ONE UI 4.1 এ কি কি থাকছে এবং কেন আপনার স্যামসাং স্মার্টফোনকে ONE UI 4.1এ আপগ্রেড করবেন?

আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমরা সবাই কমবেশি স্যামসাং স্মার্টফোন সম্পর্কে জানি এবং ধারণা রাখি। বর্তমান সময়ে বাজারে থাকা স্মার্টফোন ব্র্যান্ড গুলোর মধ্যে স্যামসাং একটি অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড। গ্রাহকদের কাছে স্যামসাং একটি আকর্ষণীয় নাম এবং এর ফিচার দিয়ে এটি তাদের মন জয় করে নিতে সক্ষম হয়েছে।

স্যামসাং একসময় তার নিজস্ব তোর জন্য বেশ খ্যাত ছিল। তারা সব সময় তাদের ইউনিকনেস গ্রাহকদের নিকট তুলে ধরার চেষ্টা করেছে। তাদের ফোনগুলোতে তাদের অফিশিয়াল চিপসেট Exynos ব্যবহার করা হতো। যদিও বর্তমানে স্নাপড্রাগণ এবং মিডিয়াটেক চিপসেট গুলোর ব্যবহার তাদের ফোনগুলোতে তুলনামূলক হারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু তাদের অফিসিয়াল ইউ আই ওয়ান ইউ আই (ONE UI) এখনও সেই স্থান বজায় রাখতে সক্ষম হয়েছে।

ইউ আই অথবা যাকে আমরা বলি ইউজার ইন্টারফেস স্মার্টফোনের জন্য বেশ ভূমিকা পালন করে থাকে। এটি স্মার্টফোনের ব্যবহারকে আরও আকর্ষণীয় করে তুলতে সক্ষম হয়। কিন্তু যদি এই ইউজার ইন্টারফেস তুলনামূলকভাবে ভালো না হয় তাহলে গ্রাহক মোটেই একটি স্মার্টফোন ব্যবহার করে সন্তুষ্টি অনুভব করবে না সেটি যে কোন ব্রান্ডের ফোন হোক না কেন।

ওয়ান ইউ আই তাদের পূর্বের ভার্সন ওয়ান ইউ আই ৪.০(ONE UI 4.0) স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করেছিল। যেহেতু স্যামসাং স্মার্টফোন ব্যবহারকারীরাই ওয়ান ইউ আই ব্যবহার করতে সক্ষম হয় তাদেরকেই এই ইউজার ইন্টারফেস টি ব্যবহার করতে হয়েছিল।

কিন্তু তারা তেমন কোনো আশানুরূপ ফল এই ইউজার ইন্টারফেস ব্যবহার করে পেতে সক্ষম হয়নি। বরং তাদেরকে বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। যাইহোক স্যামসাং বর্তমানে এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য এবং স্মার্টফোন ব্যবহারকারীদের আরো একটি সুন্দর ব্যবহারযোগ্য ইউজার ইন্টারফেস প্রদান করার জন্য তাদের ইউ আই এর নতুন ভার্সন লঞ্চ করেছে। যার নাম হল ওয়ান ইউ আই ৪.১(ONE UI 4.1)।

ওয়ান ইউ আই ৪.১ এর মধ্যে তারা পূর্বের ভুলগুলো সংশোধন করেছে এবং বেশ কিছু প্রয়োজনীয় ফিচার সংযুক্ত করেছে যাতে স্যামসাং স্মার্টফোন ইউজারদের স্মার্টফোন এক্সপেরিয়েন্স আরো একধাপ এগিয়ে যায়।

চলুন তাহলে দেখে নেয়া যাক ওয়ান ইউ আই ৪.১ গ্রাহকদের কি সুবিধা প্রদান করতে চলেছে এবং কেন আপনি ওয়ান ইউ আই ৪.১ এ আপগ্রেড করবেন:

Ram Plus:

