EarnApp থেকে বসে বসে ইনকাম

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে একটি আর্নিং ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।

আজ আমি যে ওয়েবসাইট নিয়ে কথা বলতে যাচ্ছি তার নাম হলো EarnApp। আমি এই পোস্টে আপনাদেরকে বলতে যাচ্ছি EarnApp কি, কিভাবে একাউন্ট খুলবেন, এখান থেকে কিভাবে ইনকাম করবেন, কিভাবে উইথড্র দিবেন সব বিস্তারিতভাবে।

EarnApp কি?

EarnApp হলো একটি অনলাইন আর্নিং ওয়েবসাইট। এই মূলত একটি প্যাসিভ আর্নিং ওয়েবসাইট। এটি অত্যন্ত ভালো একটি আর্নিং ওয়েবসাইট। Bright Data নামক একটি কোম্পানি এই সাইটটি তৈরি করেছে। আপনি এখান থেকে আপনার ডাটা/ ইন্টারনেট শেয়ার করে ইনকাম কর‍তে পারবেন। আপনি যে ডাটা গুলো দিবেন তারা তা সংগ্রহ করে তাদেত কাস্টমারদের কাছে বিক্রি করবে আর এভাবে তারা আপনাকে পেমেন্ট করবে। বর্তমানে EarnApp বিশ্বের সবদেশেই তাদের কার্যক্রম চালাচ্ছে।

কিভাবে একাউন্ট খুলবেন?

এখানে একাউন্ট করার জন্য প্রথমে তাদের ওয়েবসাইটে যান। তাদের ওয়েবসাইট হচ্ছে earnapp.com। এই লিংকে যাওয়ার পর উপরে ডান পাশে থ্রী ডট মেন্যুবারে ক্লিক করুন। সেখানে সাইন আপ অপশনে ক্লিক করুন। বর্তমানে এই ওয়েবসাইটে সাইন আপ করার একটিই অপশন রয়েছে আর সেটি হচ্ছে গুগল একাউন্টের মাধ্যমে। তো “Sign Up With Google” এ ক্লিক করুন। তারপর আপনি কোন একাউন্টটি ব্যবহার করতে চান সেটি সিলেক্ট করুন। তারপর আপনাকে ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করা হবে। ব্যাস! আপনার একাউন্ট খোলা হয়ে গিয়েছে।

কিভাবে ইনকাম করবেন?

এখান থেকে ইনকাম করার একটিই উপায় সেটি হচ্ছে ডাটা শেয়ার। ইনকাম করার জন্য প্রথমে আপনার ডিভাইসে EarnApp আ্যপ/সফটওয়্যার ডাউনলোড করুন। আপনি EarnApp আপনার Linux, Android, Rasberry PI, MacOS কিংবা Windows ডিভাইসে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য যেকোনো একটি অপশনে ক্লিক করুন। তারপর অটোমেটিকভাবেই ডাউনলোড আরম্ভ হয়ে যাবে। ডাউনলোড করার পর ইন্সটল করুন। পরবর্তীতে ওই সফটওয়্যারে প্রবেশ করুন এবং ‘Start Using The App’ এ ক্লিক করুন। তারপর ‘Sign in” অপশনে ক্লিক করুন ও আপনি যে ব্রাউজারে একাউন্টটি খুলেছেন সেটি সিলেক্ট করুন। তারপর আপনার ডিভাইস লিংকড হয়ে যাবে। তারপর আপনি আ্যপের মাধ্যমে ও ড্যাশবোর্ডে দেখতে পারবেন আপনি কত এমবি শেয়ার দিয়েছেন ও কত ডলার ইনকাম করেছেন।

এখানে আপনার ইনকামটি মূলত নির্ভর করে আপনি কোন দেশে থাকেন অর্থাৎ কোন দেশ থেকে ডাটাগুলো তাদেত কাছে দিচ্ছেন। এদের ১ জিবি এর জন্য বেইস ওয়ার্লওয়াইড প্রাইস হচ্ছে ০.১ ডলার। বাংলাদেশেও প্রাইস ০.১ ডলার। বাংলাদেশ থেকে আপনি ১ জিবি পাঠালে ০.১ ডলার পাবেন। আপনি চাইলে আপনার ইনকাম বাড়ানোর জন্য ভিপিএন ব্যবহার করতে পারেন কিন্তু তাতে সমস্যা হতে পারে এমনকি আপনার একাউন্ট ব্যানও হতে পারে। তাই আমি ভিপিএন ব্যবহার না করতে সাজেস্ট করব।

