Redmi K20 Pro দাম কত ও মোবাইলটির সকল ফিচারসমূহ দেখে নিন।

হেলো বন্ধুরা আসা করি ভালো আছেন।আল্লাহর রহমতে আমিও ভাল আছি।তো আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম এমন একটি মোবাইলের রিভিউ যা আপনার জন্য হতে পারে পারফেক্ট কম্বিনেশন মোবাইলটির নাম হলো Redmi K20 Pro।তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই পোস্টটি।

মোবাইলটির বাংলাদেশি অফিসিয়াল প্রাইজ ৪৯,৯৯৯ টাকা।

Redmi K20 Pro মোবাইলটি ২জি/৩জি/৪জি সাপোর্টেড।এছাড়া রয়েছে Dual Nano Sim স্লট।মোবাইলটিতে কালার ভিরেয়েন্ট পাবেন ৩টি কালারগুলে হলো Carbon Black,Flame Red ও Glacier Blue।মোবাইলটির ডিসপ্লে সাইজ হলে ৬.৩৯ ইঞ্চি ও মোবাইলটির ওজন হলো ১৯১ গ্রাম।মোবাইলটি প্রথম বিশ্বেবাজারে মুক্তি দেওয়া হয় ২০১৯ সালের জুন মাসে।


মোবাইলটির Back Camera ৬৯ মেগাপিক্সেল ও মোবাইলটির Front Camera ২০ মেগাপিক্সেল।মোবাইলটির Back Camera ভিডিও রেসুলেশন 4K UltraHd(2160P)।মোবাইলটির Front Camera ভিডিও রেসুলেশন FullHD(1080p)।


মোবাইলটির রোম হলো ৬৪/১২৮/২৫৬ জিবি আর রেম হলো ৬জিবি/৮জিবি।আর মোবাইলটির ওস হলো Android Pie 9.0।মোবাইলটির প্রসেসর হলো Octa Quore Up To 2.84 GHz.মোবাইলটির Chipset হলো SnapDragon 855।আর মোবাইলটির GPU হলো Adreno 650।


মোবালটির ব্যাটারি লিথিয়াম ৪০০০ Mah আর চার্জার হলো Fast Charging 27W।Fringerprint হলো ডিসপ্লের ভিতরে।আর Face Lock ও রয়েছে।মোবাইলটির OTG সাপোর্ট করে ও USB Support Vesion 2.0।মোবাইলটির Bulletooth Vesrsion হলো 5.0।মোবাইলটির রেডিও সাপোর্ট  করে  Fm।মোবাইলটির  Matetial হিসেবে রয়েছে Gorilla Glass 5 ও মোবাইলটির USB Type C সাপোর্টড।মোবাইলটির Protection হিসেবে রয়েছে Corning Gorilla Glass 5।

আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কোথা কোন ভুল থাকলে মার্জিত ভাষায় ধরিয়ে দিবেন এবং অবশ্যই আপনাদের বন্ধু-বান্ধব এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে। আজকের মত এখানেই বিদায় ভাল থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেয ইনশাল্লাহ পরবর্তীতে আবারও দেখা হচ্ছে।আর সবসময় গ্রথোরের সাথে থাকবেন।

Related Posts