Likee:Make Your Day।Likee এপে একইসাথে এন্টারটেইনমেন্ট এবং ফটো এডিটিং।

        Likke :Make your Day

গ্রাথোর ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। টিকটক তো এখন ব্যান্ড হয়ে গিয়েছে। ভারত সহ বেশির ভাগ জায়গায়।তাহলে আর দেরি কিসের। যদি আপনার নিজের দিনকে সাজাতে চান, তাহলে Likee নামক অ্যাপ টি ব্যবহার শুরু করে দিতে পারেন। 

Feature:

Likee এপে নানা ফিচার আছে।যা আপনার স্মার্টফোনে থাকার অধিকার রাখে।একইসাথে অনেক কিছুই আপনাকে উপভোগ করার সুযোগ দিবে টিকটক এর মত সকল ধরনের ফিচার আছে Likee এপে। তবে এই Likee অ্যাপ এ কিছু কিছু ক্ষেত্রে বিধিনিষেধ আছে। যেমনঃ টিকটকের সকল কিছু এলাও না। যার ফলে টিকটকাররা ভদ্রতা বজায় না রেখে, অরুচিশীল কাজ কর্ম করে একে ব্যান্ড করে দিয়েছে।কিন্তু লাইকি এপে এসবকিছু এলাও নেই। অর্থাৎ আপনাকে অবশ্যই ভদ্রতা ঠাট বজায় রেখে এখানে ভিডিও আপলোড করতে হবে। আপনি আপনার নিজের দিনকে সাজাতে পারবেন এখানে ভিডিও আপলোড করে।

অবশ্যই পড়বেনঃ#ফ্রী মোবাইল রিচার্জ সাইট।রেজিষ্ট্রার করলেই ২০ টাকা ফ্রী রিচার্জ।Grathor

#ইমেইল পড়ে, এড দেখে আয় করুন হাজার হাজার টাকা।পেমেন্ট বিকাশে।Grathor

1)Photo Edit:এটি একটি ভালো ফটো এডিটর অ্যাপ। নিজের ফটোকে বিভিন্ন স্টাইলে, বিভিন্ন ফিচার এড করে সাজাতে পারবেন। যেমন ঃআপনার ফটো যদি কালারিং, কালারফুল করতে চান। অথবা এনিমেশন অ্যাড করতে চান। তাহলে এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি আপনার ফটো কে সম্পূর্ণ ভিডিও এনিমেশন দ্বারা এডিট করতে পারবেন। এখানে ভিডিও আপলোড করে আপনার 

2)Upload Your Video:টিকটক এপে আপনি আপ্লোড করতে পারেন আপনার বানানো সুন্দর ও মজার ভিডিও গুলো।এর মাধ্যমে পাবেন সেলিব্রেটির খ্যাতি এবং ফলোয়ার।নানা ধরনের ফিচার এড করতে পারবেন আপনার নিজের ভিডিওতে।এমনকি ভালো ও শিক্ষামূলক বা ফানি ভিডিও বানিয়ে আপলোড করে দিতে পারবেন।

3)Fame & Followers:খ্যাতি কে না চায়!যত ফলোয়ার্স ততই আপনার খ্যাতি ভালো। ভালো ভিডিও আপলোড করলে ভালো ধরনের ফলোয়ার্স পাবেন। আপনার ফলোয়ারদের আপনি এখানে এন্টারটেইন করতে পারবেন। কাজে দেরি না করে এই অ্যাপে টিকটক ইউজাররা কাজ করতে পারেন। টিকটক অ্যাপ ইউজ করতে হবে তেমন নয়। লাইকি টিক টক এর চেয়ে আরো ভালো এবং এর ডাউনলোডস অনেক বেশি। এর বিজ্ঞাপন দেখে মনে হচ্ছে একটি বর্তমানে সবচেয়ে ভালো এবং দামী একটি অ্যাপ। যা তার নিজের থাকার

 জন্য টাকা খরচ করতে সক্ষম।  সেই ফিচার আছে এখানে। কাজে দেরি না করে এবং নিজের দিনকে নিজের মাধ্যমে সাজান।

ডাউনলোড লিংকঃএপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করেন

লিকে মূলত এক ধরনের সোশ্যাল এবং এন্টারটেইনমেন্ট অ্যাপ। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে ফটো এডিটের অপশনটি থাকায়। আপনি আপনার মাইন্ড একটু খোলামেলা করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।এছাড়া অবসর সময়ে বিনোদন করতে পারবেন। এই অ্যাপটিতে আপনি ফানি ভিডিও এবং মানুষের করা বিভিন্ন মজার মজার ভিডিও এখানে পাবেন। কাজেই এই লকডাউনের সময় যারা বিনোদন খুঁজছেন, তাদের জন্য একটি ভালো এবং সুবিধাজনক বলা হবে আমি মনে করি।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য একটি পোস্টে। সে পর্যন্ত ভাল থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।

Related Posts