TP-LINK রাউটারের Password বের করুন রুট ছাড়া ফোনে ।

এখানের লেখাগুলো পড়লে আপনারা TP-LINK রাউটারের পাসওয়ার্ড বের করতে পারবেন রুট ছাড়া ফোনে । এইক্ষেত্রে কোনো অ্যাপসের প্রয়োজন হবে না । কিভাবে করতে হবে চলুন step by step দেখে নেই :

১। প্রথমে ফোনের যেকোনো ব্রাউজার ওপেন করতে হবে ।

২। ওপেন করে সার্চ অপশনে লিখতে হবে রাউটারের ip address যেমন : 192.168.0.1 অথবা 192.168.1.1 এখানে থেকে একটি কাজ না করলে অন্যটি দিয়ে try করলে হবে ।

৩। এরপর আমাদের সামনে যেই পেজ ওপেন হবে সেই পেজে user name ও password দিতে হবে । সাধারণত TP-LINK রাউটারের default ভাবে থাকে admin . তো দুই জায়গায় admin দিয়ে login করলেই রাউটারের admin panel চলে আসবে ।

বিঃদ্রঃ admin চেঞ্জ করে ফেললে কাজ হবে না ।

৪। এরপর admin প্যানেলের মধ্যে এখন আমাদের পাঁচ নম্বর অপশন “Wireless” সেখানে যেতে হবে ।

৫।এরপর যাবো wireless security নামের অপশনে ।

৬। এরপর পেয়ে যাবো রাউটারের কাঙ্খিত password .

ip এবং user name পরিবর্তন করলে কাজ হবে না ।

Related Posts

11 Comments

মন্তব্য করুন