Cheap price backlink from grathor: info@grathor.com

২০৮০ সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমার কথা নয়। বিস্তারিত পোস্টে।

 

 

আসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন? আসা করি আল্লাহ তায়ালার রহমতে অনেক ভালো আছেন।

 

 

 

 

আমিও আল্লাহ পাকের দয়াই ভালোই আছি। গ্রেথর ডটকমে স্বাগতম জানাই। আজ আমি গ্রেথর ডটকমে এই প্রথম পোস্ট করছি আসা করি সবার কাছে একটু হলেও ভালো  লাগবে।

 

 

 

 

তো চলুন বেশি কথা না বলে আজকের আলোচনা শুরু করা যাক।

 

 

 

 

পৃথিবীর সারা জীবন থাকার জন্যে সৃষ্টি হয়নি বরং একদিন কিয়ামত সংগঠিত হবে। অর্থাত পৃথিবীর একদিন ধংস হয়ে যাবে।আল্লাহ তায়ালা পবিত্র কুরআন শরীফে ও হাদিসে রয়েছে পৃথিবীটা ফসলের ক্ষেত এর মতো। এখন বড় বড় বীজ্ঞানিরা গবেষণা করে বলছেন যে পৃথিবীর প্রায় ৮৫% নষ্ট হয়ে গেছে আর মাত্র ১৫% ভালো আছে। বন্ধুরা শুধু যে এক বিজ্ঞানি একথা বলেন তা নয় বরং পৃথিবীরর সবচেয়ে বড় বিজ্ঞানিরা সহ নাসার গবেষকেরা বলছেন একথা।

 

 

 

 

 

 

 

 

অন্য দিকে ইসলাম অনুযায়ী কিয়ামতের  আগে আল্লাহ তাআলা পৃথিবীতে এক আল্লাহ তায়ালার প্রেরিত বান্দার আগমন ঘটবে। তার নাম ইমাম মাহাদী। এখন মুসলমানের হাতে কোনো ক্ষমতা নেই।কিন্তু  সে এসে মুসলমানের জন্য । আলোর পথে আনার জন্য সে প্রেরিত হবেন।

 

 

 

 

দাজ্জালেরও আগমন হবে সে এসে আল্লাহ বলে দাবি করবে। তার কাছে অনেক ক্ষমতা  থাকবে। সে অনেক অলৌকিক শক্তি দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পরবে। অনেকেই তাকে আল্লাহ মনে করবেন। ইসা

(আ.) পৃথিবীতে আবার আসবেন কেনো? কারণ দাজ্জালকে হত্যা করতে।

 

 

 

 

আমি সব কিছুই একটু একটু করে বললাম। কারণ এগুলো অনেক বড় এগুলো একসাথে বলে শেষ করা সম্ভব নয়।

 

আপনারা যদি চান তাহলে আমি আরো ভালো করে বিস্তার বলার চেষ্টা করবো। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এ সম্পর্কে।

 

 

 

 

 

 

 

অনেক বড় বড়  আলেম, ইমামরা বলছেন যে ইমাম মাহাদী ২০২৪ থেকে ২০২৫ সালে আসার সম্ভাবনা। ১০০% আসবেন যে তা কিন্তুু নয়। বরং ৮০% সম্ভাবনা।

 

 

 

অনেকে আবার বলছেন যে ২০২৮ সালের ৯০% সম্ভাবনা আছে। কিন্তুু আল্লাহ তায়ালাই সবচেয়ে ভালো জানেন কবে আসবেই?

 

 

 

অনেক ইমাম, আলেমরা বলছেন যে পৃথিবীর হায়াত  আর সর্বোচ্চ ৬০ বছর  টিকে থাকতে পারে।

 

 

 

 

 

এখন  নাসা বিজ্ঞানি ও ইসলামের আলেম,ইমামের কথা যদি আমরা দেখি তাহলে তাদের কথা হুবহুই একমত আমরা দেখতে পাই।

 

 

 

নাসা সহ পৃথিবীর সকল বিজ্ঞান বলছেন যে পৃথিবীর ২০৮০ ইং সালের পর পৃথিবীর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া গেলো না।

 

 

 

 

অনেক ইহুদি বলছেন দজ্জালের সাথে না কি তাদের কথা চলছে।

 

 

তো বন্ধুরা একেবারে শেষর দিকে চলে আসলাম।

 

 

 

 

 

 

 

 

 

 

হযরত ইসা (আ)

দজ্জাল

ইমাম মাহাদি (আ)

 

 

কিয়ামতের আগে আল্লাহ তাআলা পৃথিবীতে তাদের কে পাঠাবেন।

 

 

এদের সম্পর্কে বিস্তারিত জানতে শুধু একটা কমেন্ট করেন। গ্রেথর ডটকম থাকার জন্য  ধন্যবাদ।

 

 

 

 

 

 

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এবং আমার সাথে থাকার জন্য ও পোস্টি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

 

 

 

 

আবার দেখা হবে অন্য কোনো পোস্টে। ভালো থাকুন।

Related Posts

3 Comments

  1. আমি নতুন পোষ্ট শুরু করেছি নিশ্চয় আগামী পোষ্টগুলোতে এমন আর হবে না। ধন্যবাদ কমেন্ট করে পাশে থাকার জন্য।

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No