ফেসবুক ব্যবহারের উপকারিতা ও অপকারিতা-
অামরা জানি সব কিছুর ই ভালো এবং খারাপ দিক রয়েছে। ভালো দিকটা বাছাই করা অাসলে মানুষের দায়িত্ব।
অামরা জানি সারা পৃথিবীতে অনেক সোস্যাল মিডিয়া রয়েছে। তারমধ্যে ফেসবুক অন্যতম।ফেসবুক এর নাম শুনে নাই এমন মানুষ খুজে পাওয়া অনেকটা কষ্টকর।
অামরা জানি এই যুগটি তথ্য প্রযুক্তির যুগ। এক যুগ অাগে মানুষ তথ্য অাদান প্রদান করতেন চিঠির মাধ্যমে।
এই যুগটি যেহেতু তথ্য প্রযুক্তির যুগ তাই মানুষের যোগাযেগের সুবিধার জন্য অনেক সোস্যাল মিডিয়ার সৃষ্টি হয়েছে। তারমধ্যে ফেসবুক সবচেয়ে জনপ্রিয় একটি সোস্যাল মিডিয়া। যার মাধ্যমে অামরা খুব সহজে অামাদের তথ্য অাদান প্রদান করতে পারি। তথ্য অাদান প্রদান করতে বেশি সময়ের প্রয়োজন হয় না।
ফেসবুক মজার একটি সোস্যাল মিডিয়া। যার মাধ্যমে অামরা অনেক মজা করতে পারি। ফেসবুকে সবাই একে অপরের বন্ধু। ফেসবুক এ নিজেদের মনের কথাগুলো অন্য বন্ধুদের সাথে পোস্ট করে শেয়ার করা যায়।
ফেসবুকের সেই পোস্ট গুলো ভালো লাগলে লাইক দেওয়া যায়,কোন মন্তব্য থাকলে কমেন্ট করে জানানো যায়, পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে অন্য বন্ধুদের দেখানো যায়। ফেসবুকে গ্রুপ বানানো যায়। যেখানে সকল বন্ধুরা মিলে অাড্ডা দেওয়া যায়। খুব মজা করা যায় সেই গ্রুপ এ।
মানুষ এখন অবসর সময় ফেসবুকেই কাটিয়ে থাকেন।ফেসবুকে ভিডিও কলের মাধ্যমে এক বন্ধু অারেক বন্ধুর চেহারা দেখে দেখে কথা বলা যায়।ভিডিও কলে কথা বলাটা অনেকটা ইন্টারেস্টিং।
ফেসবুক এর মাধ্যমে অামরা অনেক মানুষকে সাহায্য করতে পারি যেমন কারও যদি রক্তের প্রয়োজন হয় সে যদি ফেসবুকে কোন পোস্ট দেয় তাহলে অামরা সেই পোস্টটা দেখে তাকে অামাদের সাধ্য মতো সাহায্য করতে পারি। এটা খুবই মজার কারন অামার দ্বারা অন্যর উপকার হয়েছে।এটা ফেসবুক এর জন্য সম্ভব হয়েছে।
সবচেয়ে মজার বিষয় হলো ফেসবুকে অচেনা মানুষের সাথে পরিচয় হয়। এটা একমাত্র ফেসবুকের মাধ্যমেই সম্ভব হয়েছে।
ফেসবুক এর যেমন ভালো দিক রয়েছে। তেমনি খারাপ দিক ও রয়েছে।
বর্তমান সময়ে মানুষ অবসর সময় ফেসবুকে কাটিয়ে থাকেন। বর্তমানে লক্ষ করা যায় স্টুডেন্টরা ফেসবুক খুব বেশি ব্যবহার করে। এতে তাদের পড়াশুনার অনেক ক্ষতি হয়ে থাকে। অাবার কিছু মানুষ ফেসবুক এর সাহায্য নিয়ে মানুষের সাথে প্রতারণা করে। কিছু মানুষ অাছে তারা ফেসবুকে লোভ দেখিয়ে পোস্ট দেয় তা কিছু মানুষ বিশ্বাস করে প্রতারিত হয়। এতে মানুষের অনেকটা ক্ষতি হয়ে যায়।
অামরা সবাই জানি প্রত্যেক জিনিস এরই ভালো এবং খারাপ দিক রয়েছে। তেমনি ফেসবুক এর ও ভালো খারাপ দুই দিকই রয়েছে। তাই অামাদের প্রত্যেক জিনিসের ভালো দিকটা বেছে নেওয়াটাই ভালো।অামরা যদি ফেসবুকের ভালো দিকটি ব্যবহার করতে পারি তাহলে অামরা সকলেই উপকৃত হবো।