দিন দিন আমাদের করোনাভাইরাস এর প্রভাব বেড়েই চলেছে এর মাঝে সরকার শুরু করেছে তাদের বাজেট
২০২০-২১ অর্থবছরের তো বর্তমানে বাজেট অনুযায়ী সরকারের নতুন সিদ্ধান্ত।।
একটি বৈঠক হয়েছে বৈঠকে জাতীয়
সংসদে ৩৯তম বাজেট অধিবেশনে,
বিভিন্ন পণ্যের পাশাপাশি ইন্টারনেট সেবার খরচ বাড়ানোর বাড়ানো হয়েছে।
কারণ বর্তমান সরকারের এই কোন ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে নানা রকম ঘাটতি রয়েছে সেসব ঘাটতি পূরণ করার জন্য কি বাজেট পেশ করা হয়েছে। উক্ত বাজেটের ভিতর অনেক জিনিসের দাম প্রায় বাড়ানো হয়েছে আর বাকিগুলো জিনিসের দাম স্থগিত করা হয়েছে।
সরকারি বাজেট এর ভিতরে যেসব জিনিসের দাম বেশি করে বাড়ানো হয়েছে সেইসব জিনিসগুলোর নাম নিচে উল্লেখ করা হলো ঃ
জিনিস গুলোর ভিতরে বাজেটের এই সমস্ত জিনিসের দাম বাড়ানো হয়েছে মোবাইল কলরেট ইন্টারনেট খরচ চকলেট ইলেকট্রিক কিছু বাতি প্লেনের টিকিট অনলাইনে আছে টাকাটা অনলাইনে সবকিছু বিদেশ থেকে আগত সকল জিনিস মোটরসাইকেলের উপর শ্যাম্পু বিড়ি-সিগারেট মাদক ছাড়াও তামাকজাত যত প্রকার দব্য আছে সেগুলোর উপর বাড়ানো হয়েছে সকল ধরনের আলোকসজ্জা তাছাড়া ইত্যাদি আরো বিভিন্ন জিনিসের উপরে বাজেট করা হয়েছে।
কিন্তু এর আগে বাজেটের খরচের ভিতর ইন্টারনেটের বিষয়টা ছিল না কিন্তু বর্তমান বাজেটের ভিতর ইন্টারনেটের দাম বৃদ্ধি করা হয়েছে
সুতরাং তাই ইন্টারনেট ব্যবহারকারীদের আগের থেকে একটু বেশি দামে ইন্টারনেট কিনতে হবে তবে এই ইন্টারনেট প্যাক কেনার জন্য আপনি সব সময় আপনার ফোনের অর্থাৎ আপনার সিম কার্ড অফার থাকবে সেটা থেকে কিনলে বেটার হবে। তাছাড়া কম দামে ইন্টারনেট কেনার জন্য বিভিন্ন অপারেটরের বিভিন্ন ধরনের সুযোগ রয়েছে যেমন বাংলালিংক সিমে ইন্টারনেট কম দামে কেনা জন্য রয়েছে মাই বাংলালিংক জিপি সিম জন্য রয়েছে জিপি এবং রবি সিম কেনার জন্য রয়েছে মাই রবি অ্যাপ এছাড়া এয়ারটেল সিমের জন্য রয়েছে মাই এয়ারটেল অ্যাপ তো আপনারা চাইলে এই বিভিন্ন অপারেটরের সফটওয়্যার দিয়ে আপনারা এখান থেকে লগইন করার মাধ্যমে কম দামে এমবি কিনতে পারবেন মিনিট কিনতে পারবেন অথবা এসএমএস কিনতে পারবেন
ধন্যবাদ সবাইকে।
ভাল থাকুন সুস্থ থাকুন।