Cheap price backlink from grathor: info@grathor.com

ফোন বিস্ফোরণ হলে করণীয়

ফোন বিস্ফোরণ হলে করণীয়

ফোন বিস্ফোরণ হলে করণীয়

আজকাল প্রায় এই ধরনের খবর আমরা দেখতে পাই বা শুনতে পাই ,ফোন বিস্ফোরণে তরুণী বা তরুণের মৃত্যু হয়েছে । আর এখন এই ঘটনা টা প্রায় প্রায় ঘটতেছে । এর কারণ হিসেবে আমি বলবো আমাদের কিছু ভূল ভাল কাজ করি তার কারনে এই ধরনের দূর্ঘটনার স্বীকার আমরা হয়ে থাকি ।

কিন্তু যখন ফোন বিস্ফোরণের ঘটনা ঘটে গেছে তখন আপনার কি করনীয় আছে সেটাই আমরা জানবো ।

ফোন বিস্ফোরণ হলে কখনও আগুন ধরে আবার কখনও আগুন ধরেনা । আগুন যদি না ধরে তাহলে তো কোনো সমস্যা নাই । কিন্তু যদি আগুন ধরে যায় তাহলেই তো আসল সমস্যা । এখানেই আমাদের প্রশ্ন- আগুন নেভানোর জন্যে একেক জন একেক উপায় অবলম্বন করে থাকে ।
তবে এই কাজ গুলা করবেন না , এতে হিতের বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি হবে।

আগুন নেভাতে কোনোভাবেই ফোনে পা দেয়া যাবে না। এতে আপনার পা পুড়ে যেতে পারে , যদিও সেখানে জুতো পরে থাকেন । জুতা সহ পুড়ে যেতে পারে ,কারন যখন ফোনে আগুন ধরে যায় তখন তার টেম্পারেচার ৬০০ ডিগ্রী পর্যন্ত হয় ,তাই সাবধান থাকতে হবে ।

আবার জলন্ত ফোন কম্বল দিয়ে ঢেকে রাখাও উচিত নয়। কারণ এতে আরও বড় বিস্ফোরণ ঘটতে পারে। তাই এই কাজও করা যাবেনা । আবার সামান্য পরিমানে পানিও দেয়া যাবে না , এতে বিপরীত কিছু হতে পারে ,আর যদি পানি দেন তাহলে ঠান্ডা পানিই দিতে হবে ।

তাহলে কিভাবে আগুন নেভাবেন? তাই না ! আগুন নেভানো যাবে না , ঐ ভাবে পুড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে । আর যদি ফোনের আসে পাশে আসবাব পত্র থাকে তাহলে আবার ফোন পুড়ে যাওয়ার জন্য অপেক্ষা করা ও যাবে না । এতে আবার আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা লোহার মতো কোনো কিছু দিয়ে এমন জায়গায় সরিয়ে দেবেন যেখানে পুড়ে গেলেও অন্য কোথাও আগুন ধরার সম্ভাবনা থাকে না ।

Related Posts

11 Comments

Leave a Reply