Facebook ফ্রি পরিষেবা টি বন্ধ করে দেয়া হচ্ছে!

পৃথিবীর সব থেকে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক খুব সহজে ব্যবহার করা যায় অন্য কোন সামাজিক যোগাযোগ মাধ্যম তা সহজে ব্যবহার করা যায় না ফেইসবুক কম বয়সের লোক থেকে শুরু করে সব বয়স পর্যন্ত সবাই ব্যবহার করতে পারে

আমাদের দেশে বিভিন্ন ধরনের অপারেটর তাদের ফ্রি ফেসবুক পরিষেবাটি চালু করে রেখেছে যেন কোন গ্রাহক এই পরিষেবাটি ব্যবহার করতে পারে সহজে অপারেটররা গ্রাহকদের আকৃষ্ট করার জন্য এই পরিষেবাটি, চালু করে রেখেছে পরিষেবা টির জন্য বর্তমান কিছু অসাধু লোক তারা নানা রকম খারাপ কার্যক্রম করে এই বিষয়ে ব্যবহার করেন।।

গত ১৪ জুলাই বিটিআরসির উপপরিচালক সাবিনা ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘সম্প্রতি লক্ষ করা যাচ্ছে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী অপারেটরসমূহ।।

তাদের ফ্রী পরিষেবাটি চালু করে রেখেছে করে কিছু অসাধু লোক দ্বারা খারাপ কাজকর্ম করছে আইডি সমস্যা সঙ্গে জড়িত হচ্ছে এই পরিষেবার জন্য ডাটা ব্যবহার না করেই পিসির মাধ্যমে বিভিন্ন ধরনের আইডি হ্যাক সহ আইডিকে ব্যান এবং রিমুভ করে দিচ্ছে।।

তাই বিটিআরসি সকল সিম অপারেটরদের মানা করে দেওয়া হয়েছে সকল ফ্রি ফেসবুক বলতে পারি কেন বন্ধ করে দেয়া হয়। রবি অপারেটর এবং বাংলালিংক পরিষেবা বন্ধ করে দিবেন বলেছেন তারা এই উদ্যোগটি নিয়েছেন।।

তাছাড়া বিটিআরসি আরো বলেছেন অপারেটর তাদের কম টাকায় ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার এমবি কম টাকায় দিয়ে থাকে এটা তাদের বন্ধ করে দিতে হবে এতে করে অন্যদের।।

বিটিআরসি মতে এবং তাদের রিপোর্,ট অনুযায়ী মে মাস শেষে ইন্টারনেট ব্যবহারকারী দাঁড়িয়েছে ১০ কোটি ২১ লাখের কিছু বেশি।  এবং বর্তমান ধানের রিপোর্ট অনুযায়ী এই সংখ্যা কমে গেছে

মোটকথা পরিশেষে বলা যায় আপনারা ফেসবুক চালানোর জন্য আগে যে ফ্রি ফেসবুক ইউজ করতেন সেটা আর এখন থেকে পারবেন না।
এখন থেকে আপনাকে চালানোর জন্য ডাটা ব্যবহার করে ফেসবুক চালাইতে হবে তাড়াতাড়ি সেবাটি চিরতরে বন্ধ করে দিবে।।

Related Posts

10 Comments

  1. গুরুত্বপূর্ণ একটি লিখা। কিন্তু হাজারো বানান ভুল আর বাক্যে শব্দের বিন্যাস যাচ্ছে তাই। মনে হচ্ছে পড়ালেখা কিছুই করেন নাই। ক্লাস ওয়ান পাস একটা লোকও এরচেয়ে সুন্দর করে লিখতে পারে।

মন্তব্য করুন