নতুন বছর প্রত্যেকের জন্য নতুন বার্তা বয়ে নিয়ে আসে।নতুন বছরে মানুষ নতুন উদ্যোমে তার যাত্রা শুরু করতে চায়। পুরোনো সব দুঃখ কষ্ট ভুলে মানুষ তার সফলতার মশাল এগিয়ে নিতে চায় সারা বিশ্বজুড়ে। প্রতিবার নতুন কিছু শুরু করার তীব্র নেশায় নতুন বছর নতুন উদ্যোগে হাজির হয় আমাদের সামনে। নতুন বছরে মানুষ ভুলতে চায় তার সকল না পাওয়ার কষ্ট। হয়ে উঠতে চায় একজন সফল ব্যক্তি। এগিয়ে যেতে চায় সামনের দিকে। নতুনের উদ্যোগে যাত্রা শুরু করা মোটেও সহজ জিনিস নয়। বারবার বিফল হবেন, বার বার পূর্বের না পাওয়া মনে পড়বে। তবুও হার মানবেন না। এগিয়ে চলবেন আপনার আপন মহিমায়। নতুন বছরের ছুটে চলার তীব্র নেশায় কতগুলো বিষয় মেনে চলার চেষ্টা করুণ : ১.আপনি নতুন বছরের প্রথম দিন থেকে শুরু করতে পারেন নিয়মিত ব্যায়ামচর্চা। এতে আপনার শরীর ও মন দুটোই ভালো থাকবে। ২.বছরের প্রথম দিন থেকে রুটিন করে চলার চেষ্টা করুণ। ৩. নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। ৪.প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন। ৫.কারোও সাথে অযথা ঝামেলায় ঝড়াবেন না।কেউ আপনার ক্ষতি করলে তার সাথে বিবাদে জড়াবেন না। ৬.কোন একটি নতুন ভাষা শেখার চেষ্টা করুণ। ৭.নতুন কিছুর জন্য নিজেকে প্রস্তুত করুণ। ৮.পুরোনো সকল দুঃখ কষ্টের কথা ভুলে সামনের দিকে নিজেকে নিবেদিত করুণ। ৯.প্রতিদিন পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলুন। ১০.প্রতিদিন একটি হলেও ভালো কাজ করার অভ্যাস গড়ে তুলুন। নতুন বছরে পুরোনো সকল গ্লানি ভুলে নতুন উদ্যোগে সামনে এগিয়ে নিতে হবে। সময়ও নদীর স্রোত কারোও জন্য অপেক্ষা করেনা। আপনি যাই করবেন না কেন তার প্রভাব আপনার কর্মফল নির্ভরশীল। তাই নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনার কর্মের ফলে আপনি চারদিকে নিজের শক্ত অবস্থান গড়ে তুলুন। ৷ নিজের পূর্বের কর্মের নিজেকে দোষারোপ না করে ভবিষ্যতে সেই ভুলগুলো যাতে আর না করেন সেইদিকে মনোনিবেশ করুন। আপনি যেই কাজ করেন না কেন ফলাফল যাই হউক কেন ধৈর্য হারাবেন না। আপনি আপনার কাজ করে যাবেন। চেষ্টা করে যাবেন। নিজের উপর ভরসা রাখবেন সফল আপনি হবেনই।
দেশে আসলো নতুন চমকীয় স্মার্টফোন পোকো এম থ্রি
গত ২৯ শে ডিসেম্বর ২০২০ এ দেশের বাজারে লঞ্চ করলো শাওমির অন্যতম সাব ব্র্যান্ড পোকো এর নতুন একটি স্মার্টফোন, পোকো...