বলতে গেলে এই ফিচারটি ওয়ান ইউ আই ৪.১ এর মধ্যে যোগ করা সবচেয়ে দারুন একটি ফিচার। এই ফিচার ব্যবহার করে আপনি আপনার ফোনের মেমোরি একটি নির্দিষ্ট অংশকে হিসেবে RAM হিসেবে ব্যবহার করতে পারবেন। যার ফলে আপনার ফোন আগের চেয়ে বেশি মাল্টিটাস্কিং করতে এবং বেশি পরিমাণ অ্যাপ ইন্সটল করতে সক্ষম হবে। একটি নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত আপনি আপনার মেমোরি কে RAM এ রূপান্তর করতে পারবেন। সেগুলো হলো-২,৪,৬,৮ জিবি। কিন্তু সমস্যার ব্যাপার হলো আপনি আপনার মেমোরির এই অংশকে রূপান্তর করার পর পুনরায় আর মেমোরি হিসেবে ব্যবহার করতে পারবেন না। সেই প্রকার কোন অপশন দেওয়া হয়নি ওয়ান ইউ আই ৪.১ এর নতুন আপডেটে।

হোমপেজ গ্যাজেট:

আমরা সাধারণত দেখতে পাই আমাদের হোম পেইজের একটি নির্দিষ্ট অংশ জুড়ে গ্যাজেট জায়গা দখল করে থাকে। কিন্তু ওয়ান ইউ আই ৪.১ ব্যবহার করে আপনি একই সাথে একই জায়গায় সবগুলো গ্যাজেট ব্যবহার করতে পারবেন।

এক্সট্রা ব্রাইটনেস:

তাদের এই নতুন ইউজার ইন্টারফেসে যুক্ত হয়েছে এক্সট্রা ব্রাইটনেস অপশন। সাধারণত আমরা যখন বাইরে যায় তখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে দিনের বেলায় ব্রাইটনেস ফুল থাকা সত্ত্বেও আমাদের মোবাইলের স্ক্রিনটি দেখতে পারা কষ্টকর। এই ক্ষেত্রে এক্সট্রা ব্রাইটনেস অপশন আপনাকে অনেকটাই সুবিধা প্রদান করতে সক্ষম।

অডিও ব্যালেন্স:

সাধারণত আমরা সবাই অডিও ব্যালেন্স করতে পারি আমাদের ফোনে শুধুমাত্র হেডফোন ব্যবহার করার ক্ষেত্রে। কিন্তু ওয়ান ইউ আই ৪.১ এ আপনি হেডফোন এবং স্পিকার উভয়ের ক্ষেত্রেই অডিও ব্যালেন্স করতে সক্ষম হবেন। আপনার প্রয়োজন অনুসারে আপনি এটিকে বাম এবং ডানে পরিবর্তন করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী।

ওয়ান ইউ আই ৪.০ গ্রাহকদের মন জয় করতে যতটা ব্যর্থ হয়েছিল ওয়ান ইউ আই ৪.১ আশা করি তার চেয়ে বেশি জয় করতে সক্ষম হবে। তাই আমরা যারা এখনো আমাদের ফোনের ওয়ান ইউ আই আপগ্রেড করিনি তাদের উচিত ওয়ান ইউ আই ৪.১ এ আপনার স্যামসাং স্মার্টফোনটিকে আপগ্রেড করে নেওয়া। তাহলে আপনারা এইসকল সুন্দর ফিচার গুলো আপনার স্যামসাং স্মার্টফোনের উপভোগ করতে পারবেন। তাই দেরি না করে আপনার স্মার্টফোনের সিস্টেম আপডেট আসার সাথে সাথে তা আপডেট করে নিন।

Related Posts

11 Comments

  1. ব্রাউজিং করে এবং ads দেখে ইনকাম করতে পারবেন, পেমেন্ট পাবেন বিকাশ, নগদ রকেট সহ,

    জানতে লিংকে প্রবেশ করে পড়ে নিন

    https://blog.jit.com.bd/surfe-be-extensio-4853

মন্তব্য করুন