আমরা যারা পিসি বা ডেকস্টপ ব্যবহার করে থাকি তারা অনেকে স্কিনশর্ট নিতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয় আরে মোবাইলে তো বাটন প্রেস করে ধরলে স্কিনশর্ট নিয়ে নেওয়া যায় কিন্তু কম্পিউটারে কীভাবে স্কিনশর্ট নিবো।হ্যাঁ আপনি জেনে খুশি হবে যে কম্পিউটারেও স্কিনশর্ট নেওয়া যায় কিন্তু তা কোনো বাটনের সাহায্যে নয় কম্পিউটারে স্কিনশর্ট নেওয়া হয় মূলত বিভিন্ন এক্রটেনশন এর সাহায্যে।তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম এমনি একটি কম্পিউটার স্কিনশর্ট নেওয়ার এক্রটেনশন যার নাম লাইটশট।
তো যেভাবে আপনি আপনার লাইটশট স্কিনশর্ট এক্রটেনশন আপনার পিসিতে সেট করবেন তার পুরো প্রকিয়া দেখে নিন নিচেঃ
শুরুতে আপনি আপনার পিসিতে থাকা গুগল ক্রোম ব্রাউজার টিতে প্রবেশ করুন। তারপর সেখান থেকে সার্চবার এ যান গিয়ে লিখুন লাইটশট এক্রটেনশন ফোর গুগল ক্রোম তাহলে ঠিক উপরের দেওয়া ছবির মতো একটি এক্রটেনশন শো করবে।তারপর আপনি ইনস্টল নামে একটি অপশন পাবেন বা এড টু ডেস্কটপ নামে একটি অপশন পাবেন সেটিতে ক্লিক করুন।এবার ইনস্টল হয়ে গেলে আপনি ৩ডট এ গিয়ে এক্রটেনশনটি অন করে দিন ব্যাস এবার টেক স্কিনশর্ট থেকে পিসির যেকোনো জায়গা সিলেক্ট সেভ করলে আপনার পিসি গ্যালারিতে পেয়ে যাবেন।
লাইটশট এক্রটেনশন ব্যবহারের কিছু সুবিধাঃ
লাইটশট ব্যবহার করে আপনি যেকোনো জায়গার স্কিনশর্ট নিতে পারেন আর আপনি যদি অন্য এ্যাপ ব্যবহার করতেন তাহলে পুরো স্কিনের স্কিনশর্ট নিতে হতো।তারপর লাইটশট ব্যবহার করলে আপনার কোনো টাকা খরচ করতে হচ্ছে না একদম ফ্রিতে কাজ চালিয়ে যেতে পারবেন।তারপর আরেকটি হলো এটি মাএ ৬৬৮ কেবির এক্রটেনশন আর এ্যাপ তো কমছে কম ২০০-৫০০ এমবির রেম দখল করে কম্পিউটারকে স্লো করে দিত।এছাড়া অনেক এ্যাপ রয়েছে যেগুলো আপনার একই কাজ করে কিন্তু আপনার টাকা কেটে নেয় মাসিক সার্ভিস হিসেবে বা আপনার টাকা ব্যয় করে কিনে নিতে হয় তাই আশা করি এই লাইটশট এক্রটেনশনটি ব্যবহার করে দেখবেন।আশা করি পোস্টটা পড়েছেন ভুল হলে কমেন্ট করে ধরিয়ে দিন ধন্যবাদ আপনার সকল পাঠককে।