গ্রাথোর ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। YouTube
ইউটিউব বর্তমান বিশ্বের সবচেয়ে বড় অনলাইন ভিডিওপ্লাটফর্ম এবং অনলাইন ইনকাম প্ল্যাটফর্ম। এটি গুগল কর্তৃক পরিচালিত। এখানে আপনি ভিডিও আপলোড করুন, আপনার যত ভিওয়ার্স বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, আপনি সেখান থেকে তত ইনকাম করতে পারবেন।আজকের টিউটোরিয়াল পর্বে দেখাবো কিভাবে চ্যানেল খুলবেন,ভিডিও আপলোড করবেন ও অন্যান্য ইউটিউব সেটিংস।
★কিভাবে চ্যানেল খুলবেনঃ
এখন ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন সেটি একটি টিউটোরিয়াল ব্লগ হিসেবে আমি আপনাদের দেখাচ্ছি। আমি এখানে দেখাবো কিভাবে আপনি ইউটিউবে গিয়ে একটি নতুন চ্যানেল তৈরি করতে পারবেন। তাও এন্ড্রয়েড ফোন দিয়ে।
ইউটিউব চ্যানেল খুলতে যা লাগবেঃ
প্রথমত আপনার অ্যান্ড্রয়েড ফোন লাগবে।দ্বিতীয়ত ইন্টারনেট কানেকশন লাগবে।তৃতীয়ত ইউটিউব অ্যাপ। এ সব কিছু থাকলে আপনি আপনার ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। এবং একটি জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন।
টিউটোরিয়ালঃ
১/ইউটিউব এপ ইন্সটলঃইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে গিয়ে YouTube অ্যাপটি ইন্সটল করতে হবে। আর নয়তো যদি অ্যাপটি আপডেট করে না থাকে তাহলে আপনাকে আপডেট করতে হবে। অ্যাপটি ইন্সটল করার পর ইউটিউব অ্যাপটি ওপেন করতে হবে।
২/জিমেইল সাইন ইনঃ আপওপেন করার পরে হোমপেজে একদম উপরে ডান পাশে একটি প্রফাইল আইকন থাকবে।যদি আপনার ইউটিউব আগে থেকে জিমেইল সাইন ইন করা থাকে তাহলে প্রোফাইল আইকনে ক্লিক করলে আপনি আপনার জিমেইল এড্রেস টা দেখবেন। আর যদি সাইন-ইন করা না থাকে তাহলে আপনি অবশ্যই প্রোফাইল এড্রেস আইকনে গিয়ে জিমেইল একাউন্ট দ্বারা সেখানে সাইনইন করতে পারবেন। অথবা আপনি যে জিমেইল একাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে চান সে জিমেইল একাউন্ট ওই প্রোফাইল আইকনে গিয়ে সিলেক্ট করে নিতে পারবেন।
৩/চ্যানেল তৈরি করুনঃতারপর সেই প্রফাইল আইকন গেলে আপনি Your channel নামক অপশন দেখবেন। ওই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর পরই আপনার নিজস্ব চ্যানেল দেখাবে। যেখানে আপনার জিমেইল একাউন্টের নামে আপনার চ্যানেল এর নাম দেয়া আছে। আপনি আপনার চ্যানেলের নাম যেখানে থাকবে তার পাশে এডিট লোগো দেখবেন। সে এডিট লোগোতে ক্লিক করলে আপনাকে চ্যানেলের নাম এডিট করতে দিবে। এবং আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম ঠিক করে নিতে পারেন।
অবশ্যই পড়বেনঃ১/Telegram থেকে ইনকাম করুন মাসের ১৫০০০-২০০০০ টাকা
২/প্লে স্টোরে এপ ইন্সটল রিওয়ার্ড নিন মাসে ৩-৫ ডলার ক্রেডিট। ১০০% প্রুফসহ একদম ফ্রীতে।
৪/ভিডিও পাবলিক করুনঃতারপর একটু নিচে গেলেই দুটি অপশন দেখবেন সেখানে আপনার সকল ডাটা ইনফরমেশন ভিডিও প্রাইভেট করা আছে। ওইসব অপশনগুলো প্রাইভেট থেকে অফ করে পাবলিকে নিবেন।
