আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। বর্তমান সময়ে কম্পিউটার আমাদের একটি নিত্য প্রয়োজনীয় সঙ্গী। কম্পিউটার ব্যবহারের প্রচলন বর্তমানে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আর এই কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে RAM এবং VRAM।
প্রথমটি সম্পর্কে আমরা সবাই কমবেশি ধারণা রাখলেও পরেরটি সম্পর্কে আমাদের খুব একটা ধারনা নেই বললেই চলে। আজকে আমি আপনাদের সাথে এই VRAM সম্পর্কে আলোচনা করব এবং বর্তমান সময়ের প্রেক্ষিতে আমাদের কম্পিউটারে ন্যূনতম কি পরিমাণ VRAM থাকা প্রয়োজন সেই বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক।
VRAM কি?:
VRAM বাংলায় বললে যাকে আমরা বলব ভিডিও রেম যা অনেকটা কম্পিউটারের RAM এর মতই কাজ করে কিন্তু এদের মধ্যে তফাৎ হল RAM এরমধ্যে বিভিন্ন ধরনের ডাটা সাময়িকভাবে গচ্ছিত থাকে অপরদিকে VRAM এরমধ্যে ছবি সংক্রান্ত ডাটা অথবা আমরা বলতে পারি ইমেজ ডাটা গচ্ছিত থাকে। এটি কম্পিউটারের গ্রাফিক্স ইউনিট এর সাথে কাজ করে। যেকোনো ধরনের প্রোগ্রাম যেগুলো গ্রাফিক্স এর উপর নির্ভরশীল সেই সকল প্রোগ্রাম কে স্বচ্ছভাবে পরিচালনা করার জন্য এর গুরুত্ব অপরিসীম। গ্রাফিক্স ডিসপ্লে কে আরো স্বচ্ছ করার জন্য মূলত এর ব্যবহার করা হয়। বিশেষ করে গেমিং এর ক্ষেত্রে এর কোনো বিকল্প নেই।
VRAM এর মান কেমন হওয়া জরুরী?:
বর্তমান সময়ের এই আপগ্রেড এবং আপডেট এর যুগে সবকিছুর মান হওয়া চাই বেশি যা সময়ের সাথে সাথে এই বেড়ে চলা গতির সাথে তাল মিলিয়ে চলতে পারে। যেহেতু গ্রাফিক্স ইউনিট এবং ডিসপ্লের সাথে VRAM সম্পৃক্ত তাই ডিসপ্লে অনুযায়ী এর মান বিভিন্ন রকমের হতে পারে। যেমন:
১.৭২০পি রেজুলেশনের জন্য দরকার ২জিবি vram.
২.১০৮০ পি রেজুলেশনের জন্য দরকার কমপক্ষে ২ থেকে ৬ জিবি পর্যন্ত vram.
৩.১৪৪০ পি রেজুলেশনের জন্য দরকার কমপক্ষে ৪ থেকে ৮ জিবি পর্যন্ত vram.
৪.4k রেজুলেশনের জন্য প্রয়োজন ৮ জিবি অথবা তার থেকে বেশি vram.
কম্পিউটারের গ্রাফিক্স ইউনিটে আমরা এটি আমাদের পছন্দমত বাড়িয়ে ব্যবহার করতে পারে। কিন্তু আমরা অনেকেই মনে করি শুধুমাত্র RAM বেশি থাকলেই হয়তো কম্পিউটার আগের চেয়ে বেশী দ্রুত পারফরম্যান্স দেখাতে সক্ষম হবে। এক্ষেত্রে আমরা অনেকেই আমাদের কম্পিউটারের RAM বৃদ্ধি করলেও VRAM বৃদ্ধি করিনা। যার ফলে আমরা আশানুরূপ ফল পেতে সক্ষম হই না। কিন্তু কম্পিউটারের গ্রাফিক্স ইউনিট হতে আপনাকে যদি আশানুরূপ পারফরমেন্স পেতে হয় তাহলে VRAM এর মান উপরে উল্লেখিত রেজুলেশন অনুযায়ী বাড়াতে হবে। আর বর্তমান সময়ের প্রেক্ষিতে আমাদের কম্পিউটারে ন্যূনতম ৪ জিবি VRAM থাকা খুবই জরুরী। বর্তমান সময়ে ৭২০ পি রেজুলেশনের ডিসপ্লে আমরা মোবাইলেই ব্যবহার করতে আগ্রহী নই।
আশা করি আপনারা পোস্ট টি পড়ে উপকৃত হবেন। ধন্যবাদ।