Netflix কোম্পানির সম্পর্কে বিস্তারিত জেনে নিন

আপনি কি Netflix এর ব্যাপারে জানতে আগ্রহী বা আপনি আগে থেকেই Netflix এর বিভিন্ন ওয়েব সিরিজ, মুভি উপভোগ করেন কিন্তু নেটফ্লিক্স এর ব্যাপারে কিছুই জানেন না? তবে আজকের আর্টিকেলটা আপনার জন্য। এই আর্টিকেলটা পুরো পড়লে আপনি নেটফ্লিক্স এর বিষয়ে বিস্তারিত জেনে ফেলতে পারবেন।

বর্তমান সময়ে মানুষকে নিমিষের মধ্যে বিনোদন দেওয়ার সেরা একটি মাধ্যম হচ্ছে Netflix, মুভি এবং ওয়েব সিরিজ প্রেমীরা সাবস্ক্রিপশন ফি দিয়ে এই বিনোদনের মাধ্যমটি ব্যবহার করে থাকে কেবল মুভি এবং ওয়েব সিরিজ দেখার জন্য। যদিও আগে আমাদের দেশে নেটফ্লিক্স খুব একটা সাড়া ফেলতে পারেনি। তবে করোনা মহামারীর জন্য নেটফ্লিক্স এখন আমাদের দেশেও বেশ ভালো রকমের সারা ফেলেছে। একজন বাংলাদেশেও নেটফ্লিক্স এর অনেক ব্যাবহারকারী রয়েছে।

Netflix কি? Netflix কে, কবে, কতসালে এবং কিভাবে শুরু করে?

নেটফ্লিক্স হচ্ছে মূলত একটি ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম (Video Streaming Platforms), যেখানে আপনি ভিডিও দেখতে পারবেন। যেমনটা আপনি ইউটিউবের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভিডিও দেখেন তেমনি নেটফ্লিক্স এমন একটি প্লাটফর্ম যেখানে আপনি যেকোনো মুভি, ওয়েব সিরিজ সহজে উপভোগ করতে পারবেন। তবে ইউটিউব আর নেটফ্লিক্স এর মধ্যে পার্থক্য হচ্ছে ইউটিউব আমাদের ফ্রীতেই বিভিন্ন ভিডিও দেখার সুযোগ দিয়ে থাকে কিন্তু নেটফ্লিক্স হচ্ছে একটা পেইড প্লাটফর্ম। তাহলে প্রশ্ন হচ্ছে নেটফ্লিক্স পেইড কেন?

দেখুন ইউটিউবে আপনি সাধারণ কিছু নাটক এবং ভিডিও গান, টিউটোরিয়াল পাবেন, কিন্তু নেটফ্লিক্স তাদের ব্যবহারকারীদের যেকোনো মুভি এবং ওয়েব সিরিজ সবার আগে দিয়ে থাকে। সব ধরনের মুভি আপনি ইউটিউবে পাবেন না। আর এতসব ক্যাটাগরির মুভি আর ওয়েব সিরিজ কে দিবে ফ্রীতে বলুন? 

আর তাই মুভি আর ওয়েব সিরিজ লাভারদের কাছে দারুন গ্রহণযোগ্যতা পেয়েছে নেটফ্লিক্স। যদিও নেটফ্লিক্স এর মত Amazon Prime Video, Hotstar রয়েছে তবে তাদের থেকেও বেশি জনপ্রিয় নেটফ্লিক্স। ১৯৯৭ সালের ২৯ আগস্ট তারিখে Reed Hastings এবং Marc Randolph নামের দুইজন ব্যক্তি ক্যালিফোর্নিয়ার স্কটস ভ্যালি শহরে Netflix প্রতিষ্টা করেছিল।

Netflix এর বর্তমান অবস্থা এবং ইউজার সংখ্যা কত?

নেটফ্লিক্স এর বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ২২২ মিলিয়নের বেশি। বিশ্বব্যাপী ২২২ মিলিয়নের বেশি মানুষ সাবস্ক্রিপশন ফি দিয়ে নেটফ্লিক্স উপভোগ করছেন। নেটফ্লিক্স এর বর্তমান অবস্থা অনেকটাই ভালো, এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছেও নেটফ্লিক্স অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে।

Netflix কেন এত জনপ্রিয়?

এখন নিশ্চই আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে কেন Netflix এতটা জনপ্রিয়। Netflix এর জনপ্রিয়তার কারণ হচ্ছে বিনোদন। নিত্যনতুন মুভি এবং ওয়েব সিরিজ দেখতে আমরা সকলে অনেক পছন্দ করি। আমরা একেক জনে একেক ক্যাটাগরির মুভি পছন্দ করি। কেউ রোমান্টিক, কেউ কমেডি, কেউ অ্যাকশন ইত্যাদি।

নেটফ্লিক্স তাদের ব্যবহারকারীদের সব ক্যাটাগরির মুভি এবং ওয়েব সিরিজ উপভোগ করার সুযোগ প্রদান করে থাকে। পাশাপাশি যেকোনো মুভি এবং ওয়েব সিরিজ সবার আগে তাদের ব্যবহারকারীদের দিয়ে থাকে। আর এর ফলে নেটফ্লিক্স আজ এতটা জনপ্রিয় যে মানুষ টাকা খরচ করে নেটফ্লিক্স এর মুভি এবং ওয়েব সিরিজ উপভোগ করছে।

 Netflix এ কিভাবে যুক্ত হবেন? মুল্য কত?

নেটফ্লিক্স এ যুক্ত হওয়ার জন্য আপনাকে তাদের সাবস্ক্রিপশন ফি দিয়ে একাউন্ট কিনে নিতে হবে। নেটফ্লিক্স এর মাসিক প্ল্যান নিতে হলে আপনাকে খরচ করতে হবে ১১.৯৯ ডলার এর মত, বাংলাদেশ টাকায় যেটা ৯৬০ টাকার মতো। নেটফ্লিক্স এ যুক্ত হওয়ার জন্য নেটফ্লিক্স এর অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে তাদের সংস্ক্রিপসন প্ল্যান অনুযায়ী পেমেন্ট করলেই আপনার একাউন্ট একটিভ হয়ে যাবে। ইউটিউবে এই ব্যাপারে অনেক ভিডিও রয়েছে।

Netflix কোম্পানি বাৎসরিক কত টাকা উপার্জন করে?

Statista এর তথ্য অনুযায়ী Netflix কোম্পানি বাৎসরিক প্রায় ৩০ বিলিয়ন ডলার আয় করে থাকে।

উপসংহার

আজকে আপনাদের Netflix কোম্পানির ব্যাপারে অনেক তথ্য দিয়েছি। আশা করছি আপনারা নেটফ্লিক্স এর বিষয়ে অনেক কিছুই জানতে পেরেছেন। আর্টিকেলটা যদি ভালো লাগে তবে মন্তব্য করবেন, আর যদি বেশি ভালো লেগে থেকে তবে একটি শেয়ার করতে ভুলবেন না, শেষ করছি এইটুকুতে আল্লাহ হাফেজ। আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হোনঃ https://facebook.com/groups/grathor.official/

Related Posts

16 Comments

মন্তব্য করুন