বর্তমানে বাংলাদেশে ওয়াইফাই ইউজার দিন দিন বাড়ছে।আমরা সবাই ওয়াইফাই জিনিসটা বুঝলেও কীভাবে এর কন্ট্রোল করতে হয় বা কীভাবে রাউটারের সকল ফাংশন ঠিক করতে হয় আমরা অনেকে জানি আবার অনেকে জানি না।যারা জানি না তাদের জন্য আজকের পোস্টটি।
আপনি ওয়াইফাই ব্যবহার করেন কিন্তু ওয়াইফাই আপনার বাড়ির বাইরে পর্যন্ত পাচ্ছে ফলে অন্য ইউজার ব্যবহার করছে বা আপনার বাড়িতেও ঠিকমতো ওয়াইফাই পাচ্ছে না তার মানে আপনার ওয়াইফাই রেঞ্জ ঠিক নেই।আপনি যদি এটাকে হাই করে দেন তাহলেই সব দাগ ওয়াইফাই পাবেন পাশাপাশি আরো অনেক বাড়ি পর্যন্ত ওয়াইফাই যাবে আর যদি লো করেন তাহলে বাহিরের কেউ আর আপনার ওয়াইফাই ব্যবহার করতে পারবে না।তো কীভাবে সেটিংটি ঠিক করবেন নিচে দেখে নিন।
১.প্রথমে আপনার রাউটারের মেন পেজে যাবেন সেখান থেকে ওয়ারলেস অপশন নামে ক্লিক করুন।
২.এবার ওয়ারলেস থেকে ওয়ারলেস এডভান্সড নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটায় যান ঠিক উপরের দেওয়া স্কিনশর্ট এর বেগুনি কালার টিক মার্ক দেওয়া চিহ্নের দেখানো স্হানটিতে।
৩.এবার হাই নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন ঠিক উপরের স্কিনশর্ট এ দেওয়া হাই নামের অপশনে ক্লিক করুন।
৪.এবার হাই,মিডিয়াম ও লো তিনটি অপশন দেখতে পাচ্ছেন।এখান থেকে যদি হাই দেন তাহলে ওয়াইফাই রেন্জ বারবে মানে আরো ভালোভাবে ওয়াইফাই চালাতে পারবেন।মিডিয়াম দিলে রেঞ্জ হাই থেকে একটু কমবে।আর যদি লো দেন তাহলে একেবারে কম থাকবে মনে করেন আপনার বাড়িতে ঠিকমতো ওয়াইফাই পাবেন এটাই।আপনি আপনার মতো করে হাই,মিডিয়াম কিংবা লো আপনার মতো বাছাই করে নিন।
আশা করা যায় আপনি এই টিপি লিংক রাউটারের পেজগুলোকে এই নিয়ম ব্যবহার করে রেঞ্জ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন।আর যদি অন্য রাউটারের ইউজার হন তাহলেও ঠিক একই নিয়ম ব্যবহার করে চেষ্টা করে দেখবেন তারপর যদি কোনো কিছুতে সমস্যা হয় আমি আছি আমাকে কমেন্ট করে জানাবেন আমি সমাধান করে দিবো।