এতে আপনার আপলোড করা ভিডিও সকলে দেখতে পারবে। এবং আপনার ভিউয়ার্স আসবে। যদি ভিডিওগুলো কে প্রাইভেট করে রাখেন তাহলে কেবল আপলোড করা ভিডিওগুলো কেবল আপনি দেখতে পারবেন। অন্য কেউ দেখতে পারবে না। কাজেই একে পাবলিক করা উচিত।
★কিভাবে ভিডিও আপলোড করবেনঃ
তারপর আপনার চ্যানেল ক্রিয়েট হয়ে গেলে আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন। সেটি নিয়ে দ্বিধান্বিত। এক্ষেত্রে আপনি পুনরায় ব্যাক বাটন এ ক্লিক করে হোমপেইজে চলে আসবেন। হোমপেইজে চলে আসার পরে Library নামক একটি অপশন দেখবেন যেটি হোমপেজের একদম নিচের দিকে একদম ডান পাশে। Library অপশনে ক্লিক করলে কতগুলো অপশন দেখবেন। তার মধ্যে থাকবে Your Videos অপশনে ক্লিক করলে, Upload Video নামক একটি অপশন দেখবেন। সে অপশন এ ক্লিক করার পরে আপনি সরাসরি গ্যালারি অথবা ফাইল ম্যানেজার সিলেক্ট করার পর আপনি যে ভিডিওটি আপলোড করতে চান সেটি আপলোড করতে পারবেন।
তারপর,
ভিডিও আপলোড করুন।
এক্ষেত্রে প্রথমে আপনাকে হয়তো গ্যালারি না হয়, ফাইল ম্যানেজার সিলেক্ট করবেন। গ্যালারি থেকে সরাসরি যে কোন একটি ভিডিও আপলোড করতে পারবেন। নয়তো ফাইল ম্যানেজারে গিয়ে যে ফাইলটিতে আপনার ভিডিওটি রয়েছে সে ফাইলটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর সে ফাইল থেকে ভিডিওটি চলে আসবে এবং সেটি সিলেক্ট করে ওপেন করলে আপনার ভিডিও আপলোড শুরু হবে। অনেকক্ষণ সময় লাগে।
ভিডিও আপলোড ও বিবরণিঃ
ভিডিও আপলোডের সময় আপনাকে আপনার ভিডিও টাইটেল লিখতে হবে। অবশ্য একটি আকর্ষণীয় টাইটেল দিবেন।যে বিষয়ের উপর ভিডিওটি করছেন তার নামানুসারে টাইটেল দিবেন। তারপর ডেসক্রিপশনে আপনি আপনার ভিডিও লিংক দিবেন। পাশাপাশি আপনি ভিডিওটি নিয়ে লিখবেন অথবা আপনি আপনার ভিডিওটি কে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবেন, এরকম।
তারপর ট্যাগ অপশনে গিয়ে আপনি আপনার সম্পূর্ণ ভিডিওটি ছোট বাক্যে যদি লিখতে চান বা বর্ণনা করতে চান তাহলে সেটাকে পাব্লিস করে দিবেন।মূলত ইউটিউবে যা লিখে সার্চ দিলে সরাসরি আপনার ভিডিওটি চলে আসতে পারে সেটা লিখে আপনি ট্যাগ অপশন টি ফিলাপ করবেন।তারপর আপনাকে লোকেশন সিলেক্ট করতে বলবে। আপনি ডিফল্ট সিলেক্ট করতে পারেন, এতে আপনার লোকেশন সমগ্র বিশ্ব হবে। আবার বাংলাদেশে এবং ইন্ডিয়া সিলেক্ট করতে পারেন। কেননা ইন্ডিয়া- বাংলাদেশ একই রিজিওন। তারপর আপলোড করে দিতে পারবেন। আপলোড হতে কিছুক্ষণ সময় নিবে। আপলোড হওয়ার পরপরই আপনার ভিডিওটি ইউটিউবে লাইভ পাবলিশ হয়ে যাবে। এবং সরাসরি লাইভ ইউটিউবে আপনি আপনার ভিডিওটি দেখবেন। আ
জকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই।পরবর্তি পর্বে দেখাবো কিভাবে YouTube Studio এপের যাবতীয় সেটিংস গুলো কম্পলিট করবেন ,এবং ভিডিওতে কিভাবে থাম্বনেল এডিটিং করে এড করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।
চলবে….