Google সম্পর্কে আপনার অজানা তথ্য জেনে নিন।

আসসালামুয়ালাইকুম বন্ধুরা,আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন।

 

আমিও আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি।

 

বন্ধুরা আমরা সবাই প্রতিদিন Google  ব্যবহার করি । Google  এ বিভিন্ন জিনিস সার্চ করি। Google ছাড়া ইন্টারনেট প্রায় অচল।

অনেক আগেও আমরা চিন্তা করতাম Google  আসলে কি?

আজ আমি আপনাদের জানিয়ে দেব Google  আসলে কি?

 

*Google হচ্ছে একটি বিশাল বড় সার্চ ইঞ্জিন।যার আওয়াতায় অনেক প্রতিষ্ঠান রয়েছে।

Google মূলত এমেরিকান বহুজাতিক  ও ইন্টারনেট ভিত্তিক কোম্পানী। স্ট্যনফর্দ বিশ্ববিদ্যালয় থাকাকালীন ল্যারী পেজ ও সেরগেই ব্রিন ১৯৯৮ সালে Google  আবিষ্কার করেন।

 

                                                                     *Google এর ইতিহাস*

১৯৯৬ সাল থেকে Google  এর কাজ শুরু করা হয়। ক্যালিফোর্নিয়ার দুজন ছাত্র Google  এর কাজ প্রথম শুরু করেন। ওই সময়ের  অনুসন্ধান ইঞ্জিন গুলো ফলাফল কে বিন্যাস করে কতবার একটি বিষয় কে অনুসন্ধান পাতায় এনেছে। তাদের তত্ত্ব ছিল তখনকার কৌশলগুলোর চেয়ে  নতুন কৌশলে কোন একটা অনুসন্ধান ইঞ্জিন বানানো ছিল Google  এর ছিলো্ মূল লক্ষ্য।

 

পেজ এবং ব্রিন শুরুতে নতুন অনুসন্ধান ইঞ্জিনের নাম রাখে “ব্যাক্রাব” কারণ তখন বিভিন্ন সাইটের  ব্যাক্লিঙ্ক গুলো যাচাই করা হতো। পরবর্তীতে তারা  নাম পরিবর্তন করে Google  রাখে,যা আসলে ভূল বানানে googol লিখা হতো। পরবর্তীতে সবাই Google  বানান সঠীক ভাবে লেখে।

প্রথমত,গুগল স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় অধিনে চলত ।

১৯৯৭ সালের ১৫ ই সেপ্টেম্বর  ডোমেইন নাম Google  নিবন্ধিত হয়,এবং আত্মপ্রকাশ করে  ১৯৯৮ সালের ৮ ই সেপ্টেম্বর।

এভাবেই Google  এর ভিজিটর আসতে থাকে এবং আসতে আসতে আজ ২০২০ সাল Google  এখন  অনেক জনপ্রিয়  সবার মাঝে হয়ে গেছে।

Google Short Description:

Formaly:1998-2020

Type:Subsidairy

Industry:Internet+more and more.

Domain Name:Google .com

Founder:Laarry Page and Sergey Brin

Country:Amirica[United States]

 

 

*এই ছিল Google সম্পর্কে আপনার অজানা তথ্য।

 

 

ধন্যবাদ সবাইকে।

 

Related Posts

8 Comments

  1. জেনে আসুন মুদ্রাস্ফীতি কি এবং কিভাবে হয় নিচের পোস্ট এ?
    https://grathor.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be/

মন্তব্য করুন