Android ফোনের জন্য নিয়ে নিন অসাধারন একটি Video এবং Photo লক অ্যাপস !

আসসালামু আলাইকুম,

আশা করি অনেক ভাল আছেন আমিও ভাল আছি তো চলুন শুরু করা যাক আজকের বিষয়টা।

আজ আমি আপনাদের মাঝে এমন একটা সফটওয়্যার এর কথা শেয়ার করব যেটার মাধ্যমে আপনারা যেকোন ভিডিও এবং ছবি এড করে রাখতে পারবেন বা লুকিয়ে রাখতে পারবেন ।

একটা বড় কাজ হলো এটা যদি আপনি লুকিয়ে রাখেন তাহলে কেউ কোথাও খুঁজে পাবে না এটা সরাসরি আপনি মেমোরি থেকে এখানে   লুকিয়ে রাখতে পারবেন সেটা আপনার ফোনে থাকবে কিন্তু কেউ কোথাও এটা খুঁজে পাবে না সেটা হল আপনার ছবি বা ভিডিও  া

আর একটা বড় কথা হল এই সফটওয়্যার থেকে আপনি যদি কোনভাবে ভিডিও ডিলিট করে ফেলেন বা ছবিটা মুছে ফেলেন সেটা আপনি রিকভারি ও করতে পারবেন!

তার আগেই সফটওয়্যার টা আপনার ইমেইল দিয়ে লগইন করে থাকবেন তাহলে কোন ভিডিও বা ছবি যদি এখান থেকে ডিলিট করে ফেলেন তাহলে আপনার ইমেইলে লগইন করার সাথে সাথে সেটা আবার রিকভারি পেয়ে যেতে পারেন !

এই সফটওয়ারটিতে ঢুকে  হলে ৪সংখ্যক একটি পিন দিতে হবে আবারও সেই পিন কনফার্ম দিয়ে তারপর এখানে লক করে রাখতে হবে তাহলে এই আপনি ছাড়া আর কেউ প্রবেশ করতেই পারবে না!

তাছাড়া এই সফটওয়ারটিতে আপনি একটা নাম ব্যবহার করতে পারেন!

সিকিউরিটির জন্য কারণ কোনো কারণে আপনি যদি পিনটা ভুলে যান তখন সেই নামটা দিলে আপনার অটোমেটিক লকটা খুলে যাবে এই জন্য আপনি সিকিউরিটি দেবে তার নামও ব্যবহার করতে পারেন “

এই সফটওয়ারটিতে আপনি ভিডিও বা ছবি লুকিয়ে রাখতে হলে প্রথমেই app ঢুকবেন তারপর নিচে দেখবেন একটি  +  চিহ্ন  আছে তাতে ক্লিক করে আপনার গ্যালারিতে যাবেন!

সেখানে গিয়ে আপনি কোন ভিডিও বা ছবি দিবেন সেটার উপরে ক্লিক করে ডান ক্লিক করলে আপনার এই অ্যাপ লকের ভিতরে সবকিছু অটোমেটিক চলে আসবে।

তারপর আপনি মেমোরি থেকে বা আপনার গ্যালারি থেকে ছবিগুলো বা ভিডিওগুলো ডিলিট করে দিবেন তারপর দেখবেন এই সফটওয়ারটিতে সবকিছু আছে।

আমি সরাসরি প্লেস্টোরে লিংক দিয়ে দিলাম আপনারা এখান  নিচের লিংক থেকে ডাউনলোড করুন

https://play.google.com/store/apps/details?id=com.fingerprint.medialocker

আশা করি পোস্টটি আপনাদের ভাল লেগেছে একটা পড়ার জন্য অনেক ধন্যবাদ

Related Posts

3 Comments

মন্তব্য করুন