এমএইচ।
ভিভো ওয়াই ৩০ এর ফাস্ট চার্জার ১০ ওয়ার্ড এর।
ভিভো ওয়াই ৩০ এর বাংলাদেশি দাম ১৬হাজার ৯শত ৯০টাকা।