আপনি যদি ইউটিউবে ইনকাম করতে চান এবং সেসব সম্পৃক্ত ভিডিও বা আর্টিকেল পরে থাকেন সেখানে লিংক শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে ইনকাম করুন এমন ভিডিও বা কনটেন্ট হয়ে থাকে তাহলে সেগুলোর চিন্তা মাথা থেকে বাদ দিন। ইউটিউব আপনাদের ইনকাম করার জন্য একটি সুযোগ দেয় সেটি হচ্ছে ইউটিউব চ্যানেল। আজকে আমরা এখানে আলোচনা করবো কিভাবে ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করা যায়৷ ও কি বিষয়ে ভিডিও তৈরি করলে ভালো হয়৷
ইউটিউব চ্যানেল থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়৷
আপনি যদি ইউটিউব চ্যানেল খুলে থাকেন অথবা খুলে টাকা ইনকাম করতে চান তাহলে আপনি যে উপায়ে টাকা ইনকাম করতে পারবেন সেটি হচ্ছে গুগল অ্যাডসেন্স। যদি ও অন্যান্য উপায় বিদ্যমান। তবে, এটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম৷ আপনারা যারা অন্যান্য মাধ্যম গুলো সম্পর্কে জানতে চান তারা কমেন্টে জানাতে পারেন৷
গুগল অ্যাডসেন্স কাকে বলে
গুগল অ্যাডসেন্স গুগলের একটি শাখা প্রতিষ্ঠান৷ তারা আপনার ইউটিউব এর চ্যানেলে অ্যাড বসায় এবং সেই অ্যাড থেকে যে পরিমান টাকা ইনকাম হয় সেই ইনকাম এর ৫১% টাকা আপনাকে দেবে৷
অ্যাডসেন্স আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে।
গুগল অ্যাডসেন্স আবেদন করার জন্য আপনার ৩ টি যোগ্যতা লাগবে তাহলেই আপনি অ্যাডসেন্স এর জন্য আবেদন করতে পারবেন৷ এক নম্বর হচ্ছে আপনার কনটেন্ট ও ভিডিও আপনার নিজের তৈরি হতে হবে। দুই নম্বর হচ্ছে আপনার ১০০০ সাবস্ক্রাইবার হতে হবে। তিন নম্বর টি হচ্ছে আপনার শেষ ১২ মাসের মধ্যে ইউটিউব চ্যানেলে ৪০০০ ঘন্টা ভিউ থাকতে হবে৷ তাহলেই আপনি গুগল অ্যাডসেন্স এর জন্য আবেদন করতে পারবেন।
কি বিষয়ে ভিডিও তৈরি করবো
আপনি কি বিষয়ে ভিডিও তৈরি করবেন সেটা সম্পুর্ন আপনার উপর নির্ভর করে৷ বুঝতে পারলেন না তো। আজকাল ইউটিউবে সব বিষয়ই ভালো চলে। এর মধ্যে কিছু বিষয় আছে যে বিষয় গুলের ভিডিও দিয়ে ভালো ইনকাম হয়৷ এখন আপনি চাইলেই সে সম্পকিত ভিডিও তৈরি করতে পারেন৷
এখন সে বিষয় সম্পর্কে আপনার দক্ষতা না থাকলে আপনি কি করবেন। সেটা নিশ্চয়ই আপনার পক্ষে সম্ভব না৷
এর জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে বিষয়ে আপনার দক্ষতা আছে, যে বিষয়ে আপনি ভালো জানেন সে বিষয়ে কাজ শুরু করে দিন। এই ভাবে কাজটি করলে আপনার ইনকাম তারাতাড়ি শুরু হবে আশা করা যায়।
আপনি যদি এমন টপিক নির্বাচন করেন যে বিষয়ে আপনার দক্ষতা নেই সে বিষয়ে তাহলে সে বিষয়ের উপর ভিডিও তৈরি করতে গেলে আপনারই বিরক্ত লাগবে৷ বরং যে বিষয়ে আপনি জানেন সে বিষয়ে ভিডিও তৈরি করতে গেলে আপনারই ভালে লাগবে৷ বোরিং ফিল হবে না।
শেষ কথা
কিছু ইউটিউবার আছে যারা কিছু ভিডিও ছেরে পরে কাঙ্খিত লক্ষ্যে না পৌছানোর জন্য কাজ ছেরে দেন। আশ করি আপনারা এই কাজ করবেন না৷ এখন লক্ষ্যে পৌছাতে পারেন নি তো কি হয়েছে নাহয় ২ দিন পরেই পৌছালেন। একসময় কাজ ছেড়ে দিলে কি পৌছাবেন।