~কেউ যদি ঘুম ভাঙ্গা চোখে চুমু একে দিয়ে বলতো…
ভালোবাসি তোমায় খুব বেশি ভালোবাসি..
আমি আমার সব টুকু ভালোবাসা দিয়ে আজন্ম রেখে দিতাম মনের মনি কোঠায়..
~কেউ যদি আমার এলোমেলো চুল গুলোকে গুছিয়ে দেওয়ার ছলে..তুমি শুধু আমার..
আমি বিধাতার কাছে আরো কয়েক শত বছর বেঁচে থাকার জন্য প্রার্থনা করতাম..
~কেউ যদি আমার মাথায় হাত বুলিয়ে দেওয়ার ছলে..কপালে চুমুু একে দিতো…
আমি সারা জীবন তাকে চুমুয় চুমুয় ভরিয়ে রাখতাম..
~কেউ যদি তার শরীরের ঘাম মুছার বাহানায়..আচল টেনে বলতো আমার সারা দিনের ক্লান্তি মুছে দাও…
জীবনের শেষ দিন পর্যন্ত তার শরীরের বেয়ে পড়া নোনাজল মুছে দিতাম আমার নরম শাড়ির আচল দিয়ে…
~কেউ যদি আমার মন খারাপের সময় বিষন্নতা গুলো দূর করে আমার মন ভালো করে দিতো..
তাহলে আজীবন বিষন্নতা কুড়াতাম মুঠো ভরে..
~কেউ যদি আমার হাতে হাত রেখে বলতো.. পাগলি আছি তো..থাকবো সারা জীবন তোমার পাশে…
আমি সব ছেড়ে চলে আসতাম সারা জীবনের জন্য তার কাছে.
~কেউ যদি অন্ধকার রাতে আদর করে বুকে জড়িয়ে নিয়ে বলতো..পাগলি আদর করে দিচ্ছি তো ঘুমিয়ে পড়ো..
আমি অজস্র রাত নির্ঘুমে কাটিয়ে দিতাম..
~কেউ যদি একটা কবিতা লিখে বলতো এটা শুধু তোমার জন্য লিখেছি..
আমি আমার সমস্ত কবিতা গুলো তাকে উপসর্গ করতাম..
~কেউ যদি আমার কাছে এসে বলতো..আজ থেকে তুমি একা নও..তোমার পাশে সবসময় আমি আছি..আমার জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত তার সাথেই চলতাম…
~কেউ যদি একটা চিঠি লিখে বলতো.. ভুলো না আমায়..
তাহলে আমার হৃদয়ের পুরোটা জুড়ে খোদাই করে তার নাম লিখে দিতাম..
~কেউ যদি আমাকে একটু ভালো রাখার প্রতিশুতি দিতো….
আমি আমার সারাটা জীবন তার নামে সপে দিতাম…
~কেউ যদি একটু আমার জন্য অপেক্ষা করতো….আমি জনম জনম ভরে তার জন্যই অপেক্ষা করতাম..
~কেউ যদি একটা অপরিজিতা দিয়ে বলতো এর সব টুকু নীল তোমাক দিলাম…
তাহলে আমি আমার মনের আকাশটা তার নামে লিখে দিতাম…
~কেউ যদি বলতো..পাগলি তোমায় নীল শাড়িতে অনেক সুন্দর লাগে…
আমি হাজার জনম তার জন্য নীল শাড়ি পড়ে থাকতাম..