আপনি এখান থেকে রেফারের মাধ্যমেও ইনকাম করতে পারবেন। আপনি কাউকে রেফার করলে তার সারাজীবনের ইনকামের ১০% আপনি পাবেন। আপনি আপনার রেফারাল লিংক পেতে চাইলে আপনার ড্যাশবোর্ডে যান এবং নিচে স্ক্রল করুন এবং আপনি আপনার রেফারাল লিংকটি পেয়ে যাবেন।

উইথড্র – এই ওয়েবসাইট থেকে উইথড্র দেওয়ার মোট ২টি উপায় রয়েছে। উপায়গুলো নিচে বলছিঃ

১. paypal: আপনি এখান থেকে পেপালের মাধ্যমে উইথড্র দিতে পারবেন। আপনি চাইলে অটো উইথড্রও সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে আপনি অটোমেটিক আপনার পেমেন্ট পেয়ে যাবেন। পেপালে মিনিমাম উইথড্র আ্যমাউন্ট হচ্ছে ৫ ডলার। ৫ ডলার হওয়ার পর আপনি উইথড্র দিতে পারবেন।

২. Amazon Gift Card: আপনি এখান থেকে আ্যমাজন গিফট কার্ডও উইথড্র দিতে পারবেন। আপনি গিফট কার্ড/কোডও অটো উইথড্র দিতে পারবেন। প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট দিন গিফট কার্ডটি উইথড্র দিতে পারবেন। আ্যমাজন গিফট কার্ডে মিনিমাম উইথড্র আ্যমাউন্ট ৫০ ডলার। ৫০ ডলার হলে আপনি উইথড্র দিতে পারবেন।

অটো উইথড্র অন করার জন্য প্রথমে ড্যাশবোর্ডে যান।সেখানে গিয়ে ‘Setup auto-redeem’ এ ক্লিক করুন। তারপর Paypal বা Amazon gift card এর মধ্যে একটি সিলেক্ট করুন। আমি আপনাকে paypal সাজেস্ট করব। যেহেতু paypal এ মিনিমাম উইথড্র আ্যমাউন্ট কম। Paypal সিলেক্ট করলে আপনি আপনার একাউন্ট ইমেইল আ্যড্রেস/ একাউন্ট আইডি দিন ও সেটি রিপিট করুন। তারপর save এ ক্লিক করুন।
আর আ্যমাজন গিফট কার্ড সিলেক্ট করে থাকলে আপনার country/region অর্থাৎ কোন কারেন্সি রিডিম কোড চান সেটি সিলেক্ট করুন। তারপর আপনি আপনার ইমেই আ্যড্রেসটি দয়ে দিন যে ইমেইলে আপনি আপনার রিডিম কোডটি পেতে চান। তারপর Save এ ক্লিক করুন।

এই ওয়েবসাইটটি আসলেই অনেক ভালো। আপনার ইনকামটা একটু কম হতে পারে যেহেতু বাংলাদেশে তাদের রেটটি কম। কিন্তু পেমেন্ট পাবেন তা নিশ্চিত। ইনকাম বাড়ানোর জন্য আপনি আপনার সব ডিভাইসে এই সফটওয়্যারটি ডাউনলোড করে রাখতে পারেন।

তো আজকের জন্য এতটুকুই। আবার কয়েকদিন পর আপনাদের সামনে হাজির হব নতুন কোন একটা টপিক নিয়ে৷ ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের জন্য বিদায় জানাচ্ছি। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আশা করি এই পোস্টটি আপনার ভালো লেগেছে এবং নিশ্চয়ই পোস্টটি আপনাদের বন্ধু – বান্ধবের সঙ্গে শেয়ার করবেন।

Related Posts

15 Comments

  1. https://blog.jit.com.bd/indian-earning-site-3969
    Indian সাইট খুব ভালো ইনকাম দিচ্ছে রেজিস্টার করলেই ১$ বোনাস এবং 1$ হলেই পেমেন্ট নিতে পারবেন।লিংক ক্লিক করে ঘুরে আসার আমন্ত্রন রইলো দেখে ভালো লাগলে করবেন। ধন্যবাদ 🥰

  2. আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
    আপনার একটা সাসক্রাইব আর একটা লাইক আমার জন্য অনুপ্রেরণা
    Please support me🙂

    Youtube Channel: https://www.youtube.com/channel/UCcrbrQxUzsavUjfXMgrsM6Q

    Facebook page:
    https://www.facebook.com/107324621876693/posts/113049517970870/?app=fbl

মন্তব্য করুন