Youtube ভিডিও এসইও করুন সবচেয়ে সহজ পদ্ধতিত। youtube rank অল্প সময়ের মধ্যে।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

আজকে আপনাদের সাথে tubebuddy ব্যাবহার করে ইউটিউব প্রমোট করা শেয়ার করব। আশা করি সবাই ভালো আছেন। যাদের ইউটিউব চ্যানেল আছে বা এই বিষয় এর উপর আগ্রহী । তথা ভবিষ্যৎ এ ইউটিউব এ কাজ করার ইচ্ছা আছে তাদের জন্য এই পোষ্ট । যারা কখনো ইউটিউব এ কাজ করবেন না তারা চাইলে এই পোষ্ট এড়িয়ে যেতে পারেন অথবা জানার আগ্রহ থাকলে পড়তে পারেন ।

আমি অলরেডি বলে দিয়েছি যে আমি আপনাদের সাথে tubebuddy নিয়ে আলোচনা করব। এটা আপনি পিসি দিয়ে খুব সহজে ব্যাবহার করতে পারবেন । এবং মোবাইল দিয়ে ও ব্যাবহার করার পদ্ধতি রয়েছে । এর জন্য আপনাদের আলাদা একটি ব্রাউজার ব্যাবহার করতে হবে। এ নিয়ে আমি অলরেডি গ্রাথোর এ একটা পোষ্ট করেছি। ুধহফবী ব্রাউজার ব্যাবহার করে মোবাইল দিয়ে ব্যাবহার করা যায়। এই ব্রাউজার আপনি প্লে স্টোর এ পেয়ে যাবেন।

আপনার পিসিতে যদি ক্রোম ব্রাউজার থাকে বা মোবাইল দিয়ে ব্যাবহার করেন । সবার প্রথম এ tubebuddy লিখে সার্চ করবেন। তারপর প্রথম এ আশা ওয়েবসাইট এ গিয়ে এটা ব্রাউজার এ এড করে নিবেন । আর যদি ক্রোম ব্রাউজার না থাকে তাহলে tubebuddy লিখে সার্চ করলে এটা পেয়ে যাবেন । আপনি পপুলার সবগুলো ব্রাউজার এ এটা এড করতে পারবেন। যেকোন ব্রাউজার এ এড করার জন্য চাইলে নিচের লিংক ব্যাবহার করতে পারেন।

সাইট লিংকঃ-https://www.tubebuddy.com/newcustomerr/adwords

এ পযন্ত ভেসিক বিষয় এবং কিভাবে এড করা যায় এ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছ্ ে। এখন বিষয় হচ্ছে কিভাবে এটা ব্যাবহার করবেন। এটা ব্যাবহার করা একদম সহজ। আপনি youtube.com এ যাবেন । মোবাইল দিয়ে ব্যাবহার করার সময় ব্রাউজার থেকে ইউটিউব এ যেতে হবে। এবং আপনাকে ব্রাউজারটা ডেস্কটপ মোড এ করে রাখতে হবে।

সবকিছু করার পর আপনি যখণ ইউটিউব এ যাবেন তখন এক পাশে tubebuddy এর অপশন দেখতে পাবেন। এখন কথা হচ্ছে আপনি এখানে কি কি করতে পারবেন। আপনি এখানে আপনার ইউটিউব প্রমোট করার যা যা প্রয়োজন তার সুবিধা আপনি এখানে পাবেন।

সবার প্রথম হচ্ছে আপনি এখানে আপনার ভিডিও এর জন্য সবচেয়ে ভালো টাইটেল খুজে বেড় করতে পারবেন । এর পর হচ্ছে আপনার ভিডিও তে যতগুলো কিওয়ার্ড লাগবে এখানে আপনি তা খুজেঁ বেড় করতে পারবেন। এখানে যখন আপনি কোন কিওয়ার্ড লিখে সার্চ করবেন তখন তার একটা নাম্বার এখানে দেখাবে। আপনার কিওয়ার্ড এর নাম্বার যত বেশি হবে তত ভালো হবে। আপনি একটার পর একটা দিয়ে সঠিক কিওয়ার্ড খুজে বের করবেন।

এভাবে যদি এটা ব্যাবহার করে আপনি নিয়মিত আপনার চ্যানল এ ভিডিও আপলোড করেন তাহলে খুব তারাতাড়ি সফলতা পাবেন ইনশায়াল্লাহ। ধন্যবাদ সবাইকে এই পোষ্ট পরার জন্য। ভালো থাবেন সবাই আল্লাহ হাফেজ।

কিওয়ার্ড

ইউটিউব ভিডিও এসইউ
ইউটিউব প্রমোট
tubebuddy ব্যবহার করুন
মোবাইল দিয়ে ভিডিও এসইউ
ইউটিউব এ চ্যানেল রেংক করা

Related Posts

11 Comments

মন্তব্য